ETV Bharat / bharat

বছর শেষে ফিরে দেখা 2023 সালে সুপ্রিম কোর্টের 10 গুরুত্বপূর্ণ রায়

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 21, 2023, 12:04 PM IST

Updated : Dec 21, 2023, 4:33 PM IST

Supreme Court
Supreme Court

Major SC judgments in 2023: সুপ্রিম কোর্ট 2023 সালে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছে ৷ সেই তালিকায় যেমন ধারা 370 বহাল রাখার রায় রয়েছে, তেমনই রয়েছে রাহুল গান্ধির সাংসদপদ খারিজে স্থগিতাদেশ থেকে সমলিঙ্গ বিবাহ সংক্রান্ত মামলার রায়ও ৷ একনজরে ফিরে দেখা যাক এই বছর সুপ্রিম কোর্টের 10টি গুরুত্বপূর্ণ রায় ৷

নয়াদিল্লি, 21 ডিসেম্বর: শেষের পথে 2023 ৷ চলতি বছরে একাধিক গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ যার প্রভাব শুধু সুদূরপ্রসারীই নয়, সাধারণ মানুষের মধ্যেও এর প্রভাব পড়েছে ৷ তাই 2023 সর্বোচ্চ আদালতের দেওয়া 10টি গুরুত্বপূর্ণ রায় একনজরে দেখে নেওয়া যাক -

ধারা 370 (Article 370): 2019 সালের 5 অগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা সরাতে সংবিধানের 370 ধারা বাতিল করে কেন্দ্রীয় সরকার ৷ এর বিরুদ্ধে মামলা হয় সুপ্রিম কোর্টে ৷ কিন্তু ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ কেন্দ্রের সিদ্ধান্তকে বহাল রাখে ৷ চলতি ডিসেম্বরেই সেই রায় দেওয়া হয়েছে ৷

সুপ্রিম কোর্ট জানায়, 370 ধারা একটি অস্থায়ী বিধান ছিল ৷ এই ধারা বিলোপের সময় কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীর রাজ্যকে দু’ভাগ করে ৷ জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয় ৷ লাদাখকে কেন্দ্র শাসিত অঞ্চলের সিদ্ধান্ত বহাল রাখে শীর্ষ আদালত ৷ তবে কেন্দ্রকে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে অবিলম্বে জম্মু ও কাশ্মীরকে পূর্ণরাজ্যের মর্যাদা ফেরাতে হবে ৷ আর 2024 সালের সেপ্টেম্বরের মধ্যে সেখানে বিধানসভা ভোট করানোর জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷

সমলিঙ্গ বিবাহ (Same-Sex Marriage): সমলিঙ্গ বিবাহের আইনি স্বীকৃতি দিতে অস্বীকার করে চলতি বছরের অক্টোবরে রায় দেয় সুপ্রিম কোর্ট ৷ দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই রায় দেয়৷ সাংবিধানিক বেঞ্চ সর্বসম্মত সিদ্ধান্তে বলেছে যে বিয়ে করার কোনও মৌলিক অধিকার নেই । দীর্ঘ শুনানির পর রায় দেওয়া হয় ৷

আবেদনকারী দিকটি দেখার জন্য রাজ্যগুলিকে নির্দেশ দেয় আদালত ৷ তাছাড়া এলজিবিটিকিউআইএপ্লাস-দের অধিকার রক্ষায় বৈষম্য় দূর করা এবং সমলিঙ্গদের লিভ-ইন এর পক্ষে মত প্রকাশ করে সুপ্রিম কোর্ট ৷ পরে অবশ্য সুপ্রিম কোর্টে এই রায় পুনর্বিবেচনার আবেদন জমা পড়ে ৷

26 সপ্তাহের গর্ভাবস্থা (26 Weeks Pregnancy): অসুস্থতার কারণ দেখিয়ে এক বিবাহিত মহিলা 26 সপ্তাহে গর্ভপাতের আবেদন জানান ৷ কিন্তু সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দেয় ৷ প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হয় ৷ রায়ে আদালত জানায়, গর্ভাবস্থার মেয়াদ 24 সপ্তাহ অতিক্রম করেছে, তাই গর্ভপাতের অনুমতি দেওয়া যাবে না । তাছাড়া মায়ের জন্য কোনও ঝুঁকি নেই ৷ আর ভ্রূণও অস্বাভাবিক নয় ৷

রাহুল গান্ধির সাংসদপদ (Rahul Gandhi MP Status): মোদি পদবি নিয়ে মানহানিকর মন্তব্য করায় গুজরাতের সুরাতের আদলত রাহুল গান্ধিকে দু’বছরের কারাদণ্ড দেয় ৷ ফলে তাঁর সাংসদপদ বাতিল হয়ে যায় ৷ কিন্তু অগস্টে আদালতের রায়ে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট ৷ ফলে সাংসদপদ ফিরে পান রাহুল গান্ধি ৷ তবে এমন মন্তব্য যে রাহুলের করা উচিত হয়নি, সেটা অবশ্য স্পষ্ট করে দেয় শীর্ষ আদালত ৷ জনসাধারণের সামনে বক্তৃতা দেওয়ার সময় যে রাহুলের সতর্ক থাকা উচিত বলেও জানায় সুপ্রিম কোর্ট ৷

মহারাষ্ট্রের রাজনীতি (Maharashtra Politics): সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ মহারাষ্ট্রের রাজ্যপালের তরফে ওই রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে তাঁর দলের (শিবসেনা) সংকটের পরিপ্রেক্ষিতে আস্থা ভোটের মুখে ঠেলে দেওয়ার সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ বলে উল্লেখ করে । আদালত একটি রাজনৈতিক দল এবং পরিষদীয় দলের ক্ষমতার মধ্যে পার্থক্য তুলে ধরে ৷ আদালত জানায়, শুধুমাত্র একটি রাজনৈতিক দল আইনসভায় হুইপ জারি করতে পারে এবং দলের নেতা নিয়োগ করতে পারে ।

বিবাহবিচ্ছেদ (Divorce): ভাঙনের মুখে থাকা বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে বিবাহবিচ্ছেদের নির্দেশ দেওয়ার এক্তিয়ার রয়েছে সুপ্রিম কোর্টে ৷ শীর্ষ আদালতের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই রায় দেয় ৷ আদালত জানায়, সংবিধানের 142 অনুচ্ছেদের অধীনে বিশেষ ক্ষমতা প্রয়োগ করার অধিকার তাদের আছে ৷ সর্বোচ্চ আদালত আরও জানায় যে পারস্পরিক সম্মতির মাধ্যমে বিবাহবিচ্ছেদের জন্য ছ’মাসের বাধ্যতামূলক অপেক্ষার সময় শর্ত সাপেক্ষে বাতিল করা যেতে পারে ।

দিল্লির উপ-রাজ্যপাল বনাম আপ সরকার নিয়ে সুপ্রিম কোর্টের রায় (SC on Delhi LG Vs AAP Govt): পুলিশ, পাবলিক অর্ডার এবং ভূমি প্রশাসন সংক্রান্ত বিষয়গুলি বাদ দিয়ে অন্য পরিষেবাগুলি পরিচালনার বিষয়ে আইনি ও কার্যনির্বাহী ক্ষমতা রয়েছে দিল্লি সরকারের । দেশের প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই রায় দেয় ৷ পরে কেন্দ্রীয় সরকার সংসদে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি (সংশোধনী) বিল, 2023 পাশ করিয়ে সুপ্রিম কোর্টের রায় ‘বাতিল’ করে দেয় ৷ সেখানে দিল্লি সরকারের ভূমিকা বাতিল করে দেওয়া হয় ৷

নোটবন্দি (Demonetisation): 2023 সালের শুরুতে সুপ্রিম কোর্ট নোটবন্দি নিয়েও রায় দেয় ৷ 2016 সালে 500 ও 1000 এর নোট বাতিল করার যে সিদ্ধান্ত মোদি সরকার নিয়েছিল, সেই সিদ্ধান্ত বহাল রাখে সুপ্রিম কোর্টে ৷ পাঁচ বিচারপতির বেঞ্চ 4:1 অঙ্কে এই রায় দেয় ৷ এই মামলায় 58টি পিটিশন কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জমা পড়েছিল ৷ সব পিটিশনই আদালত খারিজ করে দেয় আদালত ৷

মুখ্য নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনাদের নিয়োগ (CEC, ECs Appointment): সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ আদেশ দেয় যে মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা ও দেশের প্রধান বিচারপতির সমন্বয়ে গঠিত কমিটির পরামর্শে নিয়োগ করা হবে । কিন্তু কেন্দ্র প্যানেল থেকে প্রধান বিচারপতিকে সরিয়ে একজন মন্ত্রীকে সেখানে রাখার জন্য একটি বিল পেশ করেছে সংসদে ৷

ভোপাল গ্যাস ট্র্যাজেডির ক্ষতিগ্রস্তদের জন্য বর্ধিত ক্ষতিপূরণ চেয়ে কেন্দ্রের আবেদন (Centre’s curative plea seeking enhanced compensation for Bhopal gas tragedy victims): 1984 সালে ভোপাল গ্যাস ট্রাজেডিতে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের পরিমাণ যাতে মার্কিন সংস্থা ইউনিয়ন কার্বাইড (বর্তমানে ডাও কেমিক্যাল) বৃদ্ধি করে, সেই কারণে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় সরকার ৷ কিন্তু গত মার্চে সেই আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত৷ কেন্দ্রীয় সরকার ওই সংস্থার কাছ থেকে আরও 7844 কোটি টাকা ক্ষতিপূরণ বাবদ চেয়েছিল ৷ এর আগে 1989 সালে এই দুর্ঘটনায় 470 মার্কিন ডলার ক্ষতিপূরণ দিয়েছিল ওই সংস্থা ৷

আরও পড়ুন:

  1. সংবিধানের অনুচ্ছেদ 370 বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়ের 10টি মূল বক্তব্য
  2. সমলিঙ্গ বিয়ে নিয়ে রায় পর্যালোচনার আবেদন সুপ্রিম কোর্টে
  3. 26 সপ্তাহের অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি দিল না সুপ্রিম কোর্ট
Last Updated :Dec 21, 2023, 4:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.