ETV Bharat / bharat

আবগারি দুর্নীতি মামলায় ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল - Arvind Kejriwal Gets Bail

Arvind Kejriwal Bail: দিল্লি আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ গত 21 মার্চ তাঁকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 20, 2024, 8:10 PM IST

Updated : Jun 20, 2024, 8:46 PM IST

Arvind Kejriwal Gets Bail
জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল (ইটিভি ভারত)

নয়াদিল্লি, 20 জুন: ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের বিশেষ বিচারক নিয়ায় বিন্দু এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন ৷ তবে আদালতের শর্ত অনুযায়ী, কেজরিওয়াল সাক্ষীদের উপর প্রভাব খাটাতে পারবেন না এবং তদন্তকে কোনওভাবে প্রভাবিত করতে পারবেন না ৷

বিচারক আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে আরও নির্দেশ দিয়েছেন যে, তদন্তের স্বার্থে যখনই প্রয়োজন হবে কেজরিওয়াল যেন আদালতে হাজিরা দিতে হবে ৷ আবগারি দুর্নীতি মামলার তদন্তে সহযোগিতা করতে হবে ৷ আদালতে এদিন ইডি এই জামিনের বিরোধিতা করেছিল ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে আবেদন করেছিল, অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদন 48 ঘণ্টা পিছিয়ে দেওয়া হোক ৷ ইডির আবেদনে সাড়া দেয়নি আদালত ৷

আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক কেজরিওয়াল জামিনের জন্য আবেদন করেছিলেন ৷ সেই মামলায় সরকারি পক্ষ এবং আপ নেতার আইনজীবীর সওয়াল-জবাব শোনার পর বিচারক এই জামিন মঞ্জুর করেন ৷ এদিন আদালতে ইডি এই জামিনের বিরোধিতা করেছিল ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে আবেদন করেছিল, অরবিন্দ কেজরিওয়ালকে 48 ঘণ্টার জন্য জামিন দেওয়া হোক ৷ ইডির আবেদনে সাড়া দেয়নি আদালত ৷ লোকসভা ভোটের আগে 21 মার্চ আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি ৷

দেশে লোকসভা ভোট চলাকালীন তাঁকে অন্তর্বর্তী জামিন দেয় সুপ্রিম কোর্ট ৷ নির্বাচনী প্রচারের দিকটি মাথায় রেখে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের এই অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয় ৷ 21 মার্চ তাঁর বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে ইডি ৷ 50 দিন জেলে কাটিয়ে 11 মে তিনি তিহাড় থেকে ছাড়া পান ৷ তবে শীর্ষ আদালত নির্দেশ দেয়, 1 জুন ভোট মিটলে 2 জুন তাঁকে জেলে ফিরে যেতে হবে ৷ তিহাড়ে আত্মসমর্পণ করার আগে কেজরিওয়াল সুপ্রিম কোর্টে তাঁর অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়েছিলেন ৷ তা খারিজ হয়ে যায় ৷ তিনি 2 জুন তিহাড়ে ফিরে যান ৷

নয়াদিল্লি, 20 জুন: ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের বিশেষ বিচারক নিয়ায় বিন্দু এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন ৷ তবে আদালতের শর্ত অনুযায়ী, কেজরিওয়াল সাক্ষীদের উপর প্রভাব খাটাতে পারবেন না এবং তদন্তকে কোনওভাবে প্রভাবিত করতে পারবেন না ৷

বিচারক আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে আরও নির্দেশ দিয়েছেন যে, তদন্তের স্বার্থে যখনই প্রয়োজন হবে কেজরিওয়াল যেন আদালতে হাজিরা দিতে হবে ৷ আবগারি দুর্নীতি মামলার তদন্তে সহযোগিতা করতে হবে ৷ আদালতে এদিন ইডি এই জামিনের বিরোধিতা করেছিল ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে আবেদন করেছিল, অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদন 48 ঘণ্টা পিছিয়ে দেওয়া হোক ৷ ইডির আবেদনে সাড়া দেয়নি আদালত ৷

আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক কেজরিওয়াল জামিনের জন্য আবেদন করেছিলেন ৷ সেই মামলায় সরকারি পক্ষ এবং আপ নেতার আইনজীবীর সওয়াল-জবাব শোনার পর বিচারক এই জামিন মঞ্জুর করেন ৷ এদিন আদালতে ইডি এই জামিনের বিরোধিতা করেছিল ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে আবেদন করেছিল, অরবিন্দ কেজরিওয়ালকে 48 ঘণ্টার জন্য জামিন দেওয়া হোক ৷ ইডির আবেদনে সাড়া দেয়নি আদালত ৷ লোকসভা ভোটের আগে 21 মার্চ আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি ৷

দেশে লোকসভা ভোট চলাকালীন তাঁকে অন্তর্বর্তী জামিন দেয় সুপ্রিম কোর্ট ৷ নির্বাচনী প্রচারের দিকটি মাথায় রেখে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের এই অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয় ৷ 21 মার্চ তাঁর বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে ইডি ৷ 50 দিন জেলে কাটিয়ে 11 মে তিনি তিহাড় থেকে ছাড়া পান ৷ তবে শীর্ষ আদালত নির্দেশ দেয়, 1 জুন ভোট মিটলে 2 জুন তাঁকে জেলে ফিরে যেতে হবে ৷ তিহাড়ে আত্মসমর্পণ করার আগে কেজরিওয়াল সুপ্রিম কোর্টে তাঁর অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়েছিলেন ৷ তা খারিজ হয়ে যায় ৷ তিনি 2 জুন তিহাড়ে ফিরে যান ৷

Last Updated : Jun 20, 2024, 8:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.