পশ্চিমবঙ্গ

west bengal

ভোটের মুখে কংগ্রেসের বড় ধাক্কা, বিজেপিতে যোগ দিলেন বক্সার বিজেন্দর সিং - Lok Sabha Election 2024

By ETV Bharat Bangla Team

Published : Apr 3, 2024, 8:50 PM IST

Vijender Singh Joins BJP:কংগ্রেস ছেড়ে বুধবার বিজেপিতে যোগ দিলেন ভারতের অলিম্পিকে পদক জয়ী বক্সার বিজেন্দর সিং । তিনি কংগ্রেস প্রার্থী হিসেবে দক্ষিণ দিল্লি কেন্দ্র থেকে 2019 লোকসভা নির্বাচনে লড়াই করেছিলেন। তবে জিততে পারেননি ৷

Vijender Singh
Vijender Singh

নয়াদিল্লি, 3 এপ্রিল: লোকসভা ভোটের মুখে দলবদলের হিড়িক ৷ এবার সেই তালিকায় যুক্ত হল বক্সিংয়ে ভারতের হয়ে প্রথম অলিম্পিক পদক জয়ী বিজেন্দর সিংয়ের নাম ৷ বুধবার কংগ্রের ছেড়ে বিজেপিতে যোগ দিলেন এই পেশাদার বক্সার ৷ এদিন কংগ্রেস নেতা হিসাবে পদত্যাগ করার পরেই ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন তিনি ।

আসন্ন লোকসভা নির্বাচনে মথুরা থেকে কংগ্রেস প্রার্থী করতে পারে তাঁকে ৷ এমনই জল্পনা গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল ৷ এদিকে বর্তমান সাংসদ হেমা মালিনীকে আবার ওই আসনে প্রার্থী করেছে বিজেপি । 2019 লোকসভা নির্বাচনে দক্ষিণ দিল্লি কেন্দ্র থেকে বিজেন্দর সিংকে প্রার্থী করেছিল হাত শিবির ৷ তবে তিনি দলকে জেতাতে পারেননি ৷ এরপর নির্বাচনের আগে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ের উপস্থিতিতে এই বক্সার বিজেপিতে যোগ দিলেন ৷

গেরুয়া শিবিরে নাম লিখিয়ে বিজেন্দর সিং বলেন, "এটি আমার জন্য পাঁচ বছর পর বাড়িতে ফেরার মোত ৷ কারণ আমি 2019 সালে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছি ৷ বিজেপি সরকার খেলোয়াড়দের যে সম্মান দিয়েছে তাতে আমি অনুপ্রাণিত হয়েছি ৷" গত সপ্তাহে এক্সের একটি পোস্টে বক্সার লিখেছিলেন, "জনগণ যা চায় আমি তাই করতে প্রস্তুত।"

বিজেন্দর সিংকে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'য় যোগ দিতে দেখা গিয়েছিল ৷ তিনি প্রথমে মধ্যপ্রদেশের খারগোনে এবং পরে হরিয়ানার কারনাল জেলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধির সঙ্গে হাঁটেন । মধ্যপ্রদেশে দু'জনকে একে অপরের সঙ্গে কথা বলতে ও হরিয়ানার ধাঁচে গোঁফ পাকাতে দেখা গিয়েছিল ৷ সেই ভিডিয়ো কংগ্রেসের সোশাল মিডিয়া হ্যান্ডেলে শেয়াওর করেছিল । হরিয়ানায় ভারত জোড়ো ন্যায় যাত্রা'র ছবি শেয়ার করেন বিজেন্দর সিং এবং কংগ্রেসও ।

হরিয়ানার প্রভাবশালী জাট সম্প্রদায়ের থেকে আসেন বিজেন্দর সিং ৷ তাঁর এই পদক্ষেপ ভোটে পশ্চিম উত্তরপ্রদেশ এবং রাজস্থানের মতো অঞ্চলের রাজনীতিতে প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে । তিনি হরিয়ানার ভিওয়ানি জেলার বাসিন্দা ৷ তবে দক্ষিণ দিল্লি থেকে গত লোকসভা নির্বাচনে লড়েছিলেন এবং হেরে গিয়েছিলেন । কমনওয়েলথ গেমসে তিনি দুটি রুপো ও একটি ব্রোঞ্জ জিতেছেন ।

আরও পড়ুন:

  1. বিজেপিতেই অর্জুন, সঙ্গী তৃণমূলের 'বড়' নেতা
  2. আজও গৃহীত হল না পদত্যাগ, তৃণমূল বিধায়ক হয়েই বিজেপিতে যোগ তাপসের
  3. বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব, এড়ালে ইডির হাতে গ্রেফতার! দাবি অতিশির

ABOUT THE AUTHOR

...view details