ETV Bharat / sitara

bengali serial Alta Foring : ধারাবাহিকের কেন্দ্রে এবার জিমন্যাস্টিকস, আসছে আলতা ফড়িং

author img

By

Published : Dec 23, 2021, 9:46 AM IST

Updated : Dec 23, 2021, 11:21 AM IST

ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেট তো হয়েইছে ৷ এ বার বাংলা ধারাবাহিকের (new bengali serial) কেন্দ্রবিন্দুতে জিমন্যাস্টিকস (gymnastics in serial)৷ আসছে নতুন ধারাবাহিক আলতা ফড়িং (bengali serial Alta Foring)৷

new-bengali-serial-alta-foring-will-be-based-on-gymnastics
ধারাবাহিকের কেন্দ্রে এবার জিমন্যাস্টিকস, আসছে আলতা ফড়িং

কলকাতা, 23 ডিসেম্বর : সুশান্ত দাসের প্রযোজনায় টেলিভিশনের (new bengali serial) নতুন জুটি অর্ণব এবং খেয়ালি । আসছে 'আলতা ফড়িং'(bengali serial Alta Foring)।

ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেটের পর এ বার জিমন্যাস্টিকস (gymnastics in serial)। আজ্ঞে হ্যাঁ, সুশান্ত দাসের নয়া সফর শুরু হতে চলেছে জিমনাস্টিকস দেখাতে পারে এমন এক গরিব ঘরের মেয়ে ফড়িংকে নিয়ে । মা এবং মেয়ে ইটভাটায় কাজ করে ।

সদ্য হাজির হয়েছে প্রোমো । সেখানে এক তরুণীকে দেখা যাচ্ছে জিমন্যাস্টিকস দেখাতে । আর তাতে চটেছে তার মা । সে চায় না মেয়ে খেলা দেখাক । এরপর একদিন আসে ঘূর্ণিঝড় আমফান । জলের তোড়ে ভেসে যায় ফড়িং ও তার মায়ের ছোট্ট বাড়ি । ফড়িংকে বাঁচায় গল্পের নায়ক । এরপর কী হতে চলেছে তার আভাস পাওয়া যায়নি । জানতে হলে অপেক্ষাই কাম্য ।

আরও পড়ুন: Bengali serial Sarbojaya: বদলে যাচ্ছে সর্বজয়ার ইমেজ, কী বলছে চৌধুরী পরিবার ?

'শ্রীময়ী' শেষ হতেই 'আলতা ফড়িং'-এ ব্যস্ত হয়ে পড়লেন শ্রীময়ীর জামাই ছোটু, মানে অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায় । ফড়িং চরিত্রে দেখা যাবে খেয়ালি মণ্ডলকে । খেয়ালি টেলিভিশনের নতুন মুখ নয় । 'মৌ'য়ের বাড়ি' ধারাবাহিকেও তাঁকে পেয়েছে দর্শক । তবে এ বার তিনি গল্পের নায়িকা । 'আলতা ফড়িং'-এ তাঁকে একেবারে সাদামাটা লুকে পাবে দর্শক । ফড়িং-এর মায়ের চরিত্রে শাওলি চট্টোপাধ্যায় ।

প্রোমো দেখেই বোঝা যায়, ফড়িং জিমন্যাস্ট হতে চায় । হবে কি তার স্বপ্ন সফল হবে ? এই প্রশ্নের উত্তর নিয়েই আসতে চলেছে এই ধারাবাহিক ।

আরও পড়ুন: Bengali Film 'Baba Baby O' : শোলাঙ্কিকে কোন গোপন কথা বলতে চাইছেন যিশু? জানা যাবে 'বাবা বেবি ও...' ছবির গানে

কবে থেকে শুরু হতে চলেছে এই ধারাবাহিক, জানা যায়নি এখনও । সংশ্লিষ্ট চ্যানেলে সম্প্রতি শুরু হয়েছে ধারাবাহিক 'গাঁটছড়া'। এই জায়গায় আগে সম্প্রচারিত হত 'শ্রীময়ী'। 'আলতা ফড়িং' আসার কারণে কি কোনও ধারাবাহিক শেষ হতে চলেছে ? নাকি পালটাচ্ছে কোনও ধারাবাহিকের সময় ? জানতে হলে দেখতে হবে চ্যানেলের সব প্রোমো ।

আরও পড়ুন: Payel Dey Exclusive: প্রজেক্ট শুরুর আগেই বলে দিই আমায় ঘুরতে যেতে দিতে হবে : পায়েল

Last Updated :Dec 23, 2021, 11:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.