ETV Bharat / bharat

'ভোট-ই হল আপনার কণ্ঠস্বর', সাতটি ভাষায় সাধারণকে অধিকার প্রয়োগের ডাক মোদির - Lok Sabha Election 2024

Narendra Modi: প্রথম দফার লোকসভা নির্বাচন মিটেছে গত শুক্রবার ৷ আজ, শুক্রবার দেশ তথা রাজ্যজুড়ে দ্বিতীয় দফার ভোটগ্রহণ ৷ সেই উপলক্ষে সাধারণ মানুষের কাছে, বিশেষ করে তরুণ ও মহিলা সম্প্রদায়ের ভোটারদের কাছে বেশি সংখ্যক ভোট দেওয়ার আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁরা যেন প্রচুর পরিমাণে ভোট দেন তার জন্য অনুপ্রাণিতও করেন তিনি।

author img

By PTI

Published : Apr 26, 2024, 8:06 AM IST

Updated : Apr 26, 2024, 8:52 AM IST

Narendra Modi
Narendra Modi

নয়াদিল্লি, 26 এপ্রিল: বিশ্বের বৃহত্তম গণতন্ত্র উৎসবের দ্বিতীয় পর্ব। লোকসভা নির্বাচনে দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। 12টি রাজ্য ও একটিমাত্র কেন্দ্রশাসিত অঞ্চলে 88টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ আগে দেশবাসীকে রেকর্ড সংখ্যক ভোটদানের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন বাংলা-সহ সাতটি ভাষায় এক্সে (টুইট) লিখলেন, "ভোটই হল আপনার কণ্ঠস্বর ৷ তাই আজ যে সব আসনে ভোট হচ্ছে সেখানে ভোটদাতাদের রেকর্ড সংখ্যায় অংশগ্রহণের অনুরোধ জানাই ৷"

এই পর্বেই ভোট এরাজ্যের তিন কেন্দ্র দার্জিলিং, বালুরঘাট, রায়গঞ্জে। তিনটি কেন্দ্রই 2019-এ বিজেপির দখলে ছিল। নিজেদের গড় ধরে রাখার লড়াই বিজেপির সামনে। কড়া নিরাপত্তায় মুড়েছে সব ভোটগ্রহণ কেন্দ্র। এদিন বাংলা, হিন্দি, ইংরাজি, কন্নড়, মালয়ালম, মরাঠী ও অসমীয়া-মোট সাতটি ভাষায় এই বিষয়ে পোস্ট করেন নরেন্দ্র মোদি। সেখানে প্রধানমন্ত্রী দাবি করেন, প্রতিটি ভোট ও প্রতিটি শব্দ নির্বাচনগুলিকে প্রভাবিত করে ৷

নরেন্দ্র মোদি এদিন সকালে এক্সে আরও লেখেন, "লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আজ যে সব আসনে ভোট হচ্ছে, সেই সব আসনের প্রত্যেক ভোটদাতাকে রেকর্ড সংখ্যায় অংশগ্রহণের অনুরোধ জানাই। ভোটদানের উচ্চহার আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করে। আমি বিশেষ করে আমাদের তরুণ ও মহিলা ভোটারদের বিপুল সংখ্যায় যোগদানের অনুরোধ করব। ভোটই হল আপনার কণ্ঠস্বর!"

উল্লেখ্য, এদিন বাংলার মালদায় সভা করার কথা রয়েছে নরেন্দ্র মোদির ৷ দলীয় প্রার্থীদের সমর্থনেই সভা করবেন প্রধানমন্ত্রী। বিজেপি সূত্রে খবর, লোকসভা ভোটের প্রচারে বাংলায় প্রায় 15টি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্বাচন ঘোষণার পরে কোচবিহার এবং জলপাইগুড়িতে সভা করেছেন তিনি। বালুরঘাট এবং রায়গঞ্জেও সভা করেছেন। ভোট ঘোষণা হওয়ার পর থেকে এই নিয়ে চতুর্থবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:

  1. দ্বিতীয় দফার ভোটের দিন মালদায় মোদি, দু’লক্ষেরও বেশি ভিড় হবে; দাবি বিজেপির
  2. মোদি-রাহুলের বিরুদ্ধে নালিশ! কংগ্রেস ও বিজেপির জবাব চাইল নির্বাচন কমিশন
  3. ‘জিন্দেগি কে বাদ ভি...’, পিত্রোদার মন্তব্যের বদলা এলআইসির ট্যাগলাইন; কংগ্রেসকে আক্রমণ মোদির

নয়াদিল্লি, 26 এপ্রিল: বিশ্বের বৃহত্তম গণতন্ত্র উৎসবের দ্বিতীয় পর্ব। লোকসভা নির্বাচনে দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। 12টি রাজ্য ও একটিমাত্র কেন্দ্রশাসিত অঞ্চলে 88টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ আগে দেশবাসীকে রেকর্ড সংখ্যক ভোটদানের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন বাংলা-সহ সাতটি ভাষায় এক্সে (টুইট) লিখলেন, "ভোটই হল আপনার কণ্ঠস্বর ৷ তাই আজ যে সব আসনে ভোট হচ্ছে সেখানে ভোটদাতাদের রেকর্ড সংখ্যায় অংশগ্রহণের অনুরোধ জানাই ৷"

এই পর্বেই ভোট এরাজ্যের তিন কেন্দ্র দার্জিলিং, বালুরঘাট, রায়গঞ্জে। তিনটি কেন্দ্রই 2019-এ বিজেপির দখলে ছিল। নিজেদের গড় ধরে রাখার লড়াই বিজেপির সামনে। কড়া নিরাপত্তায় মুড়েছে সব ভোটগ্রহণ কেন্দ্র। এদিন বাংলা, হিন্দি, ইংরাজি, কন্নড়, মালয়ালম, মরাঠী ও অসমীয়া-মোট সাতটি ভাষায় এই বিষয়ে পোস্ট করেন নরেন্দ্র মোদি। সেখানে প্রধানমন্ত্রী দাবি করেন, প্রতিটি ভোট ও প্রতিটি শব্দ নির্বাচনগুলিকে প্রভাবিত করে ৷

নরেন্দ্র মোদি এদিন সকালে এক্সে আরও লেখেন, "লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আজ যে সব আসনে ভোট হচ্ছে, সেই সব আসনের প্রত্যেক ভোটদাতাকে রেকর্ড সংখ্যায় অংশগ্রহণের অনুরোধ জানাই। ভোটদানের উচ্চহার আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করে। আমি বিশেষ করে আমাদের তরুণ ও মহিলা ভোটারদের বিপুল সংখ্যায় যোগদানের অনুরোধ করব। ভোটই হল আপনার কণ্ঠস্বর!"

উল্লেখ্য, এদিন বাংলার মালদায় সভা করার কথা রয়েছে নরেন্দ্র মোদির ৷ দলীয় প্রার্থীদের সমর্থনেই সভা করবেন প্রধানমন্ত্রী। বিজেপি সূত্রে খবর, লোকসভা ভোটের প্রচারে বাংলায় প্রায় 15টি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্বাচন ঘোষণার পরে কোচবিহার এবং জলপাইগুড়িতে সভা করেছেন তিনি। বালুরঘাট এবং রায়গঞ্জেও সভা করেছেন। ভোট ঘোষণা হওয়ার পর থেকে এই নিয়ে চতুর্থবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:

  1. দ্বিতীয় দফার ভোটের দিন মালদায় মোদি, দু’লক্ষেরও বেশি ভিড় হবে; দাবি বিজেপির
  2. মোদি-রাহুলের বিরুদ্ধে নালিশ! কংগ্রেস ও বিজেপির জবাব চাইল নির্বাচন কমিশন
  3. ‘জিন্দেগি কে বাদ ভি...’, পিত্রোদার মন্তব্যের বদলা এলআইসির ট্যাগলাইন; কংগ্রেসকে আক্রমণ মোদির
Last Updated : Apr 26, 2024, 8:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.