ETV Bharat / bharat

ভোট দিয়ে বুথেই প্রাণ গেল বৃদ্ধের - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 26, 2024, 6:44 PM IST

Elderly man dies: রাজস্থানের ভিলওয়ারায় ভোট দিয়ে বুথেই প্রাণ গেল এক বৃদ্ধের ৷ তাঁর বয়স আশি বছর ৷ তাঁর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT

ভিলওয়ারা (রাজস্থান), 26 এপ্রিল: লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট দিতে গিয়ে মৃত্যু হল এক বৃদ্ধের ৷ শুক্রবার রাজস্থানের ভিলওয়ারায় এই ঘটনা ঘটে ৷ ভোট দেওয়ার পর ভোটকেন্দ্রেই তিনি জ্ঞান হারান ৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

জানা গিয়েছে, নিহতের নাম ছগান বাগেলা । তাঁর বয়স হয়েছিল আশি বছর ৷ তিনি তাঁর ভোটাধিকার প্রয়োগ করতে আজ সকালে ভিলওয়ারার পুর শহরের শহরতলি ছিপার 7 নম্বর নোহরা ভোটকেন্দ্রে যান । বুথে ঢোকার আগে ভোটের লম্বা লাইনে দাঁড়িয়েছিলেন তিনি । এরপর বুথে ঢুকে ভোটও দেন ৷ ভোট দেওয়ার পর বুথের বাইরে যাওয়ার সময় ভোটকেন্দ্র প্রাঙ্গণেই আচমকা অজ্ঞান হয়ে যান তিনি । বুথে কর্তব্যরত নিরাপত্তা কর্মীরা সঙ্গে সঙ্গে তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় ৷ তবে শেষরক্ষা হয়নি ৷ চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । এরপর পুলিশ বৃদ্ধের মৃতদেহটি হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।

স্থানীয় থানার এক আধিকারিক জানিয়েছেন, মৃত্যুর কারণ এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি । তিনি বলেন, "ভোটকেন্দ্র থেকে বের হওয়ার পর তিনি মাটিতে লুটিয়ে পড়েন । অজ্ঞান অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু দুর্ভাগ্যবশত পথেই তাঁর মৃত্যু হয় । ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই তাঁর মৃত্যুর কারণ জানা যাবে ।"

রাজ্যের 13টি লোকসভা আসন এবং একটি বিধানসভা আসনে আজ সকাল 7টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে । এই পর্বে প্রায় 2.8 কোটি ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন ৷

আরও পড়ুন:

  1. ইভিএমে বিজেপি প্রার্থীর ছবি বড়! উত্তরপ্রদেশে আমরোহাতে ভোট দিলেন বোলার শামি
  2. 'ভোট-ই হল আপনার কণ্ঠস্বর', সাতটি ভাষায় সাধারণকে অধিকার প্রয়োগের ডাক মোদির
  3. শুক্রে 88 ভোট আসনে, লড়াইয়ে রাহুল-হেমা-ওম-সুকান্ত

ভিলওয়ারা (রাজস্থান), 26 এপ্রিল: লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট দিতে গিয়ে মৃত্যু হল এক বৃদ্ধের ৷ শুক্রবার রাজস্থানের ভিলওয়ারায় এই ঘটনা ঘটে ৷ ভোট দেওয়ার পর ভোটকেন্দ্রেই তিনি জ্ঞান হারান ৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

জানা গিয়েছে, নিহতের নাম ছগান বাগেলা । তাঁর বয়স হয়েছিল আশি বছর ৷ তিনি তাঁর ভোটাধিকার প্রয়োগ করতে আজ সকালে ভিলওয়ারার পুর শহরের শহরতলি ছিপার 7 নম্বর নোহরা ভোটকেন্দ্রে যান । বুথে ঢোকার আগে ভোটের লম্বা লাইনে দাঁড়িয়েছিলেন তিনি । এরপর বুথে ঢুকে ভোটও দেন ৷ ভোট দেওয়ার পর বুথের বাইরে যাওয়ার সময় ভোটকেন্দ্র প্রাঙ্গণেই আচমকা অজ্ঞান হয়ে যান তিনি । বুথে কর্তব্যরত নিরাপত্তা কর্মীরা সঙ্গে সঙ্গে তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় ৷ তবে শেষরক্ষা হয়নি ৷ চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । এরপর পুলিশ বৃদ্ধের মৃতদেহটি হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।

স্থানীয় থানার এক আধিকারিক জানিয়েছেন, মৃত্যুর কারণ এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি । তিনি বলেন, "ভোটকেন্দ্র থেকে বের হওয়ার পর তিনি মাটিতে লুটিয়ে পড়েন । অজ্ঞান অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু দুর্ভাগ্যবশত পথেই তাঁর মৃত্যু হয় । ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই তাঁর মৃত্যুর কারণ জানা যাবে ।"

রাজ্যের 13টি লোকসভা আসন এবং একটি বিধানসভা আসনে আজ সকাল 7টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে । এই পর্বে প্রায় 2.8 কোটি ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন ৷

আরও পড়ুন:

  1. ইভিএমে বিজেপি প্রার্থীর ছবি বড়! উত্তরপ্রদেশে আমরোহাতে ভোট দিলেন বোলার শামি
  2. 'ভোট-ই হল আপনার কণ্ঠস্বর', সাতটি ভাষায় সাধারণকে অধিকার প্রয়োগের ডাক মোদির
  3. শুক্রে 88 ভোট আসনে, লড়াইয়ে রাহুল-হেমা-ওম-সুকান্ত
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.