পশ্চিমবঙ্গ

west bengal

FIFA World Cup 2022: নজির রোনাল্ডোর, জয় দিয়ে অভিযান শুরু পর্তুগালের

By

Published : Nov 25, 2022, 6:48 AM IST

Updated : Nov 25, 2022, 6:59 AM IST

Etv Bharat

2006 থেকে 2022, পরপর পাঁচটি বিশ্বকাপে গোল করার বিরল নজির গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পাশাপাশি বিশ্বকাপের দ্বিতীয় প্রবীণতম ফুটবলার হিসেবে গোল করার কৃতিত্ব দেখালেন (Cristiano Ronaldo Scripted History)।

দোহা, 25 নভেম্বর: 2006 থেকে 2022, পরপর পাঁচটি বিশ্বকাপে গোল করার বিরল নজির গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo Scored Goals in five successive World Cups ) । 64 মিনিটে পেনাল্টি থেকে তাঁর গোল এবং 77 মিনিটে জোয়াও ফেলিক্স এবং 80 মিনিটে রাফায়েলের গোলের সৌজন্যে ঘানার বিরুদ্ধে 3-2 ব্যবধানে জয় পেল পর্তুগাল। ঘানার হয়ে গোল আদ্রিয়ান আয়িউ, বুকারির।

দেশের জার্সিতে 118টি গোল হয়ে গেল সি আর সেভেনের। দেশের জার্সিতে শেষ 12 ম্যাচের প্রত্যেকটিতে গোল রয়েছে 37টি বসন্ত পেরিয়ে আসা স্ট্রাইকারের। এদিন বিশ্বকাপে দ্বিতীয় প্রবীণতম ফুটবলার হিসেবে গোল করার কৃতিত্ব দেখালেন। তাঁর আগে ক্যামেরুনের রজার মিল্লার। 1994 সালের আমেরিকা বিশ্বকাপে ৪২ বছর ৩৯ দিন বয়সে গোল করেছিলেন। ইউরোপের ক্ষেত্রে এতদিন এই কৃতিত্ব ছিল সুইডেনের গার্নার গ্রেনের। তিনি 37 বছর 236 দিনে গোল করার কৃতিত্ব দেখিয়েছিলেন। তাঁকে টপকে গেলেন রোনাল্ডো । গোল করলেন 37 বছর 292 দিনে। মাঠে ছিলেন মোট 86 মিনিট । তাঁর সৌজন্যে গোটা ম্যাচে নিজেদের রক্ষণভাগকে সচল রাখতেই ব্যস্ত থাকতে হল ঘানাকে। প্রথমার্ধে গোল হয়নি । ম্যাচের 64 মিনিটে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পেনাল্টি আদায় করলেন ব্যক্তিগত মুন্সিয়ানায়। গোল করতেও ভুল করেননি ।

আরও পড়ুন: ফুটবলে মেতে হেডশট দিচ্ছে এই সারমেয় ! দেখুন ভিডিয়ো

প্রথম ম্যাচেই কার্যত বোঝা গেল কাতার বিশ্বকাপে পর্তুগালের সাফল্য নির্ভর করবে সিআর সেভেনের উপরেই । কারণ সামগ্রিকভাবে দলের বোঝাপড়া গড়ে ওঠেনি। রক্ষণভাগ নড়বড়ে। আর সেটাকে কাজে লাগিয়েই 72 মিনিটে সমতায় ফেরে ঘানা। বাঁদিক থেকে মহম্মদ কুদুসের বাড়ানো বল যেভাবে পর্তুগালের ডিফেন্ডারের পায়ের তলা দিয়ে গলে গেল তা অবিশ্বাস্য। ফলে সহজেই গোল করে যান আদ্রিয়ান আয়িউ (1-1)। তবে সমতায় ফেরার পাঁচ মিনিটের মধ্যে ফের পিছিয়ে পড়ে ঘানা। 77 মিনিটে পর্তুগালকে এগিয়ে দেন জোয়াও ফেলিক্স (2-1)। তিন মিনিট পরে ফের এগিয়ে যায় পর্তুগাল। এবার গোল পরিবর্ত হিসেবে মাঠে নামা রাফায়েল লিয়াওয়ের (3-1)। রোনাল্ডো নামের পাহাড় প্রমাণ চাপ সরতেই আক্রমণে এসেছিল ঘানা। প্রতিপক্ষের রক্ষণের নড়বড়ে অবস্থা কাজে লাগিয়ে ব্যবধানও কমায় তারা । 89 মিনিটে ওসমান বুকারি ঘানার দ্বিতীয় গোলটি করেন (3-2)। কিন্তু এরপর আর কোনও চমক দেখা যায়নি । সবমিলিয়ে ঘানাকে হারিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করলেন রোনাল্ডোরা ।

Last Updated :Nov 25, 2022, 6:59 AM IST

ABOUT THE AUTHOR

...view details