ETV Bharat / bharat

মৃত ব্যক্তির একাধিক স্ত্রী থাকলেও দিতে হবে পেনশন, রেলকে নির্দেশ আদালতের

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 22, 2023, 6:52 PM IST

High Court on Railway Service(pension) Rules: রেলওয়ে আধিকারিকদের ক্ষেত্রে একজন ব্যক্তির এক বা তার বেশি স্ত্রী থাকলেও স্বামী মৃত্যুর পর তাঁরা পেনশন পাবেন ৷ এমনটাই জানালো কর্ণাটক হাইকোর্ট ৷

More than one wife eligible for pension under Railway Service Rules
More than one wife eligible for pension under Railway Service Rules

বেঙ্গালুরু, 22 ডিসেম্বর: 'ভারতীয় রেলওয়ে সার্ভিস রুলস' অনুযায়ী, একজন ব্যক্তির এক বা তার বেশি স্ত্রী থাকলেও তাঁরাও পেনশন পাবেন এমনটাই জানাল কর্ণাটক হাইকোর্ট ৷ কোনও ক্ষেত্রে এক ব্যক্তির একাধিক স্ত্রী থাকলে সকলের মধ্যেই পেনশনের টাকাটি সমানভাগে ভাগ হয়ে যাবে ৷ বিষয়টি আদালতের নজরে আসে একজন মৃত রেলওয়ে আধিকারিকের দ্বিতীয় স্ত্রী এই নিয়ে উচ্চ আদালতে একটি মামলা দায়ের করার ফলে ৷

প্রথমে ওই মহিলা ফ্যামিলি কোর্টে মামলায় হেরে যান ৷ সেখানে প্রথম পক্ষের স্ত্রী ও তাঁর ছেলে মেয়েকেই 50 শতাংশ পারিবারিক পেনশন প্রদান করার রায় দেয় আদালত ৷ ফলত সাউথ ওয়েস্টার্ন রেলওয়ের আধিকারিক রমেশ বাবুর দ্বিতীয় পক্ষের স্ত্রী পুষ্পা সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন ৷ বিচারপতি এম নাগাপ্রসন্নর বেঞ্চ জানায়, কর্মচারী বা স্ত্রীর অধিকার কতখানি তা নির্ভর করছে পেনশন সংক্রান্ত নিয়মাবলীর উপর ৷ যদি কোনও নিয়ম না থাকে তাহলে পেনশন দেওয়া হবে না ৷ তবে যদি নিয়ম থাকে তাহলে সেই নিয়ম অনুযায়ী পেনশন দেওয়া হবে ৷

1993 'রেলওয়ে সার্ভিসেস(পেনশন) রুলস'-এ 2016 সালে সংশোধন করে 'রেলওয়ে সার্ভিসেস(পেনশন) অ্যামেন্ডমেন্ট রুলস' কার্যকর করা হয় ৷ নিয়ম অনুযায়ী, এক বা একাধিক বিধবা স্ত্রীও পেনশনের জন্য যোগ্য ৷ সেক্ষেত্রে দুই স্ত্রীর মধ্যে সমানভাগে পেনশনের টাকা ভাগ করে দিতে হবে ৷ বিচারপতি এম নাগাপ্রসন্নর বেঞ্চ জানিয়েছে, মৃত কর্মচারীর দ্বিতীয় স্ত্রী এবং তাঁর পরিবারও 50% পেনশন পাওয়ার যোগ্য ৷ পাশাপাশি আদালত এও জানিয়েছে, এই মামলায় ফ্যামিলি কোর্টের হস্তক্ষেপ করার কোনও দরকার নেই ৷

প্রসঙ্গত, সাউথ ওয়েস্টার্ন রেলওয়ের ট্রাফিক ডিপার্টমেন্টের পয়েন্টসম্যান আর রমেশ বাবুর মৃত্যুর পর তাঁর দুই স্ত্রীর মধ্যে এই নিয়ে বিরোধ বাঁধে ৷ সেই মামলাতেই এই রায় দিল আদালত ৷ প্রথম পক্ষের স্ত্রী এবং তিন সন্তান ছিল রমেশের ৷ এরপর 1999 সালে 9 ডিসেম্বর পুষ্পা নামে এক মহিলাকে তিরুপতিতে বিয়ে করেন তিনি ৷ দ্বিতীয় পক্ষেও তাঁর 22 বছর বয়সি এক মেয়ে রয়েছে ৷ ফ্যামিলি কোর্টের রায় মেনেই সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে রমেশ বাবুর প্রথম পক্ষের স্ত্রীকে পেনশন দিয়ে আসছিল ৷ গত জুলাই মাসের 22 তারিখ ফ্যামিলি কোর্ট এই রায় দেয় ৷ এরপরই এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন পুষ্পা ৷

আরও পড়ুন:

  1. বছর শেষে ফিরে দেখা 2023 সালে সুপ্রিম কোর্টের 10 গুরুত্বপূর্ণ রায়
  2. নবান্ন বাসস্ট্যান্ডের সামনে ডিএ-র দাবিতে ধরনা 3 নয়, একদিন করা যাবে; নির্দেশ ডিভিশন বেঞ্চের
  3. বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে সিআইডি তলব, এবার মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.