ETV Bharat / technology

এসি চালিয়েও ঠান্ডা হচ্ছে না গাড়ি ! এই সব উপায়ে মিলবে চটজলদি সমাধান - car AC performance

author img

By ETV Bharat Bangla Team

Published : May 29, 2024, 4:00 PM IST

Updated : May 30, 2024, 3:20 PM IST

Car AC performance: ক্রমশ বাড়ছে গরম! তাপ প্রবাহের পরিস্থিতি চলছে দেশের একাধিক রাজ্যে ৷ গরমে গাড়ির এসিও যেন কাজ করছে না ৷ এসি চালিয়েও গাড়ি যেন ঠান্ডাই হচ্ছে না ! মেনে চলুন গাড়িতে এসি চালানোর 10টি নিয়ম ৷ নিমেষে ঠান্ডা হবে গাড়ি ৷

car AC performance
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

হায়দরাবাদ, 28 মে: বেশ কয়েক বছর ধরেই ক্রমশ বাড়ছে গরম! চলতি বছরেই 45 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে গিয়েছে তাপমাত্রা ৷ সেই সঙ্গে তাপ প্রবাহের পরিস্থিতি চলছে দেশের একাধিক রাজ্যে ৷ কাজের জন্য বাইরে যেতে হয় ৷ যদিও গরম থেকে বাঁচতে অনেকে এসি বা শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি ব্যবহার করেন ৷ তাতেও মিলছে না স্বস্তি ৷ দেখা যাচ্ছে দীর্ঘক্ষণ গাড়ির মধ্যে এসি চালিয়েও পর্যাপ্ত ঠান্ডা হচ্ছে না ৷ অথচ, সমস্তকিছু পরীক্ষার পরও এসিতে কোনও সমস্যা খুঁজে পাওয়া যাচ্ছে না ! এই পরিস্থিতি সকলেই এসি সার্ভিসিংয়ের কথা ভাবেন ৷ কিন্তু এই সমস্যা এসি-র সমস্যা নয় ৷ সঠিকভাবে ব্যবহার করলে একটি নির্দিষ্ট মাত্রাতে চালালেই ঠান্ডা হবে গাড়ি ৷ রইল কয়েকটি টিপস...

গাড়িতে থাকা গরম হাওয়া বের করে দেওয়া প্রয়োজন: দীর্ঘক্ষণ গাড়ি চললে ভিতরের হাওয়া গরম হয়ে যায় ৷ বিশেষত, যখন বাইরের তাপমাত্রা 40-45 ডিগ্রি থাকে ৷ এই পরিস্থিতিতে এসি চালালেও গাড়ি ঠান্ডা হয় না ৷ এসির উপর অকারণে চাপ পড়ে ৷ এই পরিস্থিতি প্রথমে জানালার কাচ খুলে থেকে ভিতরের গরম হাওয়া বের করে দিতে হবে ৷ জানালা খোলার সঙ্গে সঙ্গে এসির পাখা চালিয়ে ভিতরের গরম হাওয়া বের করে দিতে পারেন ৷ ভিতরে গরম হাওয়া বেরিয়ে গেলে তার পর এসি চালাতে পারেন ৷ এর পর এসি চালালে দ্রুত ঠান্ডা হবে গাড়ি ৷

খোলা জায়গায় গাড়ি না রাখাই ভালো: প্রচন্ড তাপমাত্রায় গাড়ি খোলা জায়গায় না রাখাই ভালো ৷ সরাসরি সূর্যের আলোয় গাড়ি রাখলে ভিতরের তাপমাত্রা অত্যন্ত বেশি হয়ে যায় ৷ এই পিরিস্থিতি যাতে না-হয়, সরাসরি সূর্যের আলোয় গাড়ি না রাখাই ভালো ৷ কোনও গাছের ছায়া বা শেডের নীচে গাড়ি রাখলে সেটি খুব বেশি গরম হবে না ৷ ফলে এসি চালালেই দ্রুত ঠান্ডা হয়ে যাবে ৷ এসির কার্যক্ষমতাও বাড়িয়ে দেবে ৷ তাই প্রচন্ড গরম বা তাপমাত্রা বেশি হলে গাড়ি সবসময় গাছের ছায়ায় বা কোনও শেডের নীচে রাখাই ভালো ৷

সার্কুলেশন মোড: গরমের মধ্যে গাডির এসি-র সুইচ অন করার সঙ্গে সঙ্গে সেটি সার্কুলেশন মোডে করে দিন ৷ লক্ষ্য রাখবেন বাইরের হাওয়া যাতে কোনও ভাবেই গাড়ির মধ্যে না ঢুকতে পারে ৷ তাহলেই তাড়াতাডি ঠান্ডা হবে আপনার গাড়ি ৷

অটো স্টার্ট এবং স্টপ ফাংশন বন্ধ করে দিন: আপনার গাড়িতে যদি অটো স্টার্ট এবং স্টপ ফাংশন থাকে, তবে সেটি বন্ধ করে দিন ৷ ফলে গাড়িতে থাকা কমপ্রেসারটি বন্ধ হয়ে যাবে ৷ সারাক্ষণ কমপ্রেসার চললে গাড়ির ভিতরের তাপমাত্রা বাড়তে থাকে ৷ ফলে এসি চালালেও তা ঠিক ভাবে ঠান্ডা হয় না ৷ তার উপর জ্বালানি খরচও হয় বেশি ৷ তাই অটো স্টার্ট এবং স্টপ ফাংশন বন্ধ রাখলে এসি যেমন তুলনামূলক ভালো কাজ করবে, সেই রকমই জ্বালানির খরচও কম হবে ৷

অটো মোডে ব্যবহার করুন এসি: আধুনিক গাড়িগুলির প্রতিটির এসিতে থাকে অটো মোড ৷ এই ফাংশনটা ব্যবহার করলে তাপমাত্রা অনুযায়ী এসি কাজ করবে ৷ ফলে দ্রুত ঠান্ডা হবে আপনার গাড়ি ৷ সেই জ্বালানি খরচও কম হবে ৷

এসি কনডেনসার পরিষ্কার রাখতে হবে : গাড়ির এসি-র কনডেনসার পরিষ্কার রাখতে হবে সব সময় ৷ তাতে এসি দ্রুত ঠান্ডা হবে ৷ কনডেনসার ধুলো জমলে তা ঠান্ডা বাতাস ছাড়াতে পারে না ৷ তাই কন্ডেন্সরের প্রতি নজর রাখতে হবে ৷ নির্দিষ্ট সময় অন্তর সেটি পরিষ্কার করতে হবে ৷

গাড়ি সার্ভিসিং: নির্দিষ্ট সময় অন্তর গাড়ি সার্ভিসিং অত্যন্ত জরুরি ৷ বিশেষত গরমকালের জন্য এটি মেনে চলা দরকার ৷

জানলা বন্ধ রাখা: গাড়ির এসি চালানোর সঙ্গে সঙ্গে জানালা বন্ধ করে দেওয়া দরকার ৷ যাতে বাইরের হাওয়া ভিতরে ঢুকতে না পারে ৷

গাড়ির ফিল্টার পরিষ্কার রাখা: এই গরমে এসি ঠান্ডা রাখার জন্য নিয়মিত ফিল্টার পরিষ্কার করতে হবে ৷ এসির ফিল্টার বন্ধ হয়ে গেলে ঠান্ডা হাওয়ার প্রবাহ কমে যায় ৷

কতটা তাপমাত্রায় রাখবেন গাড়ির এসি: একটি নির্দিষ্ট মাত্রায় গাড়ির এসি সেট করে রাখুন ৷ বিইই (ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি অনুয়ায়ী) 24 ডিগ্রি তাপমাত্রায় সেট কর রাখুন ৷ এতে এসির উপর চাপ কম পড়বে ৷

হায়দরাবাদ, 28 মে: বেশ কয়েক বছর ধরেই ক্রমশ বাড়ছে গরম! চলতি বছরেই 45 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে গিয়েছে তাপমাত্রা ৷ সেই সঙ্গে তাপ প্রবাহের পরিস্থিতি চলছে দেশের একাধিক রাজ্যে ৷ কাজের জন্য বাইরে যেতে হয় ৷ যদিও গরম থেকে বাঁচতে অনেকে এসি বা শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি ব্যবহার করেন ৷ তাতেও মিলছে না স্বস্তি ৷ দেখা যাচ্ছে দীর্ঘক্ষণ গাড়ির মধ্যে এসি চালিয়েও পর্যাপ্ত ঠান্ডা হচ্ছে না ৷ অথচ, সমস্তকিছু পরীক্ষার পরও এসিতে কোনও সমস্যা খুঁজে পাওয়া যাচ্ছে না ! এই পরিস্থিতি সকলেই এসি সার্ভিসিংয়ের কথা ভাবেন ৷ কিন্তু এই সমস্যা এসি-র সমস্যা নয় ৷ সঠিকভাবে ব্যবহার করলে একটি নির্দিষ্ট মাত্রাতে চালালেই ঠান্ডা হবে গাড়ি ৷ রইল কয়েকটি টিপস...

গাড়িতে থাকা গরম হাওয়া বের করে দেওয়া প্রয়োজন: দীর্ঘক্ষণ গাড়ি চললে ভিতরের হাওয়া গরম হয়ে যায় ৷ বিশেষত, যখন বাইরের তাপমাত্রা 40-45 ডিগ্রি থাকে ৷ এই পরিস্থিতিতে এসি চালালেও গাড়ি ঠান্ডা হয় না ৷ এসির উপর অকারণে চাপ পড়ে ৷ এই পরিস্থিতি প্রথমে জানালার কাচ খুলে থেকে ভিতরের গরম হাওয়া বের করে দিতে হবে ৷ জানালা খোলার সঙ্গে সঙ্গে এসির পাখা চালিয়ে ভিতরের গরম হাওয়া বের করে দিতে পারেন ৷ ভিতরে গরম হাওয়া বেরিয়ে গেলে তার পর এসি চালাতে পারেন ৷ এর পর এসি চালালে দ্রুত ঠান্ডা হবে গাড়ি ৷

খোলা জায়গায় গাড়ি না রাখাই ভালো: প্রচন্ড তাপমাত্রায় গাড়ি খোলা জায়গায় না রাখাই ভালো ৷ সরাসরি সূর্যের আলোয় গাড়ি রাখলে ভিতরের তাপমাত্রা অত্যন্ত বেশি হয়ে যায় ৷ এই পিরিস্থিতি যাতে না-হয়, সরাসরি সূর্যের আলোয় গাড়ি না রাখাই ভালো ৷ কোনও গাছের ছায়া বা শেডের নীচে গাড়ি রাখলে সেটি খুব বেশি গরম হবে না ৷ ফলে এসি চালালেই দ্রুত ঠান্ডা হয়ে যাবে ৷ এসির কার্যক্ষমতাও বাড়িয়ে দেবে ৷ তাই প্রচন্ড গরম বা তাপমাত্রা বেশি হলে গাড়ি সবসময় গাছের ছায়ায় বা কোনও শেডের নীচে রাখাই ভালো ৷

সার্কুলেশন মোড: গরমের মধ্যে গাডির এসি-র সুইচ অন করার সঙ্গে সঙ্গে সেটি সার্কুলেশন মোডে করে দিন ৷ লক্ষ্য রাখবেন বাইরের হাওয়া যাতে কোনও ভাবেই গাড়ির মধ্যে না ঢুকতে পারে ৷ তাহলেই তাড়াতাডি ঠান্ডা হবে আপনার গাড়ি ৷

অটো স্টার্ট এবং স্টপ ফাংশন বন্ধ করে দিন: আপনার গাড়িতে যদি অটো স্টার্ট এবং স্টপ ফাংশন থাকে, তবে সেটি বন্ধ করে দিন ৷ ফলে গাড়িতে থাকা কমপ্রেসারটি বন্ধ হয়ে যাবে ৷ সারাক্ষণ কমপ্রেসার চললে গাড়ির ভিতরের তাপমাত্রা বাড়তে থাকে ৷ ফলে এসি চালালেও তা ঠিক ভাবে ঠান্ডা হয় না ৷ তার উপর জ্বালানি খরচও হয় বেশি ৷ তাই অটো স্টার্ট এবং স্টপ ফাংশন বন্ধ রাখলে এসি যেমন তুলনামূলক ভালো কাজ করবে, সেই রকমই জ্বালানির খরচও কম হবে ৷

অটো মোডে ব্যবহার করুন এসি: আধুনিক গাড়িগুলির প্রতিটির এসিতে থাকে অটো মোড ৷ এই ফাংশনটা ব্যবহার করলে তাপমাত্রা অনুযায়ী এসি কাজ করবে ৷ ফলে দ্রুত ঠান্ডা হবে আপনার গাড়ি ৷ সেই জ্বালানি খরচও কম হবে ৷

এসি কনডেনসার পরিষ্কার রাখতে হবে : গাড়ির এসি-র কনডেনসার পরিষ্কার রাখতে হবে সব সময় ৷ তাতে এসি দ্রুত ঠান্ডা হবে ৷ কনডেনসার ধুলো জমলে তা ঠান্ডা বাতাস ছাড়াতে পারে না ৷ তাই কন্ডেন্সরের প্রতি নজর রাখতে হবে ৷ নির্দিষ্ট সময় অন্তর সেটি পরিষ্কার করতে হবে ৷

গাড়ি সার্ভিসিং: নির্দিষ্ট সময় অন্তর গাড়ি সার্ভিসিং অত্যন্ত জরুরি ৷ বিশেষত গরমকালের জন্য এটি মেনে চলা দরকার ৷

জানলা বন্ধ রাখা: গাড়ির এসি চালানোর সঙ্গে সঙ্গে জানালা বন্ধ করে দেওয়া দরকার ৷ যাতে বাইরের হাওয়া ভিতরে ঢুকতে না পারে ৷

গাড়ির ফিল্টার পরিষ্কার রাখা: এই গরমে এসি ঠান্ডা রাখার জন্য নিয়মিত ফিল্টার পরিষ্কার করতে হবে ৷ এসির ফিল্টার বন্ধ হয়ে গেলে ঠান্ডা হাওয়ার প্রবাহ কমে যায় ৷

কতটা তাপমাত্রায় রাখবেন গাড়ির এসি: একটি নির্দিষ্ট মাত্রায় গাড়ির এসি সেট করে রাখুন ৷ বিইই (ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি অনুয়ায়ী) 24 ডিগ্রি তাপমাত্রায় সেট কর রাখুন ৷ এতে এসির উপর চাপ কম পড়বে ৷

Last Updated : May 30, 2024, 3:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.