ETV Bharat / sports

সাংহাইয়ে ভারতের জয়জয়কার, তিরন্দাজি বিশ্বকাপে সোনার হ্যাটট্রিক - Archery World Cup Stage 1

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 27, 2024, 9:57 AM IST

Updated : Apr 27, 2024, 11:27 AM IST

Archery World Cup 2024
Archery World Cup 2024

Archery World Cup 2024: সাংহাইয়ে দেশের মুখ উজ্জ্বল করলেন দেশের ছেলে ও মেয়েরা ৷ আর্চারি বিশ্বকাপের স্টেজ-ওয়ানে সোনা জয় ভারতের ছেলে ও মেয়েদের কম্পাউন্ড টিম ৷ একদিকে অভিষেক, প্রথমেশ এবং প্রিয়াংশের ত্রয়ী ফাইনালে সেরা পারফরম্যান্স দিয়ে সেরা পদক ভারতের ঝুলিতে যেমন এনে দিয়েছেন তেমনই সেই তালিকায় নাম তুলেছেন মেয়েরাও ৷ জ্যোতি, অদিতি, পরণীতরাও প্রতিপক্ষকে মাত দিয়ে সোনা ছিনিয়ে নিয়েছেন ৷ সেইসঙ্গে মিক্সড ইভেন্ট থেকেও স্বর্ণপদক এসেছে ৷

সাংহাই, 27 এপ্রিল: গতবছর হ্যাংঝাউ এশিয়ান গেমসে 6টি সোনা পেয়েছিলেন ভারত ৷ সেখানে পুরুষ, মহিলা ও দলগত ইভেন্টে তিরন্দাজরা দারুণ পারফরম্যান্স দেখিয়েছিলেন ৷ তাতে যাঁরা দেশের ঝুলিতে পদক এনে দিয়েছিলেন তাঁরা ফের একবার তিরন্দাজি বিশ্বকাপে সোনা জিতলেন ৷ শনিবার সকালে চিনের সাংহাইয়ে অনুষ্ঠিত হওয়া তিরন্দাজি বিশ্বকাপ 2024- এ সেরাটা দিয়ে পুরুষ ও মহিলা কম্পাউন্ড সোনা জিতল এই টুর্নামেন্টে ৷ এর পাশাপাশি অভিষেক ভার্মা এবং জ্যোতি সুরেখা ভেন্নামের কম্পাউন্ড মিক্সড দল এস্তোনিয়াকে 158-157 পরাজিত করে সাংহাইতে তৃতীয় সোনা জিতেছেন ৷

মহিলা দলে ছিলেন ভারতের তিন তিরন্দাজ, জ্যোতি সুরেখা ভেন্নাম, অদিতি স্বামী ও পরণীত কৌর। অন্যদিকে, পুরুষ দলে ছিলেন অভিষেক ভার্মা, প্রিয়াংশ, প্রথমেশ ফুগে ৷ খেলা শুরুর পর থেকেই অসম্ভব দৃঢ়তা দেখা যায় ভারতের তিরন্দাজদের মধ্যে। তাতেই শেষ হাসি হাসেন তাঁরা ৷

এদিন জ্যোতি সুরেখা ভেন্নাম, অদিতি স্বামী এবং পরণীত কৌর মহিলাদের কম্পাউন্ড টিম ইভেন্টে ইতালিকে 236-225 ব্যবধানে পরাজিত করে ৷ সিজন-ওপেনিং গ্লোবাল শোপিসে সোনা জিতে তাঁদের খাতা খুলতে মাত্র 4 পয়েন্ট কমেছে। অন্যদিকে, অভিষেক ভার্মা, প্রিয়াংশ এবং প্রথমেশ ফুগের ত্রয়ী দল নেদারল্যান্ডসের মাইক শ্লোসার, সিল প্যাটার এবং স্টেফ উইলেমসকে 238-231-এ পরাজিত করেছে ৷ এতে তাঁদের মাত্র 2 পয়েন্ট কমেছে ৷ গতবছর এশিয়াডে তিরন্দাজি থেকে ভারতের ঝুলিতে সোনা এসেছে 6টি। সেই তালিকায় নাম ছিল এই অভিষেক ভার্মা জ্যোতি সুরেখা ভেন্নম ও পরণীত কৌরের ৷

উল্লেখ্য, তিরন্দাজিতে বিশ্ব রেকর্ড গড়ে চারিদিকে হইহই ফেলে দিয়েছিল 16 বছরের অ্যাথলিট অদিতি গোপীচন্দ। অনূর্ধ্ব-18 স্তরের তিরন্দাজিতে রেকর্ড গড়ে সে। কলোম্বিয়ায় তিরন্দাজির বিশ্বকাপে যোগ্যতা অর্জন পর্বে 720-র মধ্যে 711 পয়েন্ট পায় অদিতি। সে সমাপ্ত হয়ে যাওয়া 2023 হ্যাংঝাউ এশিয়াডে ব্যক্তিগত, দতগত ও কম্পাউন্ড বিভাগে দেশকে সোনা এনে দেন ৷

আরও পড়ুন:

  1. '107 পদক...শ্রেষ্ঠত্বকে নতুন মাত্রা দিয়েছেন ক্রীড়াবিদরা', উচ্ছ্বসিত মাস্টার-ব্লাস্টার
  2. 107টি পদক নিয়ে এশিয়াডে চারে শেষ করল ভারত, 'ঐতিহাসিক কৃতিত্ব' বললেন মোদি
  3. এশিয়াডে শত পদকের ছটায় ফিরে দেখা ভারতীয় ক্রীড়া জগতের অতীতের সোনালি কিছু মুহূর্ত
Last Updated :Apr 27, 2024, 11:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.