ETV Bharat / state

চাকরি-বিনিয়োগে বাধা তৃণমূলের 'কাটমানি কম্পানি', মন্তব্য মোদির - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 12, 2024, 10:36 PM IST

Modi In Bengal: সোমবার বাংলায় চতুর্থ দফার ভোট ৷ রবিবারই বঙ্গে প্রচার সেরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুরু থেকেই মা মাটি মানুষের সরকারকে তীব্র আক্রমণ করেছেন মোদি ৷

Modi In Bengal
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেল)

চুঁচুড়া, 12 মে: বাংলায় বন্দরের সঙ্গে যুক্ত পরিকাঠামো জন্য যথেষ্ট পরিমাণে মোদি সরকার সাহায্য করছে । বিনিয়োগ ও চাকরিতে বাধার সৃষ্টি করছে তৃণমূলের 'কাটমানি কম্পানি'। এভাবেই তৃণমূলকে আক্রমণ করেছেন নরেন্দ্র মোদি। রবিবার চুঁচুড়ায় লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে জনসভা করেন প্রধানমন্ত্রী।

এদিন তিনি বলেন, "তৃণমূলকে শিক্ষা দেওয়ার সময় হল এই নির্বাচন। এখানকার মানুষই পারে তৃণমূলদের জব্দ করতে। একটা ভোটও দেবেন না ৷ তৃণমূলকে সোজা করার জন্য মোদির গ্যারেন্টি যথেষ্ট। এককালে পাট শিল্পের কারণে এই বাংলা উদ্যোগের রাজধানী ছিল। কিন্তু কংগ্রেস, বাম এবং তৃণমূল মিলে শেষ করে দিয়েছে। ভারতীয় জনতা পার্টি মেকিং ইন্ডিয়ার ওপর জোর দিচ্ছে ৷ কিন্তু তৃণমূল ব্রেকিং ইন্ডিয়ার স্লোগান দিচ্ছে। তৃণমূল সরকার সমাজ এবং আইন কানুন সব ভেঙে দিচ্ছে।"

এদিন সভা মঞ্চ থেকে তিনি আরও বলেন, "এই বাংলা রামকৃষ্ণ ও লাহিড়ী বাবার ব্যক্তিত্বের উপর দাঁড়িয়ে আছে । কিন্তু এখানে তুষ্টিকরণ রাজনীতি চলছে । রাজ্যে তৃণমূল ভোটের খিদে আর ভোট ব্যাঙ্কে নিমজ্জিত । এরা রাম মন্দির তৈরি হওয়াতেও রেগে রয়েছে। রামকে তিরস্কার করছে। বাংলা এই রকম নয়। মা মাটি মানুষের কথা বলা এই পার্টি ৷ এখন ভোট ব্যাঙ্কের জন্য এরা বাংলার অপমান করছে।"

এদিন তৃণমূলকে আক্রমণ করে মোদি বলেন, "এখানে জমি দখলেও মাফিয়া রাজ চলছে। তৃণমূল যা আসনে প্রার্থী দিয়েছে তাতে কেন্দ্রে সরকার তো দূরের কথা বিরোধী দল হিসেবেও কিছু করতে পারবে না। তাই ওদের ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না।" চুঁচুড়া জনসভায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিক উন্নয়নের কথাও বলেছেন ।সৌর শক্তি, মহিলাদের স্বনির্ভর করা, গর্ভবতী মহিলাদের জন্য আর্থিক সাহায্যের কথাও এদিন জনসভায় তুলে ধরেন প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন

1. 'মোদির হর ঘর জল, ওদের হর ঘর বম্ব'! পাণ্ডুয়া বিস্ফোরণে তৃণমূলকে কটাক্ষ মোদির

2. 'আমার মনে এত জ্বালা', মোদিকে বিঁধে কী বললেন মমতা ?

3. শাহজাদার বয়সের থেকে কম আসন পাবে কংগ্রেস, মন্তব্য মোদির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.