ETV Bharat / international

Imran Khan Ousted : ক্লিন বোল্ড কাপ্তান, পাকিস্তানের মসনদে আর নেই বাইশ গজের ইমরান

author img

By

Published : Apr 10, 2022, 6:44 AM IST

Updated : Apr 10, 2022, 8:00 AM IST

অনেক চেষ্টা হল, কিন্তু গদি টিকল না ৷ প্রধানমন্ত্রী পদে থাকতে পারলেন না ইমরান খান নিয়াজ়ি ৷ ন্যাশনাল অ্যাসেম্বলির নাটকীয় অনাস্থা ভোটে কী ভাবে পরাজিত হলেন খান সাহেব (Imran Khan Ousted) ?

Imran Khan losses majority
ইমরান খান

ইসলামাবাদ, 10 এপ্রিল : দিন গড়িয়ে রাত এবং রাত গড়িয়ে পরের দিন পর্যন্ত চলল নাটক ৷ প্রতিশ্রুতি অনুযায়ী 'শেষ বল' পর্যন্ত লড়ে গেলেন ৷ কিন্তু শেষরক্ষা হল না ৷ মধ্যরাতে পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভোটাভুটিতে ইমরান খানের সরকারের বিরুদ্ধে বিরোধী শিবির 174 টি ভোট দেয় ৷ তারপরই যবনিকা পতন হল তেহরিক-ই-ইনসাফ সরকারের ৷ গদিচ্যুত হলেন ইমরান খান ৷ পাকিস্তানের ইতিহাসে প্রথম কোনও প্রধানমন্ত্রী অনাস্থা ভোটে হেরে গদি ছাড়লেন (Imran Khan ousted in no confidence vote in Pakistan National Assembly) ৷

ন্যাশনাল অ্যাসেম্বলির অনাস্থা ভোট :

  • সুপ্রিম কোর্টের রায় মেনে সকাল সাড়ে দশটা নাগাদ ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন শুরু করেন স্পিকার আসাদ কাইজ়ার (Asad Qaiser) ৷ যাঁকে কেন্দ্র করে এত জলঘোলা, সেই খানসাহেব কিন্তু আসেননি অ্যাসেম্বলিতে, মুখোমুখি হননি বিরোধীদের ৷
  • অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে বিরোধী দলনেতা শেহবাজ় শরিফ এবং বিদেশ মন্ত্রী মেহমুদ কুরেশির মধ্যে কথোপকথন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পাকিস্তানের সংসদ ৷ দুপুর সাড়ে বারোটা পর্যন্ত সংসদ মুলতুবি ঘোষণা করেন স্পিকার ৷
  • সময় পেরিয়ে গেলেও শুরু হয়নি অনাস্থা ভোট ৷ দুপুর 3টে নাগাদ ফের অধিবেশন আরম্ভ করেন ইমরান খানের বিশ্বস্ত আসাদ ৷ অনাস্থা ভোট আরম্ভ হবে রাত 8টা নাগাদ, জানান স্পিকার ৷
  • এর মধ্যে প্রধানমন্ত্রী ইমরান খান মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন ৷ আসাদ কাইজ়ার গুরুত্বপূর্ণ আধিকারিকদের নিয়ে আলোচনায় বসেন ৷ তাই 8টার বদলে সাড়ে ন'টা নাগাদ ফের সংসদে অনাস্থা ভোটের প্রক্রিয়া শুরু হবে বলে জানা যায় ৷

আরও পড়ুন : Next Pak PM : তখত-চ্যুত ইমরান, গদিতে বসতে তৈরি শেহবাজ় শরিফ

  • শেষমেশ সেই সময় গড়িয়ে রাত 11.45 মিনিট নাগাদ স্পিকার আসাদ কাইজ়ার ন্যাশনাল অ্যাসেম্বলিতে জানান, তাঁর পক্ষে এই প্রক্রিয়া শুরু করা সম্ভব নয় ৷ তিনি পাকিস্তান মুসলিম লিগ-নাওয়াজ়-এর সদস্য আয়াজ় সাদিককে অনাস্থা ভোট পরিচালনার জন্য মনোনীত করে স্পিকারের আসন থেকে নেমে যান ৷ এবার অন্তত অ্যাসেম্বলিতে উপস্থিত সদস্যরা আশা করেন, অনাস্থা ভোট প্রক্রিয়া হবে ৷
  • পরের দিন অর্থাৎ 10 এপ্রিলের কয়েক মিনিট আগে অনাস্থা প্রক্রিয়া শুরু হয় ৷ কিন্তু স্পিকার আয়াজ় সাদিককে 2 মিনিটের জন্য বাধ্য হয়ে অধিবেশন মুলতুবি করতে হয় ৷
  • 9 এপ্রিলের পরিবর্তে 10 এপ্রিল প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের সূচনা হয় ৷ অ্যাসেম্বলির 342টি আসনের মধ্যে 174 জন খান সাহেবের বিরুদ্ধে ভোট দেন ৷
  • এদিকে হার নিশ্চিত বুঝে অনাস্থা ভোট শেষ হওয়ার কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়ে চলে যান পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (Pakistan Tehreek-e-Insaf) প্রধান ইমরান খান ৷

প্রধানমন্ত্রী ইমরানের শেষ কয়েক ঘণ্টা

অনাস্থা ভোটের আগে প্রধানমন্ত্রী ইমরান তাঁর বাসভবনে মন্ত্রিসভার বৈঠক ডাকেন ৷ 'ষড়যন্ত্রের চিঠি' স্পিকার, সেনেট চেয়ারম্যান এবং প্রধান বিচারপতির কাছে পাঠানোর সম্মতি পান ৷ ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন মুলতুবি করে দু'দু'বার আসাদ কাইজ়ার ইমরানের বাড়িতে যান ৷ দ্বিতীয় বার অ্যাসেম্বলিতে ফিরে এসে তাঁর পদত্যাগ ঘোষণা করেন ৷

শেষ বলে বাঁচতে ইমরান তাঁর প্রিয় সাংবাদিকদের দলের সঙ্গে দেখা করেন ৷ এঁরা সাধারণত তাঁর হয়েই প্রচার করে থাকেন ৷ সাংবাদিকের মাধ্যমে তিনি জানিয়ে দেন, পদত্যাগ করবেন না এবং 'শেষ বল পর্যন্ত লড়ে যাবেন' ৷ নিজেকে বাঁচাতে সেনাবাহিনীর নেতৃত্বে কোনও পরিবর্তন তিনি করেননি ৷

এদিকে অনাস্থা ভোট প্রক্রিয়া দেরি হচ্ছে দেখে বিচারপতিদের নিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছন দেশের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল (Umar Ata Bandial) ৷ 7 এপ্রিল আদালতের দেওয়া নির্দেশ কোনও ভাবে লঙ্ঘন হলে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করবে আদালত ৷ একই ভাবে ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি তাঁর কর্মীদের আদালত খুলতে আদেশ দেন ৷

আরও পড়ুন : Next Pakistan PM : পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী কি নওয়াজ শরিফের ভাই ?

সেসবের অবশ্য দরকার পড়েনি ৷ বিরোধীদের ধাক্কায় যা হওয়ার তাই হল ৷ পাকিস্তানের মসনদে বসবেন নওয়াজ় শরিফের ভাই শেহবাজ় শরিফ, তেমনটাই জানিয়েছে ঐক্যবদ্ধ বিরোধী শিবির ৷ অনাস্থা ভোট শেষে আগামী প্রধানমন্ত্রী আশ্বস্ত করে বলেন, "সকলের আত্মত্যাগের জন্য ধন্যবাদ জানাচ্ছি ৷ আরেকবার সংবিধান এবং আইনের উপর তৈরি পাকিস্তান তার অস্তিত্ব ফিরে পেল ৷ আমরা প্রতিশোধ নেব না ৷ আইন তার পথে হাঁটবে ৷"

Last Updated : Apr 10, 2022, 8:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.