ETV Bharat / politics

মোদির সভায় পেঁয়াজ নিয়ে স্লোগান কৃষকের, প্রধানমন্ত্রী বললেন - মজুত শুরু করেছি - PM Narendra Modi

author img

By ETV Bharat Bangla Team

Published : May 15, 2024, 8:13 PM IST

PM Narendra Modi: বুধবার মহারাষ্ট্রের নাসিকে নির্বাচনী জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে পেঁয়াজ নিয়ে বিক্ষোভ দেখান কয়েকজন ৷ পরে প্রধানমন্ত্রী জানান, তাঁর সরকার 60 হাজার মেট্রিক টন পেঁয়াজ কিনেছে ৷

PM Narendra Modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (নিজস্ব চিত্র)

নাসিক, 15 মে: পেঁয়াজের দাম না পাওয়ার জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় স্লোগান দিতে দেখা গেল মহারাষ্ট্রে ৷ বুধবার মহারাষ্ট্রের নাসিক জেলার পিমপালগাঁও বসন্তে এক নির্বাচনী জনসভা করেন প্রধানমন্ত্রী ৷ সেই জনসভাতেই পেঁয়াজের মূল্য নিয়ে স্লোগান দেওয়া হয় ৷ পুলিশ সঙ্গে সঙ্গে এক কৃষককে আটকও করে ৷ কিন্তু তার পরও মোদির ভাষণে উঠে আসে পেঁয়াজের প্রসঙ্গ ৷

প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমরা পেঁয়াজ মজুত শুরু করেছি । আমরা 60 হাজার মেট্রিক টন পেঁয়াজ কিনেছি । এখন আমরা 5 লাখ মেট্রিক টন পেঁয়াজ ফের কিনতে যাচ্ছি । আমাদের সময়ে পেঁয়াজ রফতানি বেড়েছে 35 শতাংশ । আমরা রফতানিতে ভর্তুকিও দিয়েছি ।’’

এছাড়া এ দিন বিরোধীদের নিশানা করতে গিয়ে তিনি আবার দাবি করেন যে বিরোধী শিবিরে থাকা ছোট দলগুলি কংগ্রেসে মিশে যাবে ৷ তিনি বলেন, "এনডিএ-র দুর্দান্ত সাফল্যের উপলব্ধি তাদের (বিরোধী শিবির) একজন মহান নেতার বক্তব্য থেকে পাওয়া যাচ্ছে । ইন্ডিয়ার প্রধান দল কংগ্রেস । তাই ইন্ডিয়ার নেতারা সব ছোট দলকে একীভূত হতে বলেছেন কংগ্রেসের সঙ্গে ৷ এর অর্থ হল তারা যদি একত্রিত হয়, তবে তারা প্রধান বিরোধী দলে পরিণত হবে ।’’

এ দিন শিবসেনা (ইউবিটি)-র নেতা উদ্ধব ঠাকরেকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রী বলেন, ‘‘এটা নিশ্চিত যে নকল শিবসেনা, নকল এনসিপি নির্বাচনের পরে কংগ্রেসের সঙ্গে মিশে যাবে । নকল শিবসেনা কংগ্রেসের সঙ্গে মিশে গেলে আমি বালাসাহেব ঠাকরেকে সবচেয়ে বেশি মিস করব । কারণ, বালাসাহেব ঠাকরে বলতেন যেদিন শিবসেনাকে কংগ্রেস ভাবা হবে, সেদিনই তিনি শিবসেনাকে শেষ করে দেবেন । মানে নকল শিবসেনার কোনও অবস্থান থাকবে না ।’’

তিনি আরও বলেন, "ভুয়া শিবসেনা বালাসাহেবের প্রতিটি স্বপ্নকে 'চূর্ণ করেছে' । বালাসাহেব ঠাকরের স্বপ্ন ছিল অযোধ্যায় একটি বড় রামমন্দির তৈরি করা । জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করা । এই স্বপ্নগুলি এখন সত্যি হয়েছে । কিন্তু এটি শিবসেনাকে বিরক্ত করছে । নকল শিবসেনাও সেই পাপ সামনে চলে এসেছে ৷ যারা স্বাধীনতা সংগ্রামী সাভারকরকে দিনরাত গালিগালাজ করে, সেই কংগ্রেসের কোলে বসে আছে তারা ৷"

আরও পড়ুন:

  1. কংগ্রেসের চেয়ে অজিত-একনাথের সঙ্গে মিশে যাওয়া অনেক ভালো, পাওয়ার-উদ্ধবকে পরামর্শ মোদির
  2. 2029 এর পরও নেতৃত্ব দেবেন নরেন্দ্র মোদি, জানালেন অমিত শাহ
  3. এবারও প্রধান বিরোধী দলের মর্যাদা পাবে না কংগ্রেস, দাবি প্রধানমন্ত্রী মোদির
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.