পশ্চিমবঙ্গ

west bengal

Roma Jhawar Abduction Case: মুক্তিপণের ভাগাভাগি নিয়ে খুন, রোমা ঝাওয়ার অপহরণে দোষী গুঞ্জন-সহ 4

By

Published : Sep 9, 2021, 5:08 PM IST

রোমা ঝাওয়ার অপহরণ কাণ্ডে (Roma Jhawar Abduction Case) গুঞ্জন ঘোষ (Gunjan Ghosh)-সহ 4 জনকে দোষী সাব্যস্ত করল আলিপুর আদালত ৷ মুক্তিপণের ভাগ-বাটোয়ারা নিয়ে গন্ডগোলের জেরে অরবিন্দ প্রসাদকে খুন করার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে ৷

roma jhawar abduction case: 4 accused including Gunjan Ghosh found guilty in murder by Alipore Court
মুক্তিপণের ভাগাভাগি নিয়ে খুন, রোমা ঝাওয়ার অপহরণে দোষী গুঞ্জন-সহ 4

কলকাতা, 9 সেপ্টেম্বর: রোমা ঝাওয়ার অপহরণের মামলায় (Roma Jhawar Abduction Case) গুঞ্জন ঘোষকে (Gunjan Ghosh) অপরাধী সাব্যস্ত করল আলিপুর আদালত (Alipore Court)। রোমা ঝাওয়ার অপহরণের টাকার বখরা নিয়ে ঝামেলায় সঙ্গী অরবিন্দ প্রসাদকে খুনের দায়ে গুঞ্জন ঘোষকে দোষী সাব্যস্ত করেছে আদালত । অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ মহম্মদ কামালউদ্দিন গুঞ্জন ছাড়াও দীনেশ যাদব, মুকেশ সিং ও মুন্না সিংহকে ভারতীয় দণ্ডবিধির 302 ও 201 ধারায় এবং বেআইনি অস্ত্র আইনে অপরাধী সাব্যস্ত করেছেন । আগামী সোমবার আদালত এদের সাজা ঘোষণা করবে ।

আরও পড়ুন:BJP: 4 মাস পর দেহ পেল পরিবার, অভিজিৎ সরকারকে শেষশ্রদ্ধা বিজেপির

2004 সালে মুক্তিপণ আদায়ের ছক করে সল্টলেক থেকে রোমা ঝাওয়ারকে অপহরণ করা হয় । রোমা ঝাওয়ার ব্যবসায়ী পরিবারের মেয়ে । কুড়ি লক্ষ টাকা মুক্তিপণ দেওয়া হলে তাঁকে ছেড়ে দেওয়া হয় । সেই টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে পরবর্তী সময়ে খুন হয়ে যায় অরবিন্দ প্রসাদ নামে এক যুবক । তাঁকে গুলি করে খুন করে বাইপাস সংলগ্ন সায়েন্স সিটির কাছে ফেলে দেওয়া হয় । সেই ঘটনায় গুঞ্জন-সহ আরও তিনজনকে অভিযুক্ত করা হয়েছিল ।

আরও পড়ুন:Primary Teacher Recruitment : নিয়োগে দুর্নীতি! 15 হাজার প্রাথমিক শিক্ষকের নামের তালিকা তলব হাইকোর্টের

2005 সালেই পুলিশ তদন্ত শেষ করে আলিপুর আদালতে এই মামলার চার্জশিট পেশ করে । অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছিল । মামলায় 28 জন সাক্ষীর বয়ান গ্রহণ করা হয় । এ দিকে, দীর্ঘদিন ধরে চলা এই মামলায় সাক্ষ্য গ্রহণ শেষের পথেই মারা যান তদন্তকারী অফিসার । ডিএসপি পদমর্যাদার ওই অফিসারের নাম আবদুর রশিদ । গত বছর মারা যান তিনি । পাশাপাশি বেশ কয়েকজন বিচারক অন্যত্র বদলি হয়ে যাওয়ায় নানা কারণে এই মামলার রায়দান আটকে ছিল ।

আরও পড়ুন :Calcutta High Court : গাফিলতি, দক্ষিণ দিনাজপুর প্রাথমিক শিক্ষা সংসদের দুই আধিকারিকের বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের

ABOUT THE AUTHOR

...view details