ETV Bharat / state

HC on Kalyanmoy: কল্যাণময়কে জামিন দেওয়া যাবে না, সাফ জানাল হাইকোর্ট

author img

By

Published : Jan 4, 2023, 3:23 PM IST

Updated : Jan 4, 2023, 4:28 PM IST

কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের (Kalyanmoy Gangopadhyay) জামিনের আবেদন মঞ্জুর করা যাবে না বলে (Calcutta High Court) সাফ জানাল কলকাতা হাইকোর্ট (HC on Kalyanmoy)৷

Calcutta High Court and Kalyanmoy Gangopadhyay ETV Bharat
কল্যাণময় ও হাইকোর্ট

কলকাতা, 4 জানুয়ারি: মধ্যশিক্ষা পর্ষদের (SSC Recruitment Scam) প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের (Kalyanmoy Gangopadhyay) জামিনের আবেদন মঞ্জুর করা যাবে না (HC on Kalyanmoy) ৷ বুধবার এ কথা সাফ জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ । আদালত বলেছে, আর্থিক দুর্নীতির তদন্ত চলছে । তাই কল্যাণময়ের জামিনের আবেদনে সাড়া দেওয়া যাবে না ৷ এই পরিস্থিতিতে কল্যাণময় তাঁর জামিনের আবেদন সংক্রান্ত মামলা প্রত্যাহার করবেন কি না, তা জানতে চাইল আদালত । আগামিকাল কল্যাণময়ের আইনজীবী আদালতকে তাঁদের জবাব জানাবেন।

এ দিন কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলার শুনানিতে সিবিআইকে নিয়োগ দুর্নীতিতে আর্থিক লেনদেন খুঁজে দেখার পরামর্শ দেন বিচারপতি জয়মাল্য বাগচী । তাঁর মতে, অযোগ্যদের চাকরি নিশ্চয়ই ভালোবাসার বশবর্তী হয়ে দেওয়া হয়নি ! তিনি সিবিআইয়ের কাছে জানতে চান, "কতদিন জেলবন্দি করে রাখতে পারবেন ? গোটা বিচারপ্রক্রিয়া ঠিক সময়ের মধ্যে শেষ করতে পারবেন ? তদন্ত শেষ করুন ।"

অন্যদিকে, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের আইনজীবী শেখর বসু বলেন, "113 দিন জেলে আছেন কল্যাণময় । চার্জশিট দাখিল হয়ে গিয়েছে । তিনি অবৈধ ভাবে নিয়োগ করেছেন বলে অভিযোগ করা হয়েছে । কিন্তু এতদিনে কিছু প্রমাণ করতে পারেনি সিবিআই । তাই তাঁকে জামিন দেওয়া হোক ।"

সিবিআইয়ের আইনজীবী অরুণ মাইতি কল্যাণময়ের জামিনের বিরুদ্ধে বলেন, "আদালতের নির্দেশে তদন্ত করছি । অনুসন্ধানের সময় বেনিয়ম পেয়েছি বলে গ্রেফতার করা হয়েছে । শান্তিপ্রসাদ সিনহার সঙ্গে চক্রান্তে যুক্ত ছিলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায় । শান্তি প্রসাদ সিনহার কাছ থেকে সুপারিশ পত্র নিয়ে নিজেই সরাসরি নিয়োগপত্র দিতেন । প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরে নিয়োগপত্র দেওয়া হত ।"

আরও পড়ুন: কল্যাণময়ের জামিন মামলার শুনানিতে সিবিআইয়ের উপর ক্ষোভ প্রকাশ হাইকোর্টের

বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, "আদালত এই দুর্নীতির কার্যপ্রণালী এবং এই দুর্নীতিতে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের ভূমিকা জানতে চায় । কোনও আর্থিক লেনদেন হয়েছে ? কতজনকে চাকরি দেওয়া হয়েছে ? চাকরি নিশ্চয়ই ভালোবাসার কারণে দেওয়া হয়নি ? টাকার লেনদেন আছে কি না খুঁজে দেখুন ।" বিচারপতির এই বক্তব্যের পর সিবিআইয়ের আইনজীবীর পালটা বক্তব্য,"আমরা আর্থিক দুর্নীতিরই তদন্ত করছি ।"

সব পক্ষের বক্তব্য শোনার পর ডিভিশন বেঞ্চ জানায়, আর্থিক দুর্নীতির তদন্ত চলছে । সেই তদন্ত না এগনো পর্যন্ত জামিনের আবেদনে সাড়া দেওয়া যাবে না । তবে কোনও লিখিত নির্দেশ দেওয়া হল না । আবেদনকারী মামলা আপাতত প্রত্যাহার করবে কি না, সেই ব্যাপারে কাল (বৃহস্পতিবার) জানাবে আদালতকে । আপাতত আগামিকাল পর্যন্ত মামলা মুলতুবি রাখা হচ্ছে ।"

Last Updated :Jan 4, 2023, 4:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.