পশ্চিমবঙ্গ

west bengal

Year Ender 2022: বাইশে বাজিমাত জারিন-কমলের, ক্রীড়াক্ষেত্রে দেশের সেরা বারো

By

Published : Dec 28, 2022, 9:31 PM IST

ক্রীড়াক্ষেত্রে ভারতের সাফল্য ক্রিকেট বা ব্যাডমিন্টনেই আর সীমাবদ্ধ নয় ৷ 2022 সাল সেটাই প্রমাণ করেছে ৷ বক্সিং, শুটিং, হকি এবং অ্যাথলেটিক্স ৷ সবক্ষেত্রে ভারত বিশ্বসেরা হওয়ার ক্ষমতা রাখে তা প্রমাণ করে দিয়েছে 2022 সাল (Success of India in World Sports) ৷ বছর শেষে (Year Ender 2022) সেই সকল বিশ্বজয়ের মুহূর্তগুলিকে ফিরে দেখল ইটিভি ভারত ৷

Etv Bharat
Etv Bharat

2022 সাল ক্রীড়াক্ষেত্রে আন্তর্জাতিক মঞ্চে ভারতের জন্য একাধিক স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে (Success of India in World Sports) ৷ যা সকল ভারতীয়র কাছে এক গর্বের বিষয় ৷ সেই সব সাফল্যকে বছর শেষে (Year Ender 2022) ফিরে দেখল ইটিভি ভারত ৷

প্রথমবার থমাস কাপ ব্যাডমিন্টন জয় ভারতের

1. প্রথমবার থমাস কাপ ব্যাডমিন্টন জয়

2022 সালে ব্যাংককে থমাস কাপের আসর বসে ৷ প্রথমবার এই টুর্নামেন্ট জিতল ভারত ৷ লক্ষ্য সেনের নেতৃত্বে ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দল এই খেতাব জেতে ৷ 14 বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত ৷ ফাইনালে বিশ্বের 8 নম্বর জোনাথন খ্রিস্টিকে হারিয়ে দেশকে ঐতিহাসিক এই খেতাব জয়ের স্বাদ পাইয়ে দিয়েছিলেন কিদাম্বি শ্রীকান্ত ৷ এই ইতিহাসে নিজেদের অবদান রেখেছেন লক্ষ্য সেন এবং সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি/ চিরাগ শেট্টি জুটি ৷ এই টুর্নামেন্টে 3-0 ব্যবধানে ইন্দোনেশিয়াকে হারিয়ে ব্যাডমিন্টন চ্য়াম্পিয়নশিপে দলগতভাবে সোনা জেতে ভারতীয় শাটলারা ৷

বিশ্ব অ্যাথলিট চ্যাম্পিয়নশিপের রুপোর পদক জেতেন নীরজ চোপড়া

2. নীরজ চোপড়া: বিশ্ব অ্যাথলিট চ্যাম্পিয়নশিপে রুপো

ভারতের আকাশে নীরজ চোপড়া নামে একটি নক্ষত্র না জ্বলে উঠলে, জ্যাভলিন কোনওদিন এদেশে অন্তত জনপ্রিয় হত বলে মনে হয় না ৷ অলিম্পিকে ভারতকে সোনা জয়ের স্বাদ দেওয়ার পর, 2022 সালে বিশ্ব অ্যাথলিট চ্যাম্পিয়নশিপের রুপোর পদক জেতেন নীরজ চোপড়া ৷ যা এ বছর নীরজের প্রথম ডায়মন্ডলিগ জয় ছিল ৷ তবে, নীরজের আক্ষেপ ছিল, অ্যান্ডারসন পিটার্সের বাধা তিনি অতিক্রান্ত করতে পারেননি ৷ মার্কিন মুলুকে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে ৷ যেখান নীরজ জ্যাভলিন ছুঁড়ে ছিলেন 86.37 মিটার ৷ আর তাঁর প্রতিপক্ষ প্রায় 4 মিটার বেশি দূরত্ব অতিক্রন করেছিলেন ৷ কিন্তু, তা সত্ত্বেও আন্তর্জাতিক স্তরে ভারতকে ফের একবার সম্মান এনে দিয়েছেন পানিপথের এই যুবক ৷

49 কেজি বিভাগে সোনা জেতেন তিনি

3. মীরাবাঈ চানু: কমনওয়েলথ গেমসে সোনা এবং ভারোত্তলোন বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জয়

কমনওয়েলথ গেমসে সোনা নিশ্চিত করেছিলেন ৷ এর পর 2022 সালে মীরাবাঈ চানু (Mirabai Chanu) ভারোত্তলোনে ভারতের ঝুলিতে একটি রুপো নিশ্চিত করেছেন ৷ কব্জির সমস্যা থাকা সত্ত্বেও, কলম্বিয়ায় আয়োজিত ভারোত্তলোনের 49 কেজি বিভাগের ফাইনাল রাউন্ডে রুপো নিশ্চিত করেন মীরাবাঈ চানু ৷ তবে, তাঁর 2022 সালের সেরা জয় বার্মিহ্যামে আয়োজিত কমনওয়েলথ গেমস ৷ যেখানে 49 কেজি বিভাগে সোনা জেতেন তিনি ৷ এবছরের কমনওয়েলথে এটাই ভারতের প্রথম সোনা ছিল ৷

পুরুষদের 10 মিটার এয়ার রাইফেলে সোনা জয়

4. রুদ্রাক্ষ পাতিল: পুরুষদের 10 মিটার এয়ার রাইফেলে সোনা জয়

ক্রীড়াক্ষেত্রে ভারতের সেরা সাফল্যের মধ্যে অন্যতম 10 মিটার এয়ার রাইফেল বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা ৷ ইজিপ্টে আয়োজিত আইএসএসএফ শুটিং ওয়ার্ল্ড চ্য়াম্পিয়নশিপে 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জেতেন ভারতের রুদ্রাক্ষ পাতিল ৷ যা 2022 সালে ভারতের অন্যচম সেরা মুহূর্ত ৷

ভারতীয় মহিলা হকি দলের নেশনস কাপ জয়

5. ভারতীয় মহিলা হকি দলের নেশনস কাপ জয়

ভারতীয় মহিলা হকি দলের ‘চক দে’ মুহূর্ত এফআইএইচ নেশনস কাপ জয় ৷ 2022 সালে স্পেনে আয়োজিত এই টুর্নামেন্টে জয়ী হয়েছে ভারতীয় মহিলা হকি দল ৷ আর সেই সঙ্গে 2023-2024 সালে হতে চলা এফআইএইচ প্রো লিগে নিজেদের জায়গা পাকা করে ফেলেছেন ভারতের মেয়েরা ৷ আন্তর্জাতিক মঞ্চে যা ভারতের সবচেয়ে বড় প্রাপ্তি 2022 সালে ৷

বার্মিংহ্যামে এবছর বক্সিংয়ে সোনা জিতেছেন তিনি

6. নিখাত জারিন: বক্সিং বিশ্ব চ্যাম্পিয়ন

ভারতীয় মহিলা বক্সার নিখাত জারিন 2022 সালে বক্সিং চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হয়েছেন ৷ 5-0 ফলাফলে টোকিয়োর প্রতিপক্ষকে হারিয়ে এই খেতাব জিতেছেন তিনি ৷ মেরি কম, সরিতা দেবী, জেনি আরএল, লেখা কেসি-র পর নিখাত জারিন এই খেতাব জিতলেন ৷ জারিন এবছর কমনওয়েলথ গেমসে ভারতের অন্যতম সেরা অ্যাথলিটদের মধ্যে একজন ছিলেন ৷ বার্মিংহ্যামে এবছর বক্সিংয়ে সোনা জিতেছেন তিনি ৷

2022 বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতের সাফল্য ছিল দেখার মতো

7. কমনওয়েলথ গেমস 2022: সোনার দৌড় ভারতের

2022 বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতের সাফল্য ছিল দেখার মতো, মোট 61টি পদক জিতেছে ভারত ৷ যার মধ্যে সর্বাধিক 22 টি সোনা, 16 টি রুপো এবং 23 টি ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় অ্যাথলিটরা ৷ যেখানে কুস্তি থেকে ভারতের 6টি সোনা এবং 5টি ব্রোঞ্জ জিতেছে ভারত ৷ ভারোত্তোলনে 10টি পদক জিতেছে ভালো ৷ যার মধ্যে 3টি সোনা রয়েছে ৷ আর একটি এসেছে বাংলার ছেলে অচিন্ত্য শিউলির হাত ধরে ৷ তাছাড়া মীরাবাঈ চানু ভারোত্তোলনে সোনা জিতেছিলেন ৷

কমনওয়েলথ গেমসে 16 বছর পর টেবিল টেনিসে সোনা

8. শরথ কমল: কমনওয়েলথ গেমসে 16 বছর পর টেবিল টেনিসে সোনা

40 বছর বয়সে শরথ কমল কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন ৷ যা সবচেয়ে বেশি বয়সে সোনা জয়ের রেকর্ড ৷ সেই সঙ্গে 16 বছর পর কমনওয়েলথ গেমসে টেবিল টেনিসে সোনা জিতেছে ভারত ৷ 2006 সালে মেলবোর্নে পুরু৷দের সিঙ্গলসে শেষবার সোনা এসেছিল ৷ মোট 3টি সোনার পদক জিতেছে ভারত ৷ সিঙ্গলস ছাড়া বাকি দু’টি হল পুরুষদের দলগত ইভেন্ট এবং মিক্সড ডবলস ৷

আন্তর্জাতিক কেরিয়ারের 72তম সেঞ্চুরি বিরাট কোহলির

9. বিরাট কোহলি

2019 সালে শেষ শতরান করার পর, 2022-এ দুবাইয়ে এশিয়াকাপ টি-20তে সেঞ্চুরি করেন রিবাট কোহলি (Virat Kohli) ৷ আর সম্প্রতি বাংলাদেশ সিরিজের শেষ একদিনের ম্যাচে আন্তর্জাতিক কেরিয়ারের 72 তম সেঞ্চুরি করেন বিরাট ৷ যার পর বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হলেন ৷ প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংকে ছাপিয়ে এই রেকর্ড করেছেন বিরাট ৷ তাঁর আগে এই মুহূর্তে রয়েছেন, কেবল সচিন তেন্ডুলকর ৷

সবচেয়ে কমবয়সী ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন

10. ঈশান কিষাণ

আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের প্রথম সেঞ্চুরি ৷ আর সেখানেই একাধিক রেকর্ডের মালিক রাঁচির ঈশান কিষাণ ৷ বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে 131 বলে 210 রান করেন তিনি ৷ সবচেয়ে কমবয়সী ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন ৷ সেই সঙ্গে আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে দ্রুততম দ্বিশতরান করার রেকর্ড করেছেন ঈশান কিষাণ ৷ সেই সঙ্গে সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেওয়াগ, রোহিত শর্মা, মার্টিন গাপ্টিল-সহ 8 জন দ্বিশতরানকারীদের সঙ্গে একসারিতে চলে এসেছেন ঈশান কিষাণ ৷ 2022 সালে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি, ভারতের মুকুটেও একটি পালক জুড়ল ৷

অনুর্ধ্ব-18 মহিলা সাফ চ্য়াম্পিয়ন ভারতের মেয়েরা

11. অনুর্ধ্ব-18 মহিলা সাফ চ্য়াম্পিয়ন ভারতের মেয়েরা

2022 সালে ফুটবলে ভারতীয় মেয়েরা দেশকে গর্বিত করেছেন ৷ ভারতের সিনিয়র মহিলা দল তাঁদের সাফ চ্যাম্পিয়নশিপের জয়ের ধারা বজায় রাখতে পারেনি ঠিকই ৷ কিন্তু, ছোটরা তা করে দেখিয়েছে ৷ অনুর্ধ্ব-18 মহিলা সাফ চ্য়াম্পিয়নশিপ জিতেছে ভারতের মেয়েরা ৷ ঘরের মাঠে প্রথমবার মহিলাদের অনুর্ধ্ব-18 সাফ কাপ জিতল ভারতের মেয়েরা ৷ আর এটি এই টুর্নামেন্টের তৃতীয় সংস্করণ ছিল ৷ আর ভারতে প্রথমবার এই টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল ৷ এই জয়ের সঙ্গেই ভবিষ্যতে ভারতীয় মহিলা ফুটবলকে বিশ্ব মঞ্চে আরও এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা দেখাল ছোটরা ৷

2022 অনুর্ধ্ব-20 সাফ চ্য়াম্পিয়ন ভারত

12. 2022 অনুর্ধ্ব-20 সাফ চ্য়াম্পিয়ন ভারত

অনুর্ধ্ব-20 সাফ টুর্নামেন্টে ভারতকে চ্য়াম্পিয়নের খেতাব জিতিয়েছে ছেলেরাও ৷ এই টুর্নামেন্টও ভারতেই আয়োজিত হয়েছিল ৷ টুর্নামেন্টের চতুর্থ এডিশনে দ্বিতীয়বার অনুর্ধ্ব-20 সাফ কাপ খেতাব ভারত জিতেছে ৷ যে টুর্নামেন্ট থেকে ভারত ইতিমধ্যে গুরকিরাত সিং এবং হিমাংশু জাংগরার মতো প্রতিভাবান ফুটবলারদের আবিষ্কার করেছে ৷ এই জয় আগামী দিনে ভারতকে বিশ্ব ফুটবলে আরও এগিয়ে নিয়ে যাওয়া স্বপ্ন দেখাচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details