কলকাতা, 26 এপ্রিল: নাইট সংসারে সবচেয়ে বড় আবিষ্কারের নাম সুনীল নারিন। রহস্যময় স্পিনার এখন কুড়ি-বিশের ক্রিকেটে অন্যতম সেরা মারকুটে ওপেনারে পরিণত হয়েছেন। কলকাতা নাইট রাইডার্সকে বিধ্বংসী দেখাচ্ছে ৷ কারণ, সুনীল নারিনের ঝোড়ো ব্যাটিং। ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটে শুরুটা ঝোড়ো মেজাজে হলে পরের কাজটা সহজ হয়ে যায়। পঞ্জাব কিংসের বিরুদ্ধে কেকেআর-এর 6 উইকেটে 261 রানের ইনিংস ইডেনে সর্বোচ্চ দলগত স্কোর। তবে রান তাড়া করতে নেমে ঝোড়ো ব্যাটিং শুরু করেছে পঞ্জাবও।
কেকেআর বিরাট রানের ইনিংসের কারণ এর দুই ওপেনার সুনীল নারিন এবং ফিল সল্টের মারকুটে ব্যাটিং। কারিবয়ান ওপেনার নারিনের 33 বলে 71 রানের ইনিংস 9টি বাউন্ডারি এবং 4টে ওভার বাউন্ডারিতে সাজানো । রাহুল চাহারের বলে বেয়ারস্টোর হাতে ধরা পড়ে নারিনের ইনিংস শেষ না হলে পঞ্জাবের কপালে আরও দঃখ ছিল। একা নারিনে রক্ষা নেই, তার উপর ফিল সল্ট দোসর!
নিলামে পড়ে পাওয়া চোদ্দ আনার মতো করে ইংল্যাণ্ডের উইকেটকিপার ব্যাটারকে নিয়েছিল নাইট ম্যানেজমেন্ট। টুর্নামেন্ট যত গড়াচ্ছে ফিল সল্ট ততই ইউটিলিটি ক্রিকেটার হিসেবে নিজেকে অপরিহার্য করে তুলছেন। আরসিবির বিরুদ্ধে ব্যাট হাতে ভালো পারফরম্যান্স করার পরে শেষ বলে শরীর ছুঁড়ে রান আউট করে জয় ছিনিয়ে নিয়ে এসেছিলেন। শুক্রবার সন্ধ্যায় সুনীল নারিনের ঝোড়ো ব্যাটিংয়ের পাশে 37 বলে 75 রানের ঝোড়ো ইনিংস সল্টের, যা সাজানো 9টি বাউণ্ডারি চারটে বিশাল ছক্কায়। দুই ওপেনারের সৌজন্যে কেকেআর মাত্র 62 বলে 138 রান তোলে, যা যে কোনও বড় ম্যাচের শক্ত ভিত। তাই কেকেআর তার ওপর রানের অট্টালিকা গড়বে তা আর আশ্চর্য কি! এর পাশাপাশি নাইট ওপেনারদের কাজ সহজ করে দেয় পঞ্জাব ফিল্ডারদের চারটে ক্যাচ মিস। ক্রিকেটে বলা হয় ক্যাচ মিস মানেই ম্যাচ মিস। কুড়ি ওভারে ক্যাচ মিস মানে আত্মহত্যার সামিল।
আরও পড়ুন: