পশ্চিমবঙ্গ

west bengal

Woman with Four Children Found Dead: মর্মান্তিক ঘটনা রাজস্থানে ! চার সন্তান-সহ মায়ের দেহ উদ্ধার

By

Published : Jun 4, 2023, 2:14 PM IST

ETV Bharat

শিউরে ওঠার মতো ঘটনা ঘটেছে রাজস্থানের বারমারে ৷ সেখানে মায়ের ঝুলন্ত দেহ মিলেছে বাড়ির ভিতর থেকে ৷ এর সঙ্গে তার চার সন্তানকে পাওয়া গিয়েছে একটি শস্য রাখার ড্রামের মধ্যে থেকে ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ।

বারমার (রাজস্থান), 4 জুন: মৃত মা ও তাঁর চার সন্তান ৷ পুলিশ তাঁদের দেহ উদ্ধার করেছে ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের বারমারে ৷ রবিবার পুলিশ জানিয়েছে, শনিবার বিকেলে তারা ওই পাঁচজনের দেহ উদ্ধার করে ৷ মান্ডালি থানা এলাকায় বানিয়াওয়াস গ্রামে একটি বাড়ি থেকে মা ও তাঁর চার সন্তানের দেহ বের করে নিয়ে আসে পুলিশ ৷ কীভাবে তাঁদের মৃত্যু হল তা নিয়ে এখনও স্পষ্ট করে পুলিশের তরফে কোনও তথ্য দেওয়া হয়নি।

স্থানীয় থানার এক পুলিশ আধিকারিক বলেন, "আমরা মহিলার দেহটি বাড়ির মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই ৷ চারটি সন্তানের দেহ একটি ড্রামের মধ্যে ছিল ৷ সাধারণত ওই ড্রামে শস্য মজুত করে রাখা হয় ৷" খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ৷ মৃতদেহগুলি উদ্ধার করা হয় ৷ স্থানীয় একটি সরকারি হাসপাতালের মর্গে দেহগুলি আপাতত রাখা আছে ৷

মৃত ওই মহিলার নাম উর্মিলা মেঘওয়াল (27) ৷ তাঁর চারটি সন্তানের মধ্যে সবচেয়ে বড় 8 বছর বয়সি ভাবনা ৷ আর সবচেয়ে ছোটো মণীষার বয়স ছিল মাত্র 2 বছর ৷ এর পাশাপাশি 5 বছর বয়সি বিক্রম ও 3 বছরের বিমলার দেহ উদ্ধার করেছে পুলিশ ৷ তদন্তকারী জানিয়েছে, প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ ওই মহিলা আত্মহত্যা করেছেন ৷ আর চারটি শিশুরই দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ৷

পুলিশ আধিকারিক কমলেশ গেহলট জানিয়েছেন, ফরেন্সিকের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে ৷ তিনি বলেন, "আমরা খুব ভালো ভাবে ঘটনার তদন্ত করছি । ঘটনা সংক্রান্ত সব তথ্য জোগাড় করছি ৷ ওই মহিলার আত্মীয়দের খবর দেওয়া হয়েছে ৷" তিনি জানান, মৃত মহিলার স্বামীর নাম জেঠা রাম ৷ তিনি স্থানীয় খনি অঞ্চলে কাজ করেন ৷ এই ঘটনাটি ঘটার সময় তিনি বাড়িতে ছিলেন না ৷

আরও পড়ুন: নাবালিকাকে বিক্রির অভিযোগ, জয়পুরে উদ্ধার কোচবিহারের মেয়ে

মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে ৷ তবে ওই মহিলা সত্যি আত্মহত্যা করেছেন কি না সে বিষয়ে নিশ্চিত নয় পুলিশ ৷ এমনকী চারটি সন্তানকে ড্রামের মধ্যে মা রেখেছিলেন নাকি অন্য কেউ তাদের ওখানে রেখেছিল তা নিয়েও সংশয় আছে । কেনই বা তাদের ড্রামের মধ্যে ঢুকিয়ে রাখা হল সেটাও বোঝার চেষ্টা করছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details