কলকাতা, 23 মে: একসময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'কাছের মানুষ' তাপস রায় এখন বিজেপির প্রার্থী ৷ লোকসভা নির্বাচনের আগে আচমকা তাঁর দলত্যাগে ক্ষুব্ধ নেত্রী ৷ ফলে বৃহস্পতিবারের নির্বাচনী প্রচারে সেই ক্ষোভ যেন অগ্নুৎপাতের আকার নেয় ৷ উত্তর কলকাতায় এসে তাপস রায়কে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপি প্রার্থী তাপস রায়ের বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে দাঁড়িয়ে তাঁর কড়া সমালোচনা করে মমতা। তিনি বলেন, "উত্তর কলকাতায় একজন প্রার্থীকে দাঁড় করানো হয়েছে। আমি ওঁর বিরুদ্ধে কিছু বলতে চাই না। কিছু বলার প্রয়োজনও নেই।
তিনি কেন পালিয়ে গেলেন! আমাকেও তো প্রতিদিন বিজেপি ধমকায়, চমকায়। কই আমি তো পালিয়ে যেতে পারিনি। আমার পরিবারকে ওঁরা কম হেনস্থা করেনি। আমার পার্টিতে যাঁরা রয়েছেন তাঁদেরও তো প্রত্যেকদিন বিরক্ত করে।"
আরও পড়ুন: 'মানুষের মনের কথা শুনেছি, 200 আসনও পাবে না বিজেপি', দাবি মমতার
তিনি আরও বলেন, "সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনিও তো জেলে গিয়েছিলেন। দেড় বছর জেল বন্ধু থাকতে হয়েছিল তাঁকে। তিনি তো দল ছেড়ে যাননি। মদনকেও জেলে ভরে দেওয়া হয়েছিল। কোন কারণ ছিল না জেনেও তাঁকে জেলে পাঠানো হয়েছিল যেভাবে অরবিন্দ কেজরিওয়ালকে পাঠানো হয়। আদিবাসী নেতা তাঁকেও এখনও জেলে ভরে রাখা হয়েছে। যাঁরা বিজেপি করেন তাঁরা চোর-চিটিংবাজ ৷ বিজেপি আসলে ওয়াশিং মেশিন। এখানে গেলেই সমস্ত কালো সাদা হয়ে যায়।"
নির্বাচন সংক্রান্ত আরও খবর জানুন...
মমতা আরও জানান, তিনবার তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতেছেন তিনি। এর অর্থ এই নয়, মানুষ তোমাকে ভোট দিয়েছে। মানুষ আসলে পার্টির প্রতিকে ভোট দিয়েছে। আসলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। আজ সিবিআইকে দেখে ভয় পেয়ে গিয়েছেন। জো ডর গিয়া, ওহ মর গিয়া। গত এক বছর ধরে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন। বিজেপি এরকমই করে। যাঁকে নেওয়ার সিবিআই-ইডি দেখিয়ে তাঁদের দলে নেয়। আপনি চলে গেছেন তো কী! আমার কাছে অনেক নেতা আছেন। আমার এই ধরনের ভীতু নেতা চাই না।
আরও পড়ুন: বিজেপি যদি কোনোদিন জেতে শুভেন্দুই হয়তো মুখ্যমন্ত্রী, কেন এমন মন্তব্য দেবের?
মমতা জানান, ছোটবেলা থেকেই ছাত্র রাজনীতি করে বড় হয়েছি। তবে কখনো ওর (তাপসের) সঙ্গে ছিলাম না। আমি অশোকদা, অতীন, পরেশদের সঙ্গে নিয়ে রাজনীতি করেছি। ওরা অন্য গ্রুপে রাজনীতি করতো। সোমেন মিত্রের সঙ্গে ছিলেন। আমি সোমেনদার সম্বন্ধে কোনও কথা বলতে চাই না। কারণ ওনার মৃত্যু হয়ে গিয়েছে। টিকিট চেয়েছিল, সোমেন দার কথা ভেবে আমি দিয়েছিলাম। আমি ওকে শুধু একটাই কথা বলতে চাই। কাউকে গালিগালাজ করার জন্যও একটা যোগ্যতা থাকা দরকার। আপনার গালি খাওয়ারও যোগ্যতা নেই । প্রসঙ্গত, উত্তর কলকাতা থেকে বিজেপি প্রার্থী হিসাবে ভোট দাঁড়িয়েছেন তাপস রায় ৷ তাঁর বিরুদ্ধে রয়েছে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন প্রদীপ ভট্টাচার্য ৷ শেষ দফায় অর্থাৎ পয়লা জুন ভোট এখানে ৷ কে হাসবেন শেষ হাসি, জানা যাবে 4 জুন ৷
আরও পড়ুন