পশ্চিমবঙ্গ

west bengal

Rachin Ravindra: কিউই অল-রাউন্ডার রাচিনের নামের অনুপ্রেরণা দুই ভারতীয় কিংবদন্তি

By

Published : Nov 25, 2021, 8:13 PM IST

New Zealand All Rounder Rachin Ravindra

নিউজিল্যান্ডের হয়ে কানপুর টেস্টে অভিষেক হওয়া রাচিন রবীন্দ্রর নামের পিছনে রয়েছে ভারতের প্রাক্তন দুই ক্রিকেটার রাহুল দ্রাবিড় এবং সচিন তেন্ডুলকরের ভূমিকা (Rachin Ravindras Name Inspires by Rahul Dravid and Sachin Tendulkar) ৷ তাঁদের নাম থেকে অনুপ্রাণিত হয়ে ভারতীয় বংশোদ্ভুত ক্রিকেটারের নাম রাখা হয়েছিল রাচিন (Kanpur Test) ৷

কানপুর, 25 নভেম্বর : কানপুরে ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের হয়ে টেস্টে অভিষেক করলেন ভারতীয় বংশোদ্ভুত রাচিন রবীন্দ্র (India vs New Zealand) ৷ তবে, বাইশ বছর বয়সি এই তরুণ ক্রিকেটারের রাচিন নামের পিছনেও রয়েছে একটা কাহিনী রয়েছে ৷ ভারতের দুই প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড়ের নাম থেকে অনুপ্রাণিত হয়ে তাঁর এই নাম রাখা হয়েছে (Rachin Ravindras Name Inspires by Rahul Dravid and Sachin Tendulkar) ৷

অর্থাৎ, ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের নামের প্রথম অংশ ‘রা’ এবং সচিন তেন্ডুলকরের শেষ অংশ ‘চিন’ ৷ এই দু’টি অংশকে জুড়ে রাচিন নামকরণ করা হয়েছে ভারতীয় বংশোদ্ভুত এই কিউই ক্রিকেটারের ৷ রাচিন রবীন্দ্র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ড দলের সদস্য ছিলেন ৷ কিন্তু, সেই টেস্টে প্রথম একাদশে সুযোগ পাননি ৷ ভারতের বিরুদ্ধে কানপুর টেস্টে অভিষেক হল (Kanpur Test) ৷ বাঁ-হাতি এই অর্থডক্স স্পিনার ভারতের বিরুদ্ধে 7 ওভার বল করে একটা মেডেন ওভার-সহ 28 রান দিয়েছেন (New Zealand All-Rounder Rachin Ravindra) ৷

আরও পড়ুন : IND vs NZ Kanpur Test : অভিষেকেই দুরন্ত, শ্রেয়সের সামনে সৌরভকে ছোঁয়ার হাতছানি

22 বছরের এই ক্রিকেটার পূর্বতন দীপক প্যাটেল, ইশ সোধি, জীতেন প্যাটেল, জীত রাভাল, আজাজ প্যাটেলদের মতোই ভারতীয় বংশোদ্ভুত হিসেবে নিউজিল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেট খেললেন ৷ প্রসঙ্গত, 2016 সালে অনুর্ধ্ব-19 বিশ্বকাপে নিউজিল্যান্ড দলের সদস্য ছিলেন রাচিন রবীন্দ্র ৷ যে বিশ্বকাপ থেকে ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর এবং ঈশান কিষাণরা উঠে এসেছিলেন ৷ তবে, রাচিন রবীন্দ্রকে টেস্ট দলে জায়গা পেতে 5 বছর অপেক্ষা করতে হল ৷

ABOUT THE AUTHOR

...view details