ETV Bharat / state

ষষ্ঠ দফায় গড় ধরে রাখার আর ফেরানোর লড়াইয়ে বিজেপি, তৃণমূল - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 25, 2024, 12:24 AM IST

Updated : May 25, 2024, 3:20 AM IST

Sixth Phase of Lok Sabha Election: ষষ্ঠ দফার নির্বাচনে রয়েছে বাংলার আটটি আসন ৷ তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর ৷ একাধিক জেলায় নিজেদের গড় ধরে রাখতে সচেষ্ট বিজেপি ৷ তৃণমূল চাইছে ফের ভোটব্যাংক বাড়াতে ৷ ফলে বঙ্গ রাজনীতির মানচিত্রে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই লোকসভা কেন্দ্রগুলি...

ETV Bharat
ষষ্ঠ দফায় ‘গড়’ ফেরানোর লড়াই তৃণমূলের (ইটিভি ভারত)

কলকাতা, 24 মে: চলছে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের উৎসব ৷ 25 মে সেই উৎসবের ষষ্ঠ দফায় যোগ দিচ্ছে দেশের 57টি লোকসভা কেন্দ্র ৷ তার মধ্যে রয়েছে এ রাজ্যের আটটি কেন্দ্র-তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর ৷ গত লোকসভা ভোটে 3টি আসন গিয়েছিল তৃণমূলের ঝুলিতে, বিজেপি পেয়েছিল 5টি ৷ যদিও তৃণমূলের টিকিটে জেতা দুই সাংসদ শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী এখন পদ্মশিবিরে ৷ ফলে ষষ্ঠ দফায় 7-1 ‘গোলে’ এগিয়ে রয়েছে বিজেপি ৷

2024 সালের এই নির্বাচন হচ্ছে সাত দফায় ৷ লোকসভা ভোট শেষ হবে 1 জুন ৷ ভোটগণনা 4 জুন ৷ রাজ্যে তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি ৷ গত লোকসভা নির্বাচনে 18টি আসন জিতেছিল গেরুয়া শিবির ৷ উত্তরবঙ্গ উজার করে পদ্মশিবিরের ভোটবাক্স ভরিয়েছিল ৷ ফলে বঙ্গে আরও জোরালোভাবে দাঁত ফোটাতে উত্তরবঙ্গের পাশাপাশি বাকি আসনেও নজর দিয়েছে বিজেপি ৷

তমলুক

বিজেপির টিকিটে লড়ছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ তাঁর বিরুদ্ধে দুই তরুণ, তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য ও সিপিআই(এমে)র সায়ন বন্দ্যোপাধ্যায় ৷ লড়াইটা আবার 'অধিকারী পরিবার' বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলেরও ৷ ফলে লড়াইটা উন্নয়ন বা মানুষের সমস্যার থেকেও বেশি 'অস্তিত্বরক্ষার' ৷

গত বিধানসভা ভোটে তমলুক কেন্দ্রের সাতটি বিধানসভার মধ্যে ময়না, হলদিয়া এবং নন্দীগ্রামের দখল নেয় বিজেপি ৷ বাকি চারটি- তমলুক, পাঁশকুড়া পূর্ব, নন্দকুমার, মহিষাদলে জয়ী হন তৃণমূল প্রার্থীরা ৷ সব বিধানসভাগুলির মোট ভোট মিলিয়ে তৃণমূল মাত্র 21টি ভোটে বিজেপির থেকে এগিয়ে ছিল ৷ ফলে তাম্রলিপ্তে লড়াই এবার জমাটি ৷

আরও পড়ুন

কাঁথি

পূর্ব মেদিনীপুরকে বাংলার রাজনীতিতে 'অধিকারী গড়' বলা হয় ৷ তা গত বিধানসভায় বিজেপির টিকিটে নন্দীগ্রাম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে প্রমাণ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেই পূর্ব মেদিনীপুরের কাঁথি লোকসভা কেন্দ্রের নির্বাচনে আরও একবার 'অস্তিত্বরক্ষার' লড়াই ৷ যেখানে বিজেপির প্রার্থী বিরোধী দলনেতার ছোট ভাই সৌমেন্দু অধিকারী ৷ বিদায়ী সাংসদ তথা বাবা শিশির অধিকারীর জায়গায় লড়াই করছেন তিনি ৷

2019 লোকসভায় এই কাঁথি লোকসভা ছিল তৃণমূল কংগ্রেসের ৷ তাই রাজ্যের শাসকদলের লক্ষ্য জেতা আসনে 'অস্তিত্বরক্ষা' করা ৷ যে লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা রেখেছেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিকের উপর ৷

আরও পড়ুন

ঘাটাল

ঘাটাল মাস্টার প্ল্যান, গোল্ডেন হাব-সহ নানান ইস্যুতে জর্জরিত ঘাটাল লোকসভা কেন্দ্র ৷ চলতি নির্বাচনে এই কেন্দ্রের প্রধান দুই প্রার্থীর মধ্য়ে আরও একটি ইস্যু পেশাগত প্রতিদ্বন্দ্বিতা ৷ ঘাটাল লোকসভা নির্বাচনের লড়াই মূলত দ্বিমুখী ৷ একদিকে গত দু’বারের সাংসদ তথা টলিউড তারকা দেব ৷ আর উলটোদিকে খড়গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় ৷

আরও পড়ুন

ঝাড়গ্রাম

একটা সময়ে লাল দুর্গ হিসেবে পরিচিত ছিল জঙ্গলমহল ঝাড়গ্রাম । 2009 সালের লোকসভা নির্বাচনে সিপিআইএম প্রার্থী পুলিনবিহারী বাস্কে বিপুল ভোটে জয়লাভ করেন । তবে 2011 সালের বিধানসভা ভোটে সেখানে ফোটে ঘাসফুল ৷ এরপর 2014 সালের লোকসভা নির্বাচনে ইতিহাস গড়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী উমা সরেন সিপিআইএম প্রার্থী পুলিনবিহারী বাস্কেকে প্রায় সাড়ে তিন লাখ ভোটের ব্যবধানে হারান ৷

তবে 2019 সালের লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম উপর দিয়ে বয়ে যায় মোদি-ঝড় । মাত্র 11 হাজার ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বীরবাহা সরেন টুডুকে পরাজিত করেন বিজেপি প্রার্থী কুনার হেমব্রম । ঝাড়গ্রাম লোকসভায় মূলত লড়াই তৃণমূল, বিজেপি ও সিপিআইএম-এর মধ্যে ৷ তবে এ বারের নির্বাচনে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কুড়মি ভোট ।

আরও পড়ুন

মেদিনীপুর

এককালের লাল-গড় মেদিনীপুরর কুর্সি দখলে এবার মূল লড়াই বিজেপি ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ সম্মুখসমরে রাজ্যের শাসক দল ও প্রধান বিরোধী দলের দুই মহিলা বিধায়ক ৷ গতবারের জয়ী দিলীপ ঘোষ প্রার্থী হয়েছেন বর্ধমান-দুর্গাপুরে ৷ তাঁর বদলে এখানে বিজেপি প্রার্থী করেছে বিধায়ক অগ্নিমিত্রা পলকে ৷ অন্যদিকে তৃণমূল কংগ্রেস এবার প্রার্থী করেছে জুন মালিয়াকে ৷

মেদিনীপুর লোকসভার অধীনে যে সাতটি বিধানসভা রয়েছে, সেগুলি হল - মেদিনীপুর, সংখ্যালঘু অধ্যুষিত খড়গপুর গ্রামীণ, অবাঙালি অধ্যুষিত খড়গপুর সদর, কেশিয়াড়ি, দাঁতন, নারায়ণগড় ও পূর্ব মেদিনীপুরের এগরা । 2021 সালে এই সাত বিধানসভার মধ্যে শুধুমাত্র খড়গপুর সদরেই জিততে পেরেছে বিজেপি ৷

আরও পড়ুন

পুরুলিয়া

ফরওয়ার্ড ব্লকের শক্ত জমিতে 2014 সালে ঘাসফুল ফুটিয়েছিলেন মৃগাঙ্ক মাহাতো ৷ 2019 সালে তৃণমূলের সেই মৃগাঙ্ক মাহাতোকে হারিয়েই পুরুলিয়ার সাংসদ হন বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো ৷ এবারও দল তাঁকেই টিকিট দিয়েছে । 2024 সালে তিনি কি জয় ধরে রাখতে পারবেন ?

পুরুলিয়া জেলায় এবার লড়াইটা চতুর্মুখী । পুরুলিয়া জেলায় এবার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো । জোড়াফুলের প্রার্থী হয়েছেন শান্তিরাম মাহাতো । বাম-কংগ্রেস জোট প্রার্থী হয়েছেন পোড় খাওয়া কংগ্রেস নেতা নেপাল মাহাতো । তার সঙ্গে আবার আদিবাসী কুড়মি সমাজের প্রার্থী হয়েছেন অজিত প্রসাদ মাহাতো । এছাড়াও ফরওয়ার্ড ব্লকও আলাদাভাবে প্রার্থী দিয়েছে পুরুলিয়ায় ৷

আরও পড়ুন

অন্যদিকে 2019 লোকসভা নির্বাচনে বাঁকুড়া ও বিষ্ণুপুর, দুই সিটই দখল করেছিল বিজেপি ৷ বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার এখন দেশের শিক্ষা প্রতিমন্ত্রীও ৷ যদিও সংসদীয় এলাকায় যথেষ্ঠ ‘সুনাম’ রয়েছে তাঁর ৷ দলের কর্মীরাই ঘরে তালাবন্ধ করেও রেখেছিল ৷ বিষ্ণুপুরের সৌমিত্র খাঁ আবার সাংসারিক সমস্যায় জেরবার ৷ ‘গৃহযুদ্ধ’ শুধু আদালতেই পৌঁছয়নি, সৌমিত্র-সুজাতা এখন রাজনৈতিক মঞ্চেও ‘প্রতিদ্বন্দ্বী’ ৷ ফলে রাজনৈতিক শক্তি প্রদর্শন, অধিকার, জাত্যাভিমানের পাশাপাশি বিনোদনের মশলাতেও ভরপুর ষষ্ঠ দফার ভোট ৷

আরও পড়ুন

Last Updated : May 25, 2024, 3:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.