ETV Bharat / politics

আজও গৃহীত হল না পদত্যাগ, তৃণমূল বিধায়ক হয়েই বিজেপিতে যোগ তাপসের

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 6, 2024, 5:12 PM IST

Updated : Mar 6, 2024, 5:44 PM IST

Tapas Roy resignation: পদ্ধতিগত কারণে আজও গৃহীত হল না বিধায়ক পদ থেকে পদত্যাগপত্র ৷ এ জন্য বৃহস্পতিবার কাল আবার তাঁকে বিধানসভায় গিয়ে নতুন করে পদত্যাগপত্র জমা দিতে হবে তাঁকে ৷ অর্থাৎ তৃণমূল বিধায়ক হিসেবেই বিজেপিতে যোগ দিলেন তাপস রায় ৷

ETV BHARAT
ETV BHARAT

কলকাতা, 6 মার্চ: পদ্ধতিগত ত্রুটির কারণেই আরও একবার আটকে গেল তাপস রায়ের বিধায়ক পদে ইস্তফা । তাঁকে ইস্তফা দেওয়ার জন্য বৃহস্পতিবার আবার তাঁকে বিধানসভায় গিয়ে নতুন করে পদত্যাগপত্র জমা দিতে বলা হয়েছে ৷ তবে ইস্তফা এখনও গৃহীত না হলেও তিনি তৃণমূল বিধায়ক হিসেবেই বিজেপিতে যোগ দিলেন ৷

প্রসঙ্গত, গত সোমবার বিধানসভায় গিয়ে নিজের ইস্তফা জমা করে গিয়েছিলেন তাপস রায় । এরপর গতকাল এই নিয়ে চূড়ান্ত শুনানির কথা থাকলেও শেষ মুহূর্তে তা পিছিয়ে যায় । আজ অর্থাৎ বুধবার বিকেল তিনটেয় তাঁকে বিধানসভায় যেতে বলা হয়েছিল । সেইমতো এ দিন বিধানসভায় এলেও শেষ মুহূর্তে পদ্ধতিগত ত্রুটির কারণে তাপস রায়ের পদত্যাগের বিষয়টি ঝুলে রইল ।

নিজের পদত্যাগ পত্র টাইপ করে জমা করেছিলেন তাপস রায় । স্বাক্ষর করলেও নিজে হাতে লিখে পদত্যাগ পত্র জমা করতে হয় অধ্যক্ষের কাছে । সেই কারণেই যতদূর জানা যাচ্ছে, তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়নি । নতুন করে আবার তাঁকে হাতে লিখে পদত্যাগ পত্র জমা করতে হবে । আগামিকাল সেই কারণেই তাঁকে আবার বিধানসভায় যেতে বলা হয়েছে ৷ নতুন করে পদত্যাগ পত্র জমা করতে হবে তাঁকে । তারপরেই অধ্যক্ষ সেটা বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন ।

এ দিন তাপস রায় প্রসঙ্গে জানাতে গিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, "তাপস রায়ের পদত্যাগে পদ্ধতিগত ভুল ছিল ৷ সেই কারণে এই পদত্যাগ গৃহীত হয়নি ৷ তাঁকে আবার নতুন করে ফ্রেশ পদত্যাগ পত্র জমা করতে হবে । আগামিকাল একটার সময় তাঁকে আসতে বলা হয়েছে । নতুন পদত্যাগপত্র জমা দেওয়ার পরই সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ।"

এ দিকে, এ দিন তাপস রায় জানিয়েছেন, আগামিকাল তিনি বিধানসভায় যাবেন ৷ এর পরেও যদি পদত্যাগপত্র গৃহীত না হয়, তাহলে তিনি আর অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন না ।

আরও পড়ুন:

  1. ফুলবদল নিশ্চিত তাপস রায়ের, বুধ-সন্ধ্যায় গেরুয়া শিবিরে যোগদান
  2. মোদির মেট্রো উদ্বোধন তরজা: কৃতিত্ব দাবি বামেদের, মুখপত্রে বিজ্ঞাপন নিয়ে সরব কুণাল
  3. লোকসভা ভোটের মুখেই কেন তৃণমূল-ত্যাগ, তাপসকে প্রশ্ন ছুঁড়লেন শান্তনু

কলকাতা, 6 মার্চ: পদ্ধতিগত ত্রুটির কারণেই আরও একবার আটকে গেল তাপস রায়ের বিধায়ক পদে ইস্তফা । তাঁকে ইস্তফা দেওয়ার জন্য বৃহস্পতিবার আবার তাঁকে বিধানসভায় গিয়ে নতুন করে পদত্যাগপত্র জমা দিতে বলা হয়েছে ৷ তবে ইস্তফা এখনও গৃহীত না হলেও তিনি তৃণমূল বিধায়ক হিসেবেই বিজেপিতে যোগ দিলেন ৷

প্রসঙ্গত, গত সোমবার বিধানসভায় গিয়ে নিজের ইস্তফা জমা করে গিয়েছিলেন তাপস রায় । এরপর গতকাল এই নিয়ে চূড়ান্ত শুনানির কথা থাকলেও শেষ মুহূর্তে তা পিছিয়ে যায় । আজ অর্থাৎ বুধবার বিকেল তিনটেয় তাঁকে বিধানসভায় যেতে বলা হয়েছিল । সেইমতো এ দিন বিধানসভায় এলেও শেষ মুহূর্তে পদ্ধতিগত ত্রুটির কারণে তাপস রায়ের পদত্যাগের বিষয়টি ঝুলে রইল ।

নিজের পদত্যাগ পত্র টাইপ করে জমা করেছিলেন তাপস রায় । স্বাক্ষর করলেও নিজে হাতে লিখে পদত্যাগ পত্র জমা করতে হয় অধ্যক্ষের কাছে । সেই কারণেই যতদূর জানা যাচ্ছে, তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়নি । নতুন করে আবার তাঁকে হাতে লিখে পদত্যাগ পত্র জমা করতে হবে । আগামিকাল সেই কারণেই তাঁকে আবার বিধানসভায় যেতে বলা হয়েছে ৷ নতুন করে পদত্যাগ পত্র জমা করতে হবে তাঁকে । তারপরেই অধ্যক্ষ সেটা বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন ।

এ দিন তাপস রায় প্রসঙ্গে জানাতে গিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, "তাপস রায়ের পদত্যাগে পদ্ধতিগত ভুল ছিল ৷ সেই কারণে এই পদত্যাগ গৃহীত হয়নি ৷ তাঁকে আবার নতুন করে ফ্রেশ পদত্যাগ পত্র জমা করতে হবে । আগামিকাল একটার সময় তাঁকে আসতে বলা হয়েছে । নতুন পদত্যাগপত্র জমা দেওয়ার পরই সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ।"

এ দিকে, এ দিন তাপস রায় জানিয়েছেন, আগামিকাল তিনি বিধানসভায় যাবেন ৷ এর পরেও যদি পদত্যাগপত্র গৃহীত না হয়, তাহলে তিনি আর অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন না ।

আরও পড়ুন:

  1. ফুলবদল নিশ্চিত তাপস রায়ের, বুধ-সন্ধ্যায় গেরুয়া শিবিরে যোগদান
  2. মোদির মেট্রো উদ্বোধন তরজা: কৃতিত্ব দাবি বামেদের, মুখপত্রে বিজ্ঞাপন নিয়ে সরব কুণাল
  3. লোকসভা ভোটের মুখেই কেন তৃণমূল-ত্যাগ, তাপসকে প্রশ্ন ছুঁড়লেন শান্তনু
Last Updated : Mar 6, 2024, 5:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.