পশ্চিমবঙ্গ

west bengal

Firhad Hakim On Netaji Birth Anniversary : মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই গড়ে উঠবে নেতাজির স্বপ্নের ভারত, দাবি ফিরহাদের

By

Published : Jan 23, 2022, 5:13 PM IST

Updated : Jan 23, 2022, 5:36 PM IST

এই বাংলা থেকেই নেতাজির স্বপ্ন সফল করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার দিল্লি যেতে হবে (Firhad Hakim says Mamata Banerjee will make the India which Subhash Bose dreamed of)। নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষ্যে কলকাতা পৌরনিগমের একটি অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷

Firhad Hakim On Netaji Birth Anniversary
মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই গড়ে উঠবে নেতাজির স্বপ্নের ভারত, বললেন ফিরহাদ

কলকাতা, 23 জানুয়ারি : সুভাষচন্দ্র বসু দিল্লি যাওয়ার ডাক দিলেও তাঁর আজাদ হিন্দ বাহিনীকে আটকেছিলেন দামোদর সাভারকর। পাশাপাশি নেতাজির বিরুদ্ধাচরণ করে ব্রিটিশ আর্মিকে শক্তিশালী করার প্রয়াস নিয়েছিলেন তিনি। তাই এই বাংলা থেকেই নেতাজির স্বপ্ন সফল করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার দিল্লি যেতে হবে (Firhad Hakim says Mamata Banerjee will make the India which Subhash Bose dreamed of)। নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষ্যে কলকাতা পৌরনিগমের একটি অনুষ্ঠানে এমনটাই জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷

কলকাতা কর্পোরেশনের সঙ্গে নেতাজি ওতপ্রোতভাবে জড়িয়ে। প্রথমে কলকাতা পুরসভার এক্সিকিউটিভ অফিসার, পরবর্তীতে অল্ডারম্যান এবং শেষে কলকাতা কর্পোরেশনের মেয়র পদে আসীন হয়েছিলেন সুভাষ বসু। তাঁর উদ্যোগেই পুর ভবনে তৈরি হয়েছিল ক্যান্টিন। এখনও পর্যন্ত মেয়র গেটের সামনে নেতাজির ব্যবহৃত চেয়ার, টেবিল-সহ একটি মূর্তি সংরক্ষিত করা রয়েছে।

এদিন অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করে ফিরহাদ হাকিম ঘুরে দেখেন সেই সংরক্ষিত টেবিল-চেয়ার। এরপর নেতাজির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বর্তমান মেয়র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর কমিশনার বিনোদ কুমার, ছিলেন কলকাতা পৌরনিগমের সচিব হরিহরপ্রসাদ মণ্ডল এবং অন্যান্য আধিকারিকেরা। ফিরহাদ হাকিম বলেন, "যাঁরা কলকাতা কর্পোরেশনের সঙ্গে জড়িত তাদের কাছে এটা তীর্থস্থান। কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু তাঁর জীবনের অনেকটা সময় এই কলকাতা কর্পোরেশনে অতিবাহিত করেছিলেন। আমরা যারা গান্ধীবাদ, সুভাষবাদ জিন্দাবাদ বলে বড় হয়েছি, তারা নেতাজি মানেই দেশপ্রেম বুঝি। ধর্মনিরপেক্ষতা ও ঐক্যের সামঞ্জস্য রেখে সারা জীবন তিনি কাজ করেছেন। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই তিনি ডাক দিয়েছিলেন দিল্লি চলো।’’

মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই গড়ে উঠবে নেতাজির স্বপ্নের ভারত, দাবি ফিরহাদের

আরও পড়ুন : Planning Commission in Bengal: বাংলায় হবে যোজনা কমিশন, নেতাজির জন্মদিনে কেন্দ্রকে বিঁধলেন মমতা

মেয়রের অভিযোগ, নেতাজিকে যেতে দেওয়া হয়নি। ষড়যন্ত্র করেছিলেন সাভারকার ৷ আজাদ হিন্দ ফৌজের বিরোধিতা করে ব্রিটিশ আর্মিদের শক্তিশালী করেছিলেন তিনি। ফিরহাদ বলেন, ‘‘এই বাংলা থেকেই নেতাজির স্বপ্ন সফল করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লি যেতে হবে। ভেদাভেদ থাকবে না, জাতিবিদ্বেষ থাকবে না, ভাষাবিদ্বেষ থাকবে না, আমাদের পরিচয় হবে আমরা ভারতবাসী। এমনই একটি দেশ গড়ার ভাবনা ছিল নেতাজির ৷ সেই ভারত গড়ার লক্ষ্যে বাংলাকে আরও একবার আহ্বান জানাবে দেশ।"

Last Updated :Jan 23, 2022, 5:36 PM IST

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details