কলকাতা, 20 জুন: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে স্বস্তির বৃষ্টি কলকাতায় ৷ আর তার সঙ্গেই দক্ষিণবঙ্গে বেজে উঠল বর্ষার আগমনী ৷ হাওয়া অফিসের দাবি, প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেল ৷ আর দু'দিনের মধ্যেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর হাত ধরে বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে বলে সুখবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷
সকাল থেকেই আকাশের মুখ ভার ৷ মেঘে ঢাকা আকাশ দেখে আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি হওয়ার আশায় ছিল শহরবাসী ৷ দুপুরে তাঁদের মুখে হাসি ফুটিয়ে হালকা বৃষ্টি নামে ৷ বিকেলেও সামান্য বৃষ্টি হয়েছে বেশ কয়েকটি জায়গায় ৷ ফলে ইডেনে বেঙ্গল প্রো টি20 লিগের খেলা বন্ধ হয়ে যায় । ভরা বিকেলেই সন্ধ্যা নেমে আসে । পূর্বাভাস মতোই কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়, সঙ্গে ছিল বজ্রপাত ।
বৃষ্টির পর থেকে কলকাতাবাসীর মনে একটাই প্রশ্ন, দক্ষিণবঙ্গে কি তবে বর্ষা প্রবেশ করল ? যদিও আলিপুর আবহাওয়া দফতর বলছে, প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হয়েছে । আরও দু'দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর হাত ধরে বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে । বৃহস্পতিবার সকাল থেকেই হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয় ।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং বিহারের কিছু অংশে পৌঁছে গিয়েছে । আগামী দু'তিন দিনেই দক্ষিণবঙ্গের কিছু অংশে পৌঁছে যাবে বর্ষা । গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু এলাকা ও উত্তরবঙ্গের বাকি অংশেও ঢুকবে মৌসুমি বায়ু । আগামী তিনদিন দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা ও অন্যান্য জেলায় ৷ বৃষ্টির ফলে তাপমাত্রা সামান্য কমেছে ৷ আরও কিছুটা কমতে পারে আগামী দু'দিনে । রবিবারের পর বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস ।
বৃহস্পতিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.04 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.6 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.02 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 1.04 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 87 শতাংশ ও সর্বনিম্ন ছিল 72 শতাংশ ।