পশ্চিমবঙ্গ

west bengal

World Bank Loan to WB : মমতার সামাজিক প্রকল্পকে স্বীকৃতি, হাজার কোটির ঋণ মঞ্জুর বিশ্ব ব্যাঙ্কের

By

Published : Jan 22, 2022, 6:21 PM IST

পশ্চিমবঙ্গের সামাজিক প্রকল্পে সাহায্য বিশ্ব ব্যাঙ্কের, মঞ্জুর হাজার কোটির ঋণ (World Bank approves thousand crores loan for West Bengal) ৷

World Bank Loan
মমতার সামাজিক প্রকল্পকে স্বীকৃতি

কলকাতা, 22 জানুয়ারি: সামাজিক সুরক্ষা প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য 1 হাজার কোটি টাকার ঋণ মঞ্জুর করল বিশ্ব ব্যাঙ্ক (World Bank approves thousand crores loan for West Bengal)। গত 19 জানুয়ারি ওয়াশিংটন থেকে বিশ্ব ব্যাঙ্কের তরফে এই ঘোষণা করেন প্রতিষ্ঠানটির টাস্ক টিমের তিন সদস্য শ্রায়না ভট্টাচার্য, কাইসার এম খান এবং অম্বরীষ শাহী । বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্ব ব্যাঙ্ক ৷

বিজ্ঞপ্তিটিতে বিশ্ব ব্যাঙ্কের তরফে ভারতের কান্ট্রি ডিরেক্টর হুনিয়াদ আহমেদ জানিয়েছেন, পশ্চিমবঙ্গে শহুরে জনসংখ্যা এবং শহুরে দরিদ্র মানুষের সংখ্যা ক্রমবর্ধমান, তাই ছোট ছোট, খণ্ডিত এবং প্রকল্পভিত্তিক সামাজিক সুরক্ষা স্কিমের বদলে একটি সামগ্রিক সামাজিক সুরক্ষার ব্যবস্থা শুরু করা দরকার । এই ঋণ প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের, দরিদ্র নাগরিকদের সামাজিক সুরক্ষা পরিষেবা দেওয়ার ক্ষমতাকে শক্তিশালী করবে ৷ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “ওয়েস্ট বেঙ্গল বিল্ডিং স্টেট ক্যাপাবিলিটি ফর ইনক্লুসিভ সোশ্যাল প্রোটেকশন” নামক এই প্রকল্পটি পরবর্তী চার বছরে সামাজিক সহায়তা প্রদান ও দারিদ্র দূরিকরণে রাজ্যের ক্ষমতাকে শক্তিশালী করতে সহায়ক হবে ৷

আরও পড়ুন :দু‘বার ফোনেও সমস্যা তিমিরেই, আধিকারিকদের ভূমিকায় রেগে কাঁই ফিরহাদের মেয়র পদ ছাড়ার হুমকি

কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডারের মতো একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বর্তমানে রাজ্যে চলছে ৷ মনে করা হচ্ছে রাজ্যের এই প্রকল্পগুলিকে স্বীকৃতি দিয়েই রাজ্যের সামাজিক উন্নয়নমূলক প্রকল্পগুলির স্বার্থে সাহায্যের হাত বাড়াল বিশ্ব ব্যাঙ্ক ৷

ABOUT THE AUTHOR

...view details