ETV Bharat / state

সকালে আত্মসমর্পণ, বেলা গড়াতেই লালাকে জামিন দিল সিবিআই কোর্ট - Coal Smuggling Case

author img

By ETV Bharat Bangla Team

Published : May 14, 2024, 10:13 AM IST

Updated : May 14, 2024, 11:12 AM IST

Coal Smuggling Case: সুপ্রিম কোর্টের রক্ষাকবচ নিয়ে গ্রেফতার এড়িয়ে গিয়েছিলেন ৷ তবে মঙ্গলবার সাত সকালে আসানসোল সিবিআই কোর্টে আত্মসমর্পণ করলেন বেআইনি কয়লা পাচারকাণ্ডের কিংপিন অনুপ মাজি ওরফে লালা ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে হেফাজতে নিতে পারে ৷

Coal Smuggling Case
কয়লা পাচারকাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাজি (ইটিভি ভারত)

আসানসোল, 14 মে: লোকসভা ভোটের পরদিনই চমক আসানসোলে । বেআইনি কয়লা পাচারকাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা আত্মসমর্পণ করলেন আসানসোল সিবিআই কোর্টে । মঙ্গলবার একেবারে সাত সকালে আসানসোল সিবিআই কোর্টে চলে আসেন তিনি । পরে জানা যায়, বেআইনি কয়লা পাচারকাণ্ডে তিনি আত্মসমর্পণ করেছেন । সিবিআই আজকেই তাঁকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিতে পারে ।

2020 সালের নভেম্বর মাসে বেআইনি কয়লা পাচার নিয়ে প্রথমবার এফআইআর করেছিল সিবিআই । তারপর থেকেই কয়লাকাণ্ডে বহুবার বিভিন্ন জনকে সিবিআই গ্রেফতার করেছে । কিন্তু সুপ্রিম কোর্টের রক্ষাকবচ নিয়ে গ্রেফতার এড়িয়ে এতদিন বাইরে ছিলেন বেআইনি কয়লা পাচারকাণ্ডের কিংপিন অনুপ মাজি ওরফে লালা ৷ কয়লা পাচারকাণ্ডে অন্য আরেক অভিযুক্ত বিনয় মিশ্র আজও পলাতক । তবে এই মামলায় গ্রেফতার হয়েছিল বিনয়ের ভাই বিকাশ । বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন তিনি ।

অন্যদিকে তদন্তে নেমে কয়লা পাচারকাণ্ডে ইসিএলের 8 জন প্রাক্তন ও বর্তমান আধিকারিককেও গ্রেফতার করেছিল সিবিআই । তাঁরাও বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন । লালার সঙ্গী হিসেবে জয়দেব মণ্ডল, নীরদ মণ্ডল, গুরুপদ মাজি ও নারায়ণ নন্দাকে গ্রেফতার করেছিল সিবিআই । বর্তমানে তাঁরা জামিনে মুক্ত রয়েছেন । এঁদের প্রত্যেকের নামেই সিবিআই চার্জশিট দিয়েছে । আসানসোল সিবিআই আদালতে মোট 41 জনের নামে চার্জশিটে জমা করেছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । এই চার্জশিটে নাম রয়েছে অনুপ মাজি ওরফে লালা, বিকাশ মিশ্র, 8 জন ইসিএল অফিসার যারা জেলে আছে, 2 জন পলাতক বিনয় মিশ্র ও রত্নেশ ভার্মা, কয়লা মাফিয়া জয়দেব মণ্ডল, নারায়ণ নন্দা, নীরদ মণ্ডল ও গুরুপদ মাঝি, 10 জন বিভিন্ন কোম্পানি ডিরেক্টর এবং 15 জন কয়লা কারবারে যুক্ত ব্যক্তি ।

যদিও কয়লাকাণ্ডে এতজন গ্রেফতার হলেও মূল অভিযুক্ত লালাকে কেন গ্রেফতার করা হচ্ছিল না তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছিল । সুপ্রিম কোর্টের রক্ষাকবচে লালা এতদিন মুক্ত ছিলেন । মঙ্গলবার ভোটের পরের দিনই সাত সকালে চমক দিয়ে আসানসোল সিবিআই কোর্টে আত্মসমর্পণ করলেন কয়লাকাণ্ডের মূল কিংপিন অনুপ মাজি । এখন দেখার সিবিআই তাঁকে হেফাজতে নেয় কি না ।

আরও পড়ুন:

  1. কয়লাপাচার চক্রে রাজ্যের এক ডজন জায়গায় তল্লাশি সিবিআইয়ের, আটক লালা ঘনিষ্ঠ অবসরপ্রাপ্ত কনস্টেবল!
  2. লালার সঙ্গে লেনদেনের একচুল প্রমাণ করতে পারেনি সিবিআই, জামিন পেয়ে দাবি বিকাশ মিশ্রের
  3. কয়লা পাচার মামলায় ফের অনুপ মাজি ওরফে লালাকে তলব সিবিআইয়ের
Last Updated :May 14, 2024, 11:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.