ETV Bharat / state

বাংলাদেশের সাংসদ খুনে হানি-ট্র্যাপ ! তদন্তে গোয়েন্দারা - Bangladesh MP Murder Case

author img

By ETV Bharat Bangla Team

Published : May 23, 2024, 8:19 PM IST

Updated : May 24, 2024, 8:12 AM IST

Bangladesh MP Murder Case: বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় সীমান্ত থেকে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি ৷ এছাড়া এক ক্যাব চালককেও আটক করা হয়েছে ৷ একইসঙ্গে খুনের পেছনে ‘মহিলাযোগ’ আছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷

Bangladesh MP Murder Case
ভবানী ভবন (ইটিভি ভারত)

বাংলাদেশের সাংসদ খুনে সীমান্ত থেকে আটক এক (ইটিভি ভারত)

কলকাতা, 23 মে: বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম খুনের ঘটনায় দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি ৷ এই দু’জনের মধ্যে একজন ক্যাব চালক ও দ্বিতীয়জনকে আটক করা হয়েছে বাংলাদেশ সীমান্ত থেকে ৷ ভবানী ভবন সূত্রে এই খবর পাওয়া গিয়েছে ৷ পাশাপাশি, ঘটনায় মহিলাযোগের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা ৷

এছাড়াও তদন্তকারীরা ওই এলাকার সিসিটিভি ফুটেজ থেকে জানতে পেরেছেন এক মহিলা-সহ মোট তিনজন একটি ট্রলি ব্যাগ নিয়ে ফ্ল্যাটের বাইরে বেরিয়ে যেতে । এই বিষয় তদন্তকারীদের দাবি যে, ওই বাংলাদেশের সাংসদের দেহ লোপাট করার জন্যই ওই ট্রলি ব্যাগটি ব্যবহার করা হয়েছিল । এছাড়াও ওই মহিলা কোনওভাবে সাংসদের উপর প্রভাব খাটানোর চেষ্টা করেছিলেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷

বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম খুনের বিষয়টি বুধবার সকালে সামনে আসে ৷ এর পরই তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে ৷ ইতিমধ্যেই সিআইডি-র তরফ থেকে একটি এসআইটি অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে ৷ যার মাথায় আছেন আই-জি (সিআইডি) অখিলেশ চতুর্বেদী ।

সিআইডির গোয়েন্দারা বাংলাদেশ সীমান্ত থেকে যে ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন, তাঁর সঙ্গে আততায়ীরা শেষবারের মতো বাংলাদেশ সীমান্তে গিয়ে দেখা করেছিল । ফলে তাঁর কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে যে ইতিমধ্যে কারা কারা, তার সঙ্গে যোগাযোগ রেখেছিল এবং তিনি খুনের কোনও ঘটনা জানতেন কি না !

ভবানী ভবন সূত্রে আরও জানা গিয়েছে, নিউটাউন সংলগ্ন যে ফ্ল্যাটে ওই এমপি ছিলেন, সেই ঘর থেকে উদ্ধার হয়েছে একটি গ্লাভসের প্যাকেট । পাশাপাশি ঘরের বিভিন্ন জায়গায় ছিল রক্তের দাগ । এছাড়াও ওই সাংসদের মোবাইল ফোন ভিনরাজ্যে নিয়ে গিয়ে তদন্তকারীদের ধন্দে ফেলার চেষ্টাও করেছে আততায়ীরা ।

পাশাপাশি রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রের খবর, এই ঘটনায় বাংলাদেশ পুলিশের সঙ্গে বারবার কথা বলছেন এই রাজ্যের তদন্তকারীরা । সিআইডি সূত্রের খবর, এই ঘটনায় যাঁদের আটক করা হচ্ছে, তাঁদের বয়ান রেকর্ড করছেন তদন্তকারীরা ।

আরও পড়ুন:

  1. নিউটাউনে উদ্ধার বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের দেহ, মৃত্যুর কারণ ঘিরে রহস্য
  2. নিখোঁজ বাংলাদেশের সাংসদের খোঁজে জোর তল্লাশি, নজর নিউটাউনে
Last Updated : May 24, 2024, 8:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.