ETV Bharat / sports

একাধিক নজিরের দিনে ইডেনে 261 রান তুলেও পঞ্জাবের কাছে হার নাইট শিবিরের - IPL 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 27, 2024, 6:42 AM IST

Updated : Apr 27, 2024, 7:31 AM IST

KKR vs PBKS
KKR vs PBKS

KKR vs PBKS: ফের একবার ক্রিকেটের নন্দনকানন নানা রেকর্ডের সাক্ষী হয়ে থাকল ৷ তবে ঘরের ছেলেরা হারল পঞ্জাব কিংসের কাছে ৷ শুক্রবার প্রথমে ব্যাট করে শ্রেয়স বাহিনী রান তোলে 261 ৷ কিন্তু সেই রান তাড়া করতে নেমে আট বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল পঞ্জাব কিংস ৷ যার নায়ক ব্রিটিশ তারকা ব্যাটার জনি বেয়ারস্টো ৷

কলকাতা, 27 এপ্রিল: একটা বা দু'টো নয়, পাঁচ-পাঁচটা ইতিহাস রচনা হল কলকাতার ইডেন গার্ডেন্সে ৷ গতকাল শাহরুখের দলের ইডেনে হারের মুখ দেখায় মাঠে না-নেমে গ্যালারি থেকেই টা...টা... করে বাদশা পাড়ি দিয়েছেন হোটেলে ৷ কলকাতা নাইট রাইডার্সের এভাবে হেরে যাওয়াটা দলের খেলোয়াড় থেকে মেন্টর গৌতম গম্ভীর যেমন মেনে নিতে পারছেন না তেমনই কেকেআর সমর্থকরাও অখুশি ৷ পঞ্জাব অধিনায়ক স্যাম কারেনের সিদ্ধান্তে ব্যাট করতে নেমে নাইট শিবির 6 উইকেট হারিয়ে 261 রান তোলে ৷ কেকেআর সম্ভবত ভেবে ফেলেছিল 8 ম্যাচে তাদের ষষ্ঠতম জয় আসতে চলেছে ৷ ব্যাটিং বিভাগ দুরন্ত হলেও গতকাল ইডেনে ফের ডাহা ফেল বোলিং বিভাগ ৷ তাই তো এতরান তুলেও পঞ্জাব কিংস 8 উইকেটে 'বধ' করল তাদের ৷

  • এবার আসা যাক গতকাল ইডেনে কী কী নজির হল

আন্তর্জাতিক টি-20'তে একটি ম্যাচে সর্বাধিক বল ওভার বাউন্ডারিতে গিয়েছে ৷ এই তালিকায় প্রথম তিন স্থানেই রয়েছে আইপিএলের এবারের তিনটি ম্যাচ। কলকাতা-পঞ্জাব ম্যাচে মোট 42টি ছয় রইল গতকালের ম্যাচে। দ্বিতীয় স্থানে রয়েছে হায়দরাবাদ-মুম্বই এবং তৃতীয়তে হায়দরাবাদ-বেঙ্গালুরু ম্যাচ। এই দুই ম্যাচে 38টি করে ছয় হয়েছে।

সেইসঙ্গে আইপিএলে একটি ইনিংসে কোনও দল সবচেয়ে বেশি ছয় মেরেছে ৷ কলকাতার বিরুদ্ধে পঞ্জাবের ব্যাটারেরা মোট 24বার বল পাঠিয়েছেন ওভার বাউন্ডারিতে ৷ এটি সর্বোচ্চ। এর আগে চলতি আইপিএলেই বেঙ্গালুরুর বিরুদ্ধে হায়দরাবাদ 22টি ছয় মেরেছিল। দিল্লির বিরুদ্ধে এবারই আরও একবার হায়দরাবাদের ব্যাটাররা 22টি ছয় মেরেছিলেন।

আন্তর্জাতিক টি-20 ম্যাচে সবথেকে বেশি রান তাড়া করে জয় পেয়েছে কোনও দল ৷ এর আগে এত রান তাড়া করে কোনও দল জিততে পারেনি। এই রেকর্ডের শীর্ষে এর আগে ছিল দক্ষিণ আফ্রিকার। সেঞ্চুরিয়নে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 259 রান তাড়া করে জিতেছিল তারা। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএলের ইতিহাসেও এই জয় সর্বোচ্চ রান তাড়া করে পাওয়া ৷ এর আগে 2020 সালে দুবাইয়ের শারজায় রাজস্থান 224 তাড়া করে জিতেছিল এই পঞ্জাবের বিরুদ্ধে। চলতি কোটিপতি লিগে ইডেনে কিছুদিন আগে আবার এই রাজস্থানই 224 রান তাড়া করে জিতেছিল কলকাতার বিরুদ্ধে।

এই প্রথম বার আইপিএলের ইতিহাসে কোনও একটি ম্যাচে দুই দলের চার ওপেনার মিলে হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন। যেটা রেকর্ড। প্রথমে কলকাতা নাইট রাইডার্সের ওপেনার সুনীল নারিন এবং ফিল সল্ট মিলে ঝড় তোলেন। একেবারে চুপ করিয়ে দেন পঞ্জাব কিংসের বোলারদের। পালটা উত্তরটা দেন পঞ্জাবের দুই ওপেনার প্রভসিমরন সিং এবং জনি বেয়ারস্টো। দুই দলের চার ওপেনার মিলেই এদিন লিখে ফেলেন ইতিহাস।

এবছর হায়দরাবাদ বনাম বেঙ্গালুরু ম্যাচে দুই ইনিংস মিলিয়ে 549 রান। তার আগে হায়দরাবাদ বনাম মুম্বই ম্যাচে 523 রান হয়েছিল। শুক্রবার ইডেনে সেই একই রান হল। কলকাতা এবং পঞ্জাবের ইনিংস মিলিয়ে উঠল 523 রান। তবে গতকালে ম্যাচের সেরা জনি বেয়ারস্টো ৷ 48 বলে 108 করেন তিনি ৷

আরও পড়ুন:

  1. সল্ট-নারিনের ব্যাটিং ঝড়ে ইডেনে নজির নাইটদের, জবাবে ভালো শুরু পঞ্জাবেরও
  2. নন্দনকাননে ‘বীর-জারা’, 25 কোটির স্টার্ককে বাইরে রেখে মাঠে নামল নাইটরা
  3. 'বীর-জারা'র উপস্থিতিতে নন্দনকাননে নাইটদের আজ পঞ্জাব চ্যালেঞ্জ
Last Updated :Apr 27, 2024, 7:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.