ETV Bharat / state

ভোট নিয়ে ব্য়স্ত! কয়লা পাচার কাণ্ডে সিবিআই হাজিরা এড়ালেন শওকত মোল্লাকে - Coal Smuggling Case

author img

By ETV Bharat Bangla Team

Published : May 29, 2024, 4:10 PM IST

Coal Smuggling Case: কয়লা পাচার কাণ্ডের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য শওকত মোল্লাকে তলব করে সিবিআই ৷ আগামী 1 জুন শেষ দফায় রাজ্যের 9টি লোকসভায় ভোট ৷ তাই তাঁর পক্ষে যাওয়া সম্ভব নয় বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানিয়েছেন তিনি ৷

Coal Smuggling Case
কয়লা পাচার কাণ্ডে শওকত মোল্লাকে তলব (ইটিভি ভারত)

কলকাতা, 29 মে: নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় নিজাম প্যালেসে হাজিরা দিতে পারবেন না তৃণমূল বিধায়ক শওকত মোল্লা ৷ ক্যানিং পূর্বের বিধায়ককে কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার তলব করেছিল সিবিআই ৷ এদিন শওকত মোল্লাকে নিজাম প্যালেসে একাধিক কাগজপত্র সমেত আসতে বলা হয়েছিল ৷ সিবিআই সূত্রে খবর, শওকত মোল্লাকে সাক্ষ্য হিসেবে ডেকে পাঠানো হয়েছে ৷ এদিকে তৃণমূল নেতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সাফ জানিয়ে দিয়েছেন, তিনি নির্বাচনের কাজে ব্যস্ত ৷ তাই হাজিরা দেওয়া সম্ভব নয় ৷ এক্ষেত্রে শওকত মোল্লাকে ফের সময় দেওয়া হবে কি না, সেই ব্যাপারে এখনও নিশ্চিত করতে পারেননি তদন্তকারীরা ৷ আগামী 1 জুন রাজ্যের 9টি লোকসভায় ভোট ৷

এর আগেও শওকত মোল্লাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই ৷ রাজ্যে কয়লা পাচার কাণ্ডের তদন্তে নেমে সিবিআই-এর গোয়েন্দারা একাধিক তথ্য প্রমাণ জোগাড় করে জানতে পেরেছেন যে ক্যানিংয়ের পূর্বের বিধায়ক শওকত মোল্লার দক্ষিণ 24 পরগনায় একাধিক ইটভাটা রয়েছে ৷ এই ইটভাটায় জ্বালানোর জন্য প্রচুর পরিমাণে কয়লা ব্যবহার হয় ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বেআইনিভাবে পাচার হয়ে যাওয়া কয়লা নিজের ইটভাটায় জ্বালানি হিসেবে কাজে লাগাতেন শওকত ৷

এর আগে শওকত মোল্লার একাধিক ব্যবসার নথিপত্র নিয়ে তাঁকে ঘণ্টাখানেক ধরে জিজ্ঞাসাবাদ করেছিলেন সিবিআই-এর তদন্তকারী আধিকারিকরা ৷ তবে নিজাম প্যালেস সূত্রের খবর, এই ঘটনার তদন্তে নেমে এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ জোগাড় করে একাধিক প্রশ্নের উত্তর এখনও অধরাই ৷

সেই অজানা প্রশ্নের উত্তর জানার জন্য শওকত মোল্লাকে নোটিশ পাঠিয়ে বুধবার সন্ধ্যার মধ্যে দেখা করতে বলা হয়েছিল ৷ ইতিমধ্যে কয়লা পাচার কাণ্ডে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিবিআই ৷ পাশাপাশি কয়লা পাচার কাণ্ডে রাজ্য পুলিশের এক আইপিএস এবং আইএএস আধিকারিক-ও আতসকাচের তলায় রয়েছে ৷ তাঁদের একাধিকবার তলব করেছে সিবিআই ৷ মূলত রাজ্য পুলিশের এডিজি পদমর্যাদার একাধিক আধিকারিক যখন আসানসোল-রানিগঞ্জ আইনশৃঙ্খলার দায়িত্বে ছিলেন, সেই সময় জাতীয় এবং রাজ্য সড়ক হয়ে ঘুরপথে কয়লা পাচার হয়েছে ৷ ফলে কয়লা পাচার মামলায় রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ কেন তদন্তে নামেনি, সেই প্রশ্ন উঠেছে ৷

কলকাতা, 29 মে: নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় নিজাম প্যালেসে হাজিরা দিতে পারবেন না তৃণমূল বিধায়ক শওকত মোল্লা ৷ ক্যানিং পূর্বের বিধায়ককে কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার তলব করেছিল সিবিআই ৷ এদিন শওকত মোল্লাকে নিজাম প্যালেসে একাধিক কাগজপত্র সমেত আসতে বলা হয়েছিল ৷ সিবিআই সূত্রে খবর, শওকত মোল্লাকে সাক্ষ্য হিসেবে ডেকে পাঠানো হয়েছে ৷ এদিকে তৃণমূল নেতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সাফ জানিয়ে দিয়েছেন, তিনি নির্বাচনের কাজে ব্যস্ত ৷ তাই হাজিরা দেওয়া সম্ভব নয় ৷ এক্ষেত্রে শওকত মোল্লাকে ফের সময় দেওয়া হবে কি না, সেই ব্যাপারে এখনও নিশ্চিত করতে পারেননি তদন্তকারীরা ৷ আগামী 1 জুন রাজ্যের 9টি লোকসভায় ভোট ৷

এর আগেও শওকত মোল্লাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই ৷ রাজ্যে কয়লা পাচার কাণ্ডের তদন্তে নেমে সিবিআই-এর গোয়েন্দারা একাধিক তথ্য প্রমাণ জোগাড় করে জানতে পেরেছেন যে ক্যানিংয়ের পূর্বের বিধায়ক শওকত মোল্লার দক্ষিণ 24 পরগনায় একাধিক ইটভাটা রয়েছে ৷ এই ইটভাটায় জ্বালানোর জন্য প্রচুর পরিমাণে কয়লা ব্যবহার হয় ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বেআইনিভাবে পাচার হয়ে যাওয়া কয়লা নিজের ইটভাটায় জ্বালানি হিসেবে কাজে লাগাতেন শওকত ৷

এর আগে শওকত মোল্লার একাধিক ব্যবসার নথিপত্র নিয়ে তাঁকে ঘণ্টাখানেক ধরে জিজ্ঞাসাবাদ করেছিলেন সিবিআই-এর তদন্তকারী আধিকারিকরা ৷ তবে নিজাম প্যালেস সূত্রের খবর, এই ঘটনার তদন্তে নেমে এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ জোগাড় করে একাধিক প্রশ্নের উত্তর এখনও অধরাই ৷

সেই অজানা প্রশ্নের উত্তর জানার জন্য শওকত মোল্লাকে নোটিশ পাঠিয়ে বুধবার সন্ধ্যার মধ্যে দেখা করতে বলা হয়েছিল ৷ ইতিমধ্যে কয়লা পাচার কাণ্ডে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিবিআই ৷ পাশাপাশি কয়লা পাচার কাণ্ডে রাজ্য পুলিশের এক আইপিএস এবং আইএএস আধিকারিক-ও আতসকাচের তলায় রয়েছে ৷ তাঁদের একাধিকবার তলব করেছে সিবিআই ৷ মূলত রাজ্য পুলিশের এডিজি পদমর্যাদার একাধিক আধিকারিক যখন আসানসোল-রানিগঞ্জ আইনশৃঙ্খলার দায়িত্বে ছিলেন, সেই সময় জাতীয় এবং রাজ্য সড়ক হয়ে ঘুরপথে কয়লা পাচার হয়েছে ৷ ফলে কয়লা পাচার মামলায় রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ কেন তদন্তে নামেনি, সেই প্রশ্ন উঠেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.