পশ্চিমবঙ্গ

west bengal

Shashi Tharoor: নির্বাচনী ইস্তাহারে ভারতের ত্রুটিপূর্ণ মানচিত্র, নিঃশর্ত ক্ষমা চাইলেন শশী

By

Published : Sep 30, 2022, 7:42 PM IST

'নিঃশর্ত ক্ষমা প্রার্থনা' (Apologise Unconditionally) করলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি নির্বাচনের (Congress President Election) অন্যতম প্রার্থী শশী থারুর (Shashi Tharoor) ৷ তাঁর নির্বাচনী ইস্তাহারে (Poll Manifesto) ভারতের ত্রুটিপূর্ণ মানচিত্র (Controversy over wrong Map of India) ছাপার জন্য ক্ষমা চেয়েছেন তিনি ৷
Shashi Tharoor Apologise Unconditionally for Controversy over wrong Map of India in his Poll Manifesto
Shashi Tharoor: নির্বাচনী ইস্তাহারে ভারতের ত্রুটিপূর্ণ মানচিত্র, নিঃশর্ত ক্ষমা চাইলেন শশী

নয়াদিল্লি, 30 সেপ্টেম্বর: কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি পদের জন্য নির্বাচনে (Congress President Election) লড়ছেন দলের প্রবীণ নেতা শশী থারুর (Shashi Tharoor) ৷ শুক্রবার তিনি তাঁর নির্বাচনী ইস্তাহার (Poll Manifesto) প্রকাশ্যে আসতেই শুরু নয়া বিতর্ক ৷ কারণ, ইস্তাহারে ভারতের যে মানচিত্র আঁকা হয়েছে, তাতে জম্মু-কাশ্মীর এবং লাদাখের একাংশ উধাও হয়ে গিয়েছিল (Controversy over wrong Map of India) ! এই খুঁত নজরে আসরে নামে বিজেপি ৷ তাদের একের পর এক কটাক্ষের জবাব দেয় কংগ্রেসও ৷ যদিও সূত্রের দাবি, ইতিমধ্য়েই এই ঘটনার জন্য 'নিঃশর্ত ক্ষমা প্রার্থনা' (Apologise Unconditionally) করেছেন শশী ৷ পরবর্তীতে এই 'গুরুতর ত্রুটি' শুধরেও নেওয়া হয়েছে ৷

বিষয়টি নিয়ে টুইটারে ঝড় তুলেছেন গেরুয়া শিবিরে নেতা থেকে শুরু করে বিজেপি-এর অনুগামী ও সমর্থকরা ৷ টুইট করেছেন বিজেপি-এর আইটি সেলের প্রধান অমিত মালব্য ৷ পালটা জবাব দিয়েছেন জয়রাম রমেশ ৷ তাঁর বক্তব্য, কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) দেখে ভয় পেয়েছে বিজেপি ৷ সেই কারণেই শশী থারুরের নির্বাচনী ইস্তাহারের গুরুতর ত্রুটিকে হাতিয়ার করে রাহুল গান্ধি ও কংগ্রেসকে আক্রমণ করা হচ্ছে ৷ একইসঙ্গে, 'শশী থারুরের নির্বাচনী ইস্তাহারের গুরুতর ত্রুটি' থেকে দূরত্ব বজায় রাখতেও ভোলেননি জয়রাম ৷ তিনি জানিয়েছেন, কেন এই ঘটনা ঘটল, তার উত্তর একমাত্র শশী থারুর এবং তাঁর 'টিম'-এর সদস্যরাই দিতে পারবেন !

আরও পড়ুন:কংগ্রেস সভাপতি নির্বাচনে নতুন প্রার্থী হতে পারেন মল্লিকার্জুন, সরে দাঁড়ালেন দিগ্বিজয়

প্রসঙ্গত, কংগ্রেসের সভাপতি নির্বাচন নিয়ে ইতিমধ্য়েই অনেক জলঘোলা হয়েছে ৷ আগামী 17 অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হবে ৷ ওয়াকিবহাল মহলের বক্তব্য, এই ভোটে শশীর প্রধান প্রতিপক্ষ হলেন দলের অন্যতম প্রবীণ এবং প্রথম সারির নেতা তথা রাজ্যসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) ৷ সূত্রের দাবি, খাড়গের সঙ্গে গান্ধি পরিবারের সমর্থন রয়েছে ৷ যা তাঁকে অনেকটাই শক্ত ভিত দেবে ৷ এছাড়াও, নির্বাচনের এই দৌড়ে সামিল হচ্ছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রী কে এন ত্রিপাঠী ৷ এই ভোটের ফল ঘোষণা হবে আগামী 19 অক্টোবর ৷

প্রসঙ্গত, গত 20 বছরে এই প্রথম গান্ধি পরিবারের বাইরের কোনও নেতার হাতে কংগ্রেসের নেতৃত্ব যেতে চলেছে ৷ ওয়াকিবহাল মহলের ব্যাখ্য়া, কংগ্রেসে গান্ধি পরিবারের একাধিপত্য কায়েম থাকাতেই বারবার বিরোধীরা, বিশেষ করে বিজেপি পরিবারতন্ত্র নিয়ে সরব হয়েছে ৷ বিরোধীদের সেই অস্ত্র ভোঁতা করতেই সভাপতি নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন রাহুল গান্ধি ৷ দূরত্ব বজায় রেখেছেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরাও ৷

ABOUT THE AUTHOR

...view details