ETV Bharat / state

নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2023, 8:49 PM IST

Kalyanmoy Gangopadhyay Gets Bail
জামিন পেলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়

Kalyanmoy Ganguly Gets Bail: নিয়োগ দুর্নীতি মামলায় মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট ৷ তবে দেওয়া হয়েছে একাধিক শর্ত ৷

কলকাতা, 29 নভেম্বর: এক বছরের বেশি জেলে থাকার পর অবশেষে স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় । বুধবার শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেলেন তিনি । শর্তসাপেক্ষে তাঁকে জামিন দিল বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ ।

শর্ত হিসাবে হাইকোর্টের তরফে জানানো হয়েছে, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সহযোগিতা করতে হবে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে । জামিনে থাকলেও কলকাতা পৌরনিগম এলাকার বাইরে যেতে পারবেন না তিনি । এমনকী বিধাননগর কমিশনারেট এবং পার্কস্ট্রিট থানা এলাকায় প্রবেশ করতে পারবেন না কল্যাণময় গঙ্গোপাধ্যায় । তাঁর পাসপোর্ট থাকলে সেটি নিম্ন আদালতে জমা করতে হবে । এই শর্তেই তাঁকে জামিন দিয়েছে উচ্চ আদালত ৷

উল্লেখ্য, স্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করেছিল সিবিআই । বেআইনি নিয়োগ সংক্রান্ত বিষয় জানার সত্ত্বেও তিনি তাঁর বিরোধিতা না করে নিয়োগে সহযোগিতা করেছিলেন বলে অভিযোগ ছিল ৷ সেইজন্যই আদালতের নির্দেশে তাঁকে গ্রেফতার করেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা । 2022 সালের সেপ্টেম্বর মাসে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞসাবাদের জন্য তাঁকে নিজাম প্যালেসে ডেকেছিল সিবিআই । দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সন্তোষজনক উত্তর না পেয়ে শেষে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

নিয়োগ দুর্নীতি ক্ষতিয়ে দেখতে কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বে কমিটি গঠন হয়েছিল । সেই কমিটি নিয়োগ দুর্নীতিতে কল্যাণময় গঙ্গোপাধ্যায় যুক্ত ছিলেন বলে জানায় । তাঁর নির্দেশে বেআইনি নিয়োগপত্র তৈরি হয়েছিল বলেও জানায় কমিটি । সেই বিষয় খতিয়ে দেখতে সিবিআই তাঁকে জিজ্ঞসাবাদে ডাকে ৷

তবে জিজ্ঞাসাবাদে তিনি নিজের স্বপক্ষে তেমন জোরালো উত্তর দিতে পারেননি বলে দাবি করে সিবিআই । তারপরেই সিবিআইয়ের হাতে তিনি গ্রেফতার হন ৷ এখন পর্যন্ত নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়াদের মধ্যে কল্যাণময় গঙ্গোপাধ্যায় দ্বিতীয় ব্যক্তি হিসাবে যিনি জামিন পেলেন । এর আগে শুধুমাত্র প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যর স্ত্রী শতরূপা ভট্টাচার্যর জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট ।

আরও পড়ুন:

  1. কল্যাণময়কে জামিন দেওয়া যাবে না, সাফ জানাল হাইকোর্ট
  2. স্কুলের হাত থেকে নিয়োগ ক্ষমতা কেড়ে নিয়েছিলেন পার্থ-কল্যাণময়, দাবি সিবিআইয়ের
  3. নাতনির জন্মদিনের জন্য জেল থেকে ছুটি চাইলেন কল্যাণময়
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.