পশ্চিমবঙ্গ

west bengal

'গণতন্ত্রকে শক্তিশালী করি', চতুর্থ দফার নির্বাচন শুরু হতেই ভোটাধিকার প্রয়োগের ডাক মোদির - Lok Sabha Election 2024

By ETV Bharat Bangla Team

Published : May 13, 2024, 8:40 AM IST

Updated : May 13, 2024, 8:59 AM IST

Narendra Modi on LS Poll 4th Phase: দেশজুড়ে 96টি কেন্দ্রে চলছে লোকসভা নির্বাচনের চতুর্থ পর্ব ৷ প্রথম তিন দফার মতোই চতুর্থতেও দেশবাসীকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোমবার সকালেই বাংলা-সহ একাধিক ভাষায় এক্স হ্যান্ডেলে লিখলেন, "আসুন, আমরা সবাই আমাদের কর্তব্য পালন করি ৷ আর আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করি!"

Narendra Modi on LS POLL 4th Phase
ভোটাধিকার প্রয়োগের ডাক মোদির (ফাইল ছবি)

নয়াদিল্লি, 13 মে:বিশ্বের বৃহত্তম গণতন্ত্র উৎসবের চতুর্থ পর্ব চলছে ৷ গত 19 এপ্রিল, 26 এপ্রিল ও 7 মে মিটে গিয়েছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দফার ভোট ৷ সোমবার 10টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে দেশজুড়ে মোট 96টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে ৷ তারমধ্যে রয়েছে বাংলার আট কেন্দ্র ৷ যথাক্রমে বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বীরভূম, বোলপুর, রানাঘাট, কৃষ্ণনগর ও বহরমপুর ৷ সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হতেই দেশবাসীকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ডাক দিলেন ৷ বাংলা-সহ একাধিক ভাষায় এক্স হ্যান্ডেলে বিশেষ বার্তা দিলেন তরুণ এবং মহিলাদের জন্য ৷ লিখলেন, "আসুন, আমরা সবাই আমাদের কর্তব্য পালন করি ৷ আর আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করি!"

আজকের ভোটের কথা মাথায় রেখে ইংরেজি, হিন্দি-সহ বাংলা, তেলুগু, ওড়িয়া ও মারাঠি ভাষায় পোস্ট করেন মোদি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, "আজ লোকসভার চতুর্থ পর্বের নির্বাচনে 10টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 96টি আসনে ভোটগ্রহণ। আমি নিশ্চিত যে এই সব আসনে মানুষজন বিপুল সংখ্যায় ভোট দেবেন এবং তরুণ ও মহিলা ভোটদাতারাই ভোটের এই স্ফীতি ঘটাবেন। আসুন, আমরা সবাই আমাদের কর্তব্য পালন করি ৷ আর আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করি !"

আজ দেশজুড়ে লোকসভা নির্বাচনের পাশাপাশি অন্ধ্রপ্রদেশের 175টি এবং ওড়িশার 28টি বিধানসভা আসনে ভোট হচ্ছে ৷ সেনিয়েও মোদিজি এক্স হ্য়ান্ডেলে লিখেছেন, "অন্ধ্রপ্রদেশের জনগণকে, বিশেষ করে প্রথমবারের ভোটারদের, বিধানসভা নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি। এই নির্বাচন আমাদের গণতান্ত্রিক চেতনাকে আরও উন্নত করুক।"

এর পাশাপাশি তিনি লেখেন, "আজ থেকে ওড়িশায় বিধানসভা নির্বাচন শুরু। আমি এই রাজ্যের জনগণকে বেশি সংখ্যায় তাঁদের ভোটাধিকারের আহ্বান জানাই। আপনার ভোট আপনার কণ্ঠস্বর তা উচ্চস্বরে এবং স্পষ্টভাবে শোনা যাক।"

আরও পড়ুন:

  1. চাকরি-বিনিয়োগে বাধা তৃণমূলের 'কাটমানি কম্পানি', মন্তব্য মোদির
  2. 'মোদির হর ঘর জল, ওদের হর ঘর বম্ব'! পাণ্ডুয়া বিস্ফোরণে তৃণমূলকে কটাক্ষ মোদির
  3. অবাধে দুর্নীতি চালায় তৃণমূল, বাংলার ভবিষ্যৎ বদলাতে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান মোদির
Last Updated : May 13, 2024, 8:59 AM IST

ABOUT THE AUTHOR

...view details