পশ্চিমবঙ্গ

west bengal

100 শতাংশ কাজের দাবি, 'ডিগবাজি' অর্জুনের পাঁচ বছর - Barrackpore BJP MP Arjun Singh

By ETV Bharat Bangla Team

Published : Mar 22, 2024, 10:10 AM IST

Updated : Mar 22, 2024, 12:25 PM IST

Lok Sabha Elections 2024: 2019 সালে বিজেপির টিকিটে জয় ৷ তার পর তৃণমূলে গিয়ে সেখানে প্রার্থী হতে না পেরে আবার গেরুয়া শিবিরে প্রত্যাবর্তন ৷ দলবদলের এই আসা যাওয়ার মাঝে অর্জুন সিং সাংসদ হিসেবে তিনি কতটা সফল ? আদৌও কি সাংসদের কাজকর্মে খুশি ব‍্যারাকপুরবাসী ? কী বলছে অর্জুন সিংয়ের রিপোর্ট কার্ড ? খোঁজ নিল ইটিভি ভারত ৷

Lok Sabha Elections 2024
Lok Sabha Elections 2024

ব্যারাকপুরের সাংসদের রিপোর্ট কার্ড

ব‍্যারাকপুর, 22 মার্চ: ব‍্যারাকপুর ! রাজ‍্যের বহুল চর্চিত লোকসভা কেন্দ্রগুলির মধ্যে অন‍্যতম । 2019 সালে এই কেন্দ্র থেকে সাংসদ হয়েছিলেন অর্জুন সিং ৷ পাঁচবছর পর আরও একটা নির্বাচন ৷ আগামী 20 মে ব্যারাকপুরের বাসিন্দারা ভোট দেবেন ৷ ভোট দেওয়ার আগে স্বাভাবিকভাবে সাংসদের রিপোর্ট কার্ড খুবই গুরুত্বপূর্ণ হবে স্থানীয় বাসিন্দাদের কাছে ৷

সেই রিপোর্ট কার্ডের খোঁজ নিতে গিয়ে দেখা গেল, সাংসদ তহবিল থেকে বরাদ্দ করা 17 কোটি টাকার মধ্যে 14 কোটি 14 লক্ষ 870 টাকার কাজের প্রস্তাব রেখেছিলেন অর্জুন সিং । এর মধ্যে 8 কোটি 36 লক্ষ টাকার অনুমোদন মিলেছিল । সেই টাকার মধ্যে 4 কোটি 46 লক্ষ 5 হাজার 400 টাকা খরচই করতে পারেননি সাংসদ অর্জুন সিং । অর্থাৎ তাঁর কাজের পারফরম্য়ান্সের অনুপাত 61 শতাংশ ।

একনজরে দেখে নেওয়া যাক ঠিক কী কী কাজ হয়েছে ব‍্যারাকপুরে

  • টিটাগড় পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে কবরস্থানের উন্নয়নে সাংসদ তহবিলের 46 লক্ষ টাকা ব‍্যয় করে নতুন রাস্তা, পানীয় জল ও পর্যাপ্ত আলোর বন্দোবস্ত করা হয়েছে ।
  • উত্তর ব‍্যারাকপুর পৌরসভার অধীনস্থ ইছাপুরে যামিনী ভূষণ মেমোরিয়াল মেটারনিটি অ্যান্ড জেনারেল হাসপাতালে ডায়ালসিস ইউনিট খোলা হয়েছে । এর জন্য সাংসদ তহবিল থেকে 48 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে ।
  • হালিশহর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের নয়াবাজার কবরস্থানের উন্নয়ন হয়েছে সাংসদ তহবিলের 35 লক্ষ টাকায় ।
  • নৈহাটি বিধানসভা এলাকার বিভিন্ন স্থানে ছ'টি ঢালাই রাস্তা নির্মাণ হয়েছে সাংসদ তহবিলের টাকায় । যাতে সাধারণ মানুষের যাতায়াত করতে সমস্যা না হয় ।
  • ব‍্যারাকপুর সান্ধ্য সমিতির সাধারণ পাঠাগারের নতুন ভবন নির্মাণের জন্য সাংসদ তহবিল থেকে 5 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে । সেই কাজ সম্পন্ন হবে খুব শীঘ্রই ।
  • শ‍্যামনগর রত্নেশ্বর শ্মশান ঘাটের ছয় শয্যা বিশিষ্ট পিস হেভেন এবং ডানবার শ্রমিক লাইনে বেহাল রাস্তা সংস্কার হয়েছে সাংসদ তহবিলের টাকায় । এই দুটি উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ করা হয়েছিল প্রায় 33 লক্ষ টাকা ।

প্রাপ্তির সঙ্গে অপ্রাপ্তির সংখ্যাও নেহাতই কম নয়! রইল তাঁর তালিকা...

  • ব‍্যারাকপুর শিল্পাঞ্চলে অনেক রাস্তা এখনও বেহাল অবস্থায় পড়ে রয়েছে । দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার ফলে তা সাধারণ মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে ।
  • ব‍্যারাকপুর শিল্পাঞ্চল এলাকা হওয়া সত্ত্বেও এখানে বহু কলকারখানা এখনও বন্ধ অবস্থায় পড়ে রয়েছে । কিছু কারখানার ঝাঁপ আবার বন্ধ হওয়ার মুখে । এই নিয়ে এলাকার সাংসদকে বিশেষ কোনও উদ্যোগ নিতে দেখা যায়নি বলে অভিযোগ । যার ফলে বাড়ছে ক্ষোভ-বিক্ষোভ ।
  • ব‍্যারাকপুর মহকুমার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রগুলোর অবস্থা আজও বেহাল । এই নিয়ে কোনও হেলদোল নেই কারোরই । ফলে পরিষেবা পেতে গিয়ে নাজেহাল হতে হয় বাসিন্দাদের ।
  • সংকীর্ণ ঘোষপাড়া রোডের অধিকাংশটাই এখন চলে গিয়েছে হকার ও টোটোর দখলে । তাঁদের দাপটে রাস্তা দিয়ে চলাচল করাই দায় হয়ে পড়েছে । ফলে বাড়ছে দুর্ঘটনা । হুঁশ ফিরছে না প্রশাসনের ।
  • গঙ্গা ভাঙন রোধে প্রতিশ্রুতি মিললেও তা আজও বাস্তবায়িত হয়নি । এর ফলে মাঝেমধ্যেই গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে বসতবাড়ি ।

যদিও সাংসদ অর্জুন সিংয়ের দাবি, "তিনি তাঁর এমপি ল‍্যাডের 100 শতাংশ টাকায় খরচ করতে পেরেছেন । যে টাকাটা খরচ না হওয়ার কথা বলা হচ্ছে সেই টাকাটা আটকে রয়েছে ডিএম অফিসে । কারণ, সাংসদ তহবিলের টাকার ছাড়পত্র দেন ডিএম-ই । আমার দিক থেকে কোনও টাকা আটকে নেই । আমি আমার কাজে যথেষ্ট সন্তুষ্ট ।"

সাংসদ তো সন্তুষ্ট ৷ কিন্তু কী বলছেন সাধারণ মানুষ ? স্থানীয় বাসিন্দা বিনোদ সাউ বলেন, ‘‘ব্যারাকপুরের সব মানুষই সাংসদের কাজে খুশি ৷ তিনি ভাটপাড়ার বিধায়ক থাকাকালীনই ব্যারাকপুরের উন্নয়ন নিয়ে সব কাজ করতেন তিনি ৷ তৃণমূলের জন্য অনেক কাজ করতে পারেননি ৷’’ বিনোদ সাউয়ের সঙ্গে সহমত ব্যারাকপুর লোকসভা এলাকার আরেক বাসিন্দা গৌতম কুমার ৷ তিনি বলেন, ‘‘স্থানীয় বাসিন্দা অর্জুন সিং সাংসদ হওয়ার আগে থেকেই এলাকায় কাজ করতেন ৷ এখনও সেই কাজ চালিয়ে যাচ্ছেন ৷ আমরা ওঁর কাজে সন্তুষ্ট ৷ আগামিদিনেও ভালো কাজ করবেন বলে আশাবাদী ৷’’

যদিও ব্যারাকপুরের ভোটের অঙ্ক বেশ জটিল ৷ কারণ, ভাটপাড়ার চারবারের তৃণমূল বিধায়ক অর্জুন সিং 2019 সালে ব্যারাকপুর থেকে লোকসভার নির্বাচনে লড়ার সুযোগ না পেয়ে বিজেপিতে যোগ দেন ৷ পদ্ম-প্রতীকে জিতে সাংসদও হন ৷ 2022 সালে তিনি আবার তৃণমূলে ফেরেন ৷ তবে এবারও তাঁকে প্রার্থী করেনি তৃণমূল ৷ ওই কেন্দ্রে এবার শাসক দলের প্রার্থী নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক ৷

প্রার্থী হতে না পেরে প্রকাশ্যে ক্ষোভ জানিয়ে আবার গেরুয়া শিবিরে ফিরেছেন অর্জুন সিং ৷ ব্যারাকপুর আসনের জন্য বিজেপি এখনও কোনও প্রার্থীর নাম ঘোষণা করেনি ৷ তবে সূত্রের খবর, অর্জুনকেই আবার প্রার্থী করা হবে ৷ তাই রিপোর্ট কার্ডের পাশাপাশি বারবার দলবদলও ইস্যু হতে পারে ৷ তার প্রমাণও মিলেছে স্থানীয় বাসিন্দা মিন্টু আচার্যের কথায় ৷ তিনি বলেন, ‘‘সাংসদের কাজে আমরা একেবারে খুশি নই ৷ সাংসদ বর্তমানে দল পরিবর্তন করতেই ব্যস্ত ৷ বারবার দলবদল করলে কাজ করবেন কীভাবে ? কোনও উন্নয়নের কাজ করেননি ৷’’

ফলে শাসক দল একে হাতিয়ার করে যে ভোট ময়দানে ঝাঁপাতে মরিয়া হয়ে উঠবে, তা বলাই যায় । শেষ পর্যন্ত পার্থ-অর্জুনের এই লড়াইয়ে কে বাজিমাত করে, সেটাই দেখার অপেক্ষায় ব‍্যারাকপুরবাসী ।

আরও পড়ুন:

  1. বিষ্ণুপুরে মুখোমুখি সৌমিত্র-সুজাতা, পাঁচ বছরের কাজের নিরিখে জয়ের হ্যাটট্রিক কি হবে বিজেপি প্রার্থীর?
  2. অসিত মালকে ব্যর্থ সাংসদ তকমা বোলপুরবাসীর, কী বলছে রিপোর্ট কার্ড?
  3. আরামবাগের সাংসদের উন্নয়নের দাবির পালটা এলাকায় দেখা না পাওয়ার অভিযোগ, কী বলছে অপরূপা পোদ্দারের রিপোর্ট কার্ড?
Last Updated :Mar 22, 2024, 12:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details