পশ্চিমবঙ্গ

west bengal

কোচবিহারের একাধিক জায়গায় সিবিআই অভিযান

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2023, 1:00 PM IST

Updated : Nov 30, 2023, 1:26 PM IST

CBI raids in Recruitment Scam: রাজ্যের বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার সকাল থেকে সিবিআই অভিযান চলছে ৷ এর মধ্যে কোচবিহারের বেশ কয়েকটি জায়গা রয়েছে ৷ নিয়োগ দুর্নীতিতে এই প্রথম সিবিআই অভিযান কোচবিহারে ৷

CBI raids in Recruitment Scam
CBI raids in Recruitment Scam

কোচবিহার, 30 নভেম্বর: নিয়োগ দুর্নীতি কাণ্ডে কোচবিহারের একাধিক জায়গায় সিবিআই হানা । নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্যের বিভিন্ন জায়গায় সিবিআই হানা দিলেও কোচবিহারে এতদিন সিবিআই হানার খবর পাওয়া যায়নি । নিয়োগ দুর্নীতি কাণ্ডে এই প্রথম কোচবিহারে সিবিআই হানার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ।

বৃহস্পতিবার সকালে কোচবিহার-2 ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি সজল সরকারের বাড়িতে হানা দেয় সিবিআই । সেখানে কিছুক্ষণ থেকে কোচবিহারের পরেশ কর চৌপথি এলাকার এক বিএলএড কলেজের মালিকের বাড়িতে যান তদন্তকারীরা । অভিযানের সময় ওই বাড়িতে কেউ ছিল না । প্রতিবেশীদের সঙ্গে সিবিআইয়ের তদন্তকারীরা কথা বলেন ৷

নিয়োগ দুর্নীতি কাণ্ডে কোচবিহারে সিবিআই হানা

তার পর সেখান থেকে সোজা ওই বিএলএড কলেজে চলে যান তাঁরা । কোচবিহার-2 ব্লকের টেঙ্গনমারী এলাকার ওই বিএলএড কলেজে ঢুকেই সোজা কলেজের অফিস রুমে যায় সিবিআই ৷ কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা । এদিকে এ দিন ওই বিএলএড কলেজে নবীনবরণ (ফ্রেশার্স ওয়েলকাম) ছিল । ফলে কলেজে আসা নবাগত ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয় ৷

তবে এই অভিযান নিয়ে কলেজ কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চায়নি । এই অভিযান নিয়ে এখনও পর্যন্ত তৃণমূল নেতা সজল সরকারেরও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

নিয়োগ দুর্নীতি কাণ্ডে কোচবিহারে সিবিআই হানা

যদিও শুধু কোচবিহার নয়, রাজ্য়ের আরও একাধিক জায়গায় এ দিন হানা দিয়েছে সিবিআই ৷ এর মধ্যে দু’জন তৃণমূল কাউন্সিলরও রয়েছেন ৷ বিধাননগরের তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী ও কলকাতা পৌরনিগমের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতে সিবিআইয়ের অভিযান চলে ৷

বাপ্পাদিত্য দাশগুপ্ত পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ তৃণমূল নেতা হিসেবে পরিচিত ৷ পার্থ নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়ে প্রায় দেড় বছর জেলে রয়েছেন ৷ বাপ্পাদিত্যর বাড়িতেও নিয়োগ দুর্নীতি মামলাতেই অভিযান চলে বলে সিবিআই সূত্রে খবর ৷ অন্যদিকে দেবরাজ চক্রবর্তীর বাড়িতে কোন বিষয়ে সিবিআই অভিযান, সেটা স্পষ্ট নয়৷ সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা ও নিয়োগ দুর্নীতি, দু’টি মামলাতেই অভিযোগ রয়েছে ৷ ফলে এ দিনের অভিযান, কী কারণে তা জানা যায়নি ৷

আরও পড়ুন:

  1. পৌরসভা থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি ! সিবিআই হানা অদিতি মুন্সীর স্বামী তৃণমূল কাউন্সিলর দেবরাজের বাড়ি
  2. নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ ঘনিষ্ঠ কাউন্সিলর বাপ্পাদিত্যর বাড়িতে সিবিআই হানা
  3. নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে
Last Updated :Nov 30, 2023, 1:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details