মেদিনীপুর, 21 মে: কিছুটা জঙ্গলমহল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরের গুরুত্বপূর্ণ লোকসভা আসন মেদিনীপুর ৷ এই আসন এক সময় লাল-গড় ছিল ৷ সেই লাল-দুর্গের পতন হয় 2014 সালে ৷ সাংসদ হন তৃণমূল কংগ্রেসের সন্ধ্যা রায় ৷ পাঁচ বছর পর মেদিনীপুরের পরিস্থিতি একেবারে বদলে যায় ৷ 2014 সালের বিজয়ী প্রার্থীকে বদলে দেয় তৃণমূল কংগ্রেস ৷ প্রার্থী করা হয় মানসরঞ্জন ভুঁইয়াকে ৷ তিনি হেরে যান বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে ৷
2019 সালে দিলীপ ঘোষের প্রাপ্ত ভোট ছিল 6 লক্ষ 85 হাজার 433 (48.62 শতাংশ) ৷ তৃণমূলের মানসরঞ্জন ভুঁইয়া ভোট পান 5 লক্ষ 96 হাজার 481 (প্রায় 43 শতাংশ) । সিপিআই প্রার্থী বিপ্লব ভট্ট ভোট পান 62 হাজার 232 ৷ প্রায় 90 হাজার ভোটে দিলীপ ঘোষ জয়ী হন ৷
মেদিনীপুর লোকসভার অধীনে যে সাতটি বিধানসভা রয়েছে, সেগুলি হল - মেদিনীপুর, সংখ্যালঘু অধ্যুষিত খড়গপুর গ্রামীণ, অবাঙালি অধ্যুষিত খড়গপুর সদর, কেশিয়াড়ি, দাঁতন, নারায়ণগড় ও পূর্ব মেদিনীপুরের এগরা । 2021 সালে এই সাত বিধানসভার মধ্যে শুধুমাত্র খড়গপুর সদরেই জিততে পেরেছে বিজেপি ৷ স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠেছে যে এবার কি জিততে পারবে বিজেপি ?
গতবারের জয়ী দিলীপ ঘোষ প্রার্থী হয়েছেন বর্ধমান-দুর্গাপুরে ৷ তাঁর বদলে এখানে বিজেপি প্রার্থী করেছে বিধায়ক অগ্নিমিত্রা পলকে ৷ কেন বিজেপি প্রার্থী বদল করল, সেই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাঁকে ৷ তাছাড়া দিলীপ ঘনিষ্ঠ বিজেপি কর্মীদের একটা বড় অংশ নিষ্ক্রিয় হয়ে গিয়েছে বলেও অভিযোগ উঠছে ৷ তাই মরিয়া হয়ে তিনি জনসংযোগ করে যাচ্ছেন ৷ পাশাপাশি কর্মীরা কোনোরকম বাধা পেলে সঙ্গে সঙ্গে ছুটে যাচ্ছেন ৷
একই সঙ্গে তাঁর আশ্বাস, তিনি মেদিনীপুরে কর্মসংস্থান বৃদ্ধির চেষ্টা করবেন ৷ কেন্দ্রীয় সরকারের মাধ্যমে উন্নয়নের যথাসাধ্য চেষ্টা করবেন ৷ সেই আশ্বাসের উপর ভর করেই আত্মবিশ্বাসী অগ্নিমিত্রা পল ৷ তাঁর দাবি, ভোটের ফল 4 জুন বের হবে৷ কিন্তু মেদিনীপুরের ফল নির্ধারিত হয়ে গিয়েছে৷ বিজেপিই জিতেছে ৷
তৃণমূল কংগ্রেস এবার প্রার্থী করেছে জুন মালিয়াকে ৷ তিনি 2021 সালে প্রথমবার নির্বাচনী রাজনীতিতে নেমে মেদিনীপুরে বাজিমাত করে বিধায়ক হয়েছিলেন ৷ গত তিন বছরে তিনি যে কাজ করেছেন, সেটাই মেদিনীপুর লোকসভায় জিততে সম্বল জুনের ৷ পাশাপাশি রয়েছে রাজ্য সরকারের উন্নয়নের ফিরিস্তি ৷ জুন মালিয়ার বক্তব্য, মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের আবেগ ও স্বতঃস্ফূর্ততায় জয় আসবে ৷
2019 সালে জয়ী বিজেপি ও দ্বিতীয় স্থানে থাকা তৃণমূল কংগ্রেস প্রার্থী বদল করলেও বামেরা কিন্তু ভরসা রেখেছে বিপ্লব ভট্টের উপরই ৷ সিপিআই-এর এই নেতা 2019 সালেও প্রার্থী হয়েছিলেন ৷ তিনিও প্রচারে কৃষক থেকে শ্রমিকের জীবনের সোনালি দিন ফিরিয়ে দেওয়ার ও মেদিনীপুরের ‘প্রকৃত’ উন্নয়নের আশ্বাস দিচ্ছেন ৷ বিপ্লব ভট্টের দাবি, তিনি কোনও প্রতিযোগিতায় নেই ৷ তিনি মানুষের দাবি আদায় করতে ভোটের লড়াইয়ে নেমেছেন ৷ তাই একশো দিনের কাজকে দু’শো দিনে করবেন৷ মানুষও তাঁর পাশে রয়েছেন বলে দাবি তাঁর ৷
সন্ধ্যা রায় ছিলেন মেদিনীপুরের প্রথম ও একমাত্র মহিলা সাংসদ ৷ এবার ওই আসনে দ্বিতীয় কোনও মহিলার সাংসদ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ৷ আর এই লড়াইয়ের মাঝে সিপিআই-এর বিপ্লব ভট্ট কি পারবেন ফের মেদিনীপুরে বাম জমানা ফেরাতে ? উত্তর মিলবে আগামী 4 জুন ৷
আরও পড়ুন: