Calcutta High Court : গাফিলতি, দক্ষিণ দিনাজপুর প্রাথমিক শিক্ষা সংসদের দুই আধিকারিকের বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের

author img

By

Published : Sep 8, 2021, 9:10 AM IST

দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ও স্কুল পরিদর্শক এর বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের

হেনস্থা এবং কর্তব্যে গাফিলতির অভিযোগে প্রাথমিক শিক্ষা সংসদের দুই আধিকারিকের বেতন বন্ধের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ এক শিক্ষকের প্রভিডেন্ড ফান্ডের কাগজপত্র আটকে রাখার অভিযোগে দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ও জেলা স্কুল পরিদর্শকের বেতন বন্ধের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷

কলকাতা, 8 সেপ্টেম্বর : এক শিক্ষকের প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত কাগজপত্র আটকে রেখে তাঁকে বছরের পর বছর হেনস্থা করা হচ্ছে ৷ কাজে গাফিলতির অভিযোগে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের দুই আধিকারিকের বেতন বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন । আগামী 13 সেপ্টেম্বর মামলার ফের শুনানি হবে ৷

দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ও জেলা স্কুল পরিদর্শকের বিরুদ্ধে এক শিক্ষককে হেনস্থার অভিযোগ উঠেছে ৷ শিক্ষক ধ্রুবজ্যোতি সরকার দক্ষিণ দিনাজপুর জেলা থেকে উত্তর 24 পরগনায় বদলি হয়েছেন 2008 সালে । তারপরও এতদিন দক্ষিণ দিনাজপুরেই প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত কাগজপত্র আটকে রয়েছে ৷ এতদিনেও সেখান থেকে কাগজপত্র স্থানান্তর করার যথাযথ পদক্ষেপ করা হয়নি ৷ তাই অভিযোগ জানিয়ে ধ্রুবজ্যোতি সরকার হাইকোর্টে মামলা করেন ৷ দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ও জেলা স্কুল পরিদর্শকের বিরুদ্ধে কর্তব্য গাফিলতির অভিযোগও উঠেছে ৷ সেই মামলাতেই হাইকোর্টের বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই দুই আধিকারিকের বেতন বন্ধের নির্দেশ দেন ৷ পাশাপাশি ক্ষুব্ধ বিচারপতি জানান, শিক্ষকদের এই ধরনের হেনস্থা করা বন্ধ করতে হবে ৷

বিচারপতি ওই দুই কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন । আদালতে তাঁরা যে রিপোর্ট দিয়েছেন সেখানে জানান, মামলাকারী শিক্ষক যে কাগজপত্র দিয়েছেন সেখানে তাঁর প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত কাগজপত্র অসম্পূর্ণ রয়েছে ৷ সঠিক পদ্ধতিতে তিনি আবেদন করেননি । কিন্তু মামলাকারী ধ্রুবজ্যোতি সরকারের আইনজীবীর বক্তব্য, এই বিষয়টি তাঁদের জানানোই হয়নি । মামলাটি আগামী 13 সেপ্টেম্বর ফের রাখা হয়েছে শুনানির জন্য ।

আরও পড়ুন : School Service Commission: স্কুল সার্ভিস কমিশনের উপর কোনও ভরসা নেই, ক্ষোভে মামলা থেকে সরলেন বিচারপতি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.