ETV Bharat / sports

নায়ক ম্যাকগার্ক, সর্বাধিক স্কোর হাঁকিয়ে কোটলায় মুম্বই 'বধ' দিল্লির - Indian Premier League

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 27, 2024, 9:37 PM IST

IPL 2024
আইপিএলে দিল্লির জয়

IPL 2024: ম্যাকগার্ক-শাই হোপদের পাওয়ার হিটিংয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল দিল্লি ক্যাপিটালস ৷ শনিবার ঘরের মাঠে মুম্বইকে 10 রানে হারাল পন্তের দল ৷

নয়াদিল্লি. 27 এপ্রিল: রানের ফুলঝুরি দেখছে আইপিএলের সপ্তদশ সংস্করণ ৷ শুক্রবারই ইডেন গার্ডেন্স সাক্ষী থেকেছে নজিরের ৷ নন্দনকাননের ক্রিকেটপ্রেমীরা উপহার পেয়েছে সর্বাধিক রানের টি-20 ম্যাচ ৷ খুব পিছিয়ে রইল না শনিবাসরীয় নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম-ও ৷ সেখানে এদিন ডাবল হেডারের প্রথম ম্যাচে উঠল 504 রান ৷ হাইস্কোরিং ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে 10 রানে হারিয়ে পঞ্চম জয় তুলে নিল ঋষভ পন্তের দিল্লি ক্যাপিটালস ৷ দিল্লির 258 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে 247 রানেই থমকে যায় মুম্বইয়ের ইনিংস ৷

ব্যাট হাতে এদিন পন্তের দলের যদি নায়ক হন জ্যাক মাকগার্ক, শাই হোপ কিংবা ট্রিস্টান স্টাবসরা; তবে বল হাতে ম্যাচ জয়ের কারিগরও একাধিক ৷ ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে তিন উইকেট রশিক সালামের ৷ 2টি উইকেট নেন খলিল আহমেদের ৷ যথেচ্ছ রান দিলেও তিন উইকেট নিলেন মুকেশ কুমার-ও ৷

কোটলায় (অরুণ জেটলি স্টেডিয়াম) টস জিতে হোম টিমকে এদিন ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৷ লুক উড, নুয়ান থুসারাদের বেধড়ক পিটিয়ে 15 বলে অর্ধশতরান আসে ম্যাকগার্কের ব্যাটে ৷ শেষ পর্যন্ত 27 বলে 84 রান করে ফেরেন তিনি ৷ মারেন 11টি চার এবং 6টি ছয় ৷ যে সংহার মূর্তিতে এদিন ছিলেন অজি ব্যাটার, তাতে শতরান পূর্ণ করলে দ্রুততম হিসেবে নিঃসন্দেহে প্রথম তিনে চলে আসতে পারত তাঁর নাম ৷ তবে ম্যাকগার্ক ফিরলেও থামেনি দিল্লির রানের গতি ৷ সৌজন্যে শাই হোপ এবং ট্রিস্টান স্টাবস ৷ হোপের 17 বলে 41 এবং শেষদিকে স্টাবসের 25 বলে অপরাজিত 48 রান পন্তের দলের রান নিয়ে যায় 257-তে (চার উইকেট) ৷ যা আইপিএলের ইতিহাসে ক্যাপিটালসের সর্বাধিক স্কোর ৷ অধিনায়ক করেন 19 বলে 29 ৷

জবাবে প্রথম তিন ব্যাটার ব্যর্থ হলেও চতুর্থ উইকেটে তিলক বর্মা এবং অধিনায়ক পান্ডিয়ার জুটিতে ম্যাচে ফেরার চেষ্টা করে পাঁচবারের চ্যাম্পিয়নরা ৷ 32 বলে 63 করে রান-আউট হন বর্মা ৷ 24 বলে 46 করে আউট হন পান্ডিয়া ৷ তারপরেও চেষ্টা করেছিলেন টিম ডেভিড ৷ কিন্তু জলে যায় 17 বলে তাঁর 37 রান-ও ৷ শেষ পর্যন্ত 20 ওভারে 9 উইকেটে 247 রানে থেমে যায় মুম্বইয়ের ইনিংস ৷ ব্যাটারদের পর বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় 10 রানে জয় পায় দিল্লি ৷ পঞ্চম জয়ে লিগ টেবলে পাঁচে উঠে এল ক্যাপিটালস ৷

আরও পড়ুন:

  1. একাধিক নজিরের দিনে ইডেনে 261 রান তুলেও পঞ্জাবের কাছে হার নাইট শিবিরের
  2. হাফ সেঞ্চুরি কোহলির, বোলারদের দাপটে জয়ে ফিরল আরসিবি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.