ETV Bharat / politics

লোকসভা ভোটের মুখেই কেন তৃণমূল-ত্যাগ, তাপসকে প্রশ্ন ছুঁড়লেন শান্তনু

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 4, 2024, 4:37 PM IST

Santanu Sen Slams Tapas Roy: বিধায়ক পদ-সহ তৃণমূল কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা দিয়েছেন তাপস রায় ৷ এর পরই তাঁকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তনু সেন ৷ তিনি জানতে চেয়েছেন, লোকসভা ভোটের মুখে কেন তাপস রায়ের নিজেকে তৃণমূলে গুরুত্বহীন মনে হল ?

Santanu Sen Slams Tapas Roy
Santanu Sen Slams Tapas Roy

কলকাতা, 4 মার্চ: ভোটের মুখে ফের বিদ্রোহ তৃণমূল কংগ্রেসে ৷ সোমবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন তাপস রায় ৷ তৃণমূলের সমস্ত পদ থেকেও ইস্তফা দিয়েছেন এই নেতা ৷ ক্ষোভ উগরে দিয়েছেন বাংলার শাসক দলের বিরুদ্ধে ৷ আর তার পরই তৃণমূল তাঁর বিরুদ্ধে পালটা আক্রমণে নেমেছে ৷ এ দিন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন সরব হয়েছেন বরানগরের সদ্য প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে ৷ প্রশ্ন তুলেছেন, ‘‘তাপস রায় এখন বলছেন যে তিনি দলে (তৃণমূল কংগ্রেস) গুরুত্ব পাচ্ছেন না । কিন্তু নির্বাচন ঘোষণার 15 দিন আগে হঠাৎ কেন তিনি এই কথা ভাবলেন ? কেন তিনি আগে একথা বলেননি ?’’

উল্লেখ্য, রবিবারই তাপস রায় জানিয়েছিলেন যে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন ৷ এর পর তৃণমূলের তরফে তাঁর সঙ্গে আলাপ-আলোচনা হয় ৷ কিন্তু তার পরও নিজের সিদ্ধান্তে অনড় থেকে ইস্তফা দিয়েছেন ৷ তার পর সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেছেন ৷ তাঁর দাবি, শাসক দলের দুর্নীতি দেখে তিনি বীতশ্রদ্ধ ৷ সন্দেশখালির ঘটনার সমালোচনাও শোনা গিয়েছে তাঁর মুখে ৷ চলতি বছরের শুরুর দিকে তাঁর বাড়িতে ইডি-র অভিযান হয়েছিল ৷ সেই অভিযানের পর তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করেননি বলেও দাবি করেন তাপস রায় ৷

স্বাভাবিকভাবেই তাপস রায়ের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নিয়ে নানা জল্পনা শোনা যাচ্ছে ৷ কোনও কোনও মহল থেকে দাবি করা হচ্ছে যে এবার তাঁর গন্তব্য বিজেপি ৷ যদিও এই নিয়ে তাপস রায় কোনও মন্তব্য করেননি ৷ তবে তাঁর অন্য দলের যোগদানের প্রসঙ্গ তুলেই সরব হয়েছেন শান্তনু সেন ৷ তিনি বলেন, ‘‘তৃণমূল আপনাকে মন্ত্রী, উপ-মুখ্য সচেতক, সাংগঠনিক প্রধান বানিয়েছে । মতাদর্শ পরিবর্তন করে অন্য দলে যোগ দিতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে । অন্য দিক থেকে লাভজনক কিছু না পেলে একজন মানুষ কি হঠাৎ এমন করতে পারে ?’’

একই সঙ্গে শান্তনু সেনের দাবি, ইডির অভিযানের পর তাপস রায়ের ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল ৷ দু’দিন পর তা ফেরত দেওয়া হয় ৷ এর পরই তৃণমূলের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয় ৷ তাঁর পাশেও ছিল তৃণমূল ৷ তাই তাপস রায়ের এই সংক্রান্ত অভিযোগকে তিনি ভিত্তিহীন বলেই দাবি করেছেন শান্তনু সেন ৷

আরও পড়ুন:

  1. 'আমি এখন ফ্রি বার্ড', তৃণমূল ছেড়ে ভবিষ্যৎ জল্পনা জিইয়ে রাখলেন তাপস
  2. তাপস রায়ের দল ছাড়া নিয়ে জোর জল্পনা! 'কিছুই বলব না', বললেন তৃণমূল বিধায়ক
  3. বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইস্তফা, ভোটের মুখে দরজা খোলা রাখছে বঙ্গ সিপিএম
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.