ETV Bharat / bharat

মিটল দ্বিতীয় দফার ভোটপর্ব, অপেক্ষা 4 জুনের - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 26, 2024, 6:58 AM IST

Updated : Apr 26, 2024, 7:57 PM IST

Lok Sabha Election 2024
দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন 2024

17:54 April 26

দেশজুড়ে দ্বিতীয় দফার নির্বাচন শেষ হল ৷ ভোট ছিল 13টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 88টি লোকসভা কেন্দ্রে ৷ দেশজুড়ে 1.67 লক্ষ বুথে 15.88 কোটি ভোটার 1 হাজার 202 জন প্রার্থীর মধ্যে থেকে তাঁদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করবেন ৷ এই দফায় প্রার্থীদের মধ্যে 1 হাজার 98 জন পুরুষ, 102 জন মহিলা এবং 2 জন তৃতীয় লিঙ্গের ৷ এর আগে প্রথম দফায় দেশের 17টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হয়েছে ৷ সাত দফায় নির্বাচনের ফলাফল ঘোষণা হবে 4 জুন ৷

বিকেল 5টা পর্যন্ত ভোটের হার

  • পশ্চিমবঙ্গ 71.84 শতাংশ
  • কর্ণাটক- 63.90 শতাংশ
  • ছত্তিশগড়- 72.13 শতাংশ
  • জম্মু-কাশ্মীর-67.22 শতাংশ
  • রাজস্থান- 59.19 শতাংশ
  • মণিপুর- 76.06 শতাংশ
  • কেরল- 67.27 শতাংশ
  • উত্তরপ্রদেশ- 52.74 শতাংশ
  • মহারাষ্ট্র- 53.51 শতাংশ
  • কর্ণাটক- 63.90 শতাংশ
  • মধ্যপ্রদেশ- 54.83 শতাংশ
  • ত্রিপুরা- 77.53 শতাংশ

17:27 April 26

Voters found dead in Voter list deprive of voting in Assam
ভোটার তালিকায় মৃত ব্যক্তিরা ভোট দিতে পারলেন না

ভোটার তালিকায় মৃতরা বুথে পৌঁছে হতভম্ব

  • আজব ঘটনা অসমে ! বুথে ভোট দিতে গিয়েছেন মৃত ব্য়ক্তিরা ৷ শুক্রবার নগাঁও লোকসভা কেন্দ্রের অধীনে রূপাহিহাট বিধানসভায় 30 জন ভোটার তালিকায় মৃত ব্যক্তি ভোট দিতে যান ৷ তাঁরা রূপাহিহাট বিধানসভার অন্তর্গত জুরিয়া বুথে ভোট দিতে গিয়ে দেখেন ভোটার তালিকায় তাঁদের মৃত বলে উল্লেখ করা হয়েছে ৷ স্বভাবতই ভোটাররা স্তম্ভিত হয়ে যান ৷ অনেকে পুলিশের কাছে যান ৷ তবে দু'টি গ্রামের 30 জন ভোটার ভোট দিতে পারেননি ৷

17:00 April 26

ভোট দিয়ে মৃত্যু ভোটারের, বুথের মধ্যেই প্রাণ হারালেন এজেন্ট

  • কেরলের কোঝিকোড়ে একটি এলডিএফ বুথে মৃত্যু হয় এক এজেন্টের ৷ কুচিরা মালিয়েকেল আনিস আহমেদ নামের ওই এজেন্ট বুথের মধ্যেই হঠাৎ জ্ঞান হারান ৷ পরে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা ৷ এছাড়া আলাপ্পুঝা জেলায় মৃত্যু হয়েছে এক ভোটারের ৷ 75 বছর বয়সি সোমারাজন বুথে গিয়ে ভোট দেন ৷ এরপর বাড়ি ফিরবেন বলে একটি অটোরিকশায় উঠতে যাবেন, এমন সময় তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান ৷ তাঁকে সঙ্গে সঙ্গে আলাপ্পুঝা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু তাঁকে বাঁচানো যায়নি ৷
  • অসমে মৃত্যু হয়েছে এক এজেন্টের ৷ তাঁর নাম ফারুক আহমেদ ৷ তিনি এআইইউডিএফের এজেন্ট ছিলেন ৷ অসম-মিজোরাম সীমান্তে হেলাকান্দি জেলায় একটি প্রাথমিক স্কুলে কাজ করার সময় হঠাৎ ফারুক মাটিতে পড়ে যান ৷ সেখানেই তাঁর মৃত্যু হয় ৷ অনুমান, তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল ৷ তার জেরেই এই করুণ পরিণতি ৷

16:34 April 26

Vote Boycott in Maharashtra
জল নেই তাই ভোট বয়কট করেছে মহারাষ্ট্রের একটি গ্রাম

জল নেই, ভোট নেই! কড়া বার্তা দিল গ্রামবাসীরা

  • আজমের লোকসভা কেন্দ্রের অন্তর্গত পুষ্কর বিধানসভায় ভোট বয়কটের ডাক দিয়েছেন গ্রামবাসীরা ৷ গ্রামে দীর্ঘদিন ধরে পানীয় জল নিয়ে সমস্যা রয়েছে ৷ সরকার এর সমাধানে কিছুই করেনি ৷ স্থানীয়রা ইটিভি ভারতকে জানায়, অনেক দিন ধরেই এখানে পানীয় জলের অভাব রয়েছে ৷ সরকারকে জানানোর পরেও কোনও লাভ হয়নি ৷ তাই এভাবে তারা কড়া বার্তা দিতে চায় ৷ ঘটনাচক্রে, পুষ্করের বিধায়ক সুরেশ সিং রাওয়াত স্বয়ং রাজ্যের জলমন্ত্রী ৷ গ্রামবাসীদের অভিযোগ, মন্ত্রীর কাছে বারবার অভিযোগ করলেও তিনি তাতে কান দেননি ৷
  • একই রকম ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের আদিবাসী অধ্যুষিত গ্রাম অমরাবতী-মেলঘাটে ৷ গ্রামে রাস্তা নেই, পানীয় জল নেই ৷ এমনকী এই উন্নয়নের হাওয়ায় বিদ্যুতও পৌঁছয়নি ৷ তাই 2024 সালে ভোট না-দেওয়ার ডাক দিয়েছেন গ্রামবাসীরা ৷ মেলঘাটের অন্তর্গত 4টি গ্রামের বাসিন্দারা ভোট দেবেন না ৷

16:16 April 26

বুথে ক্রিকেটার শামি

  • সপরিবার ভোট দিলেন ক্রিকেট তারকা মহম্মদ শামি ৷ উত্তরপ্রদেশের আমরোহা কেন্দ্রে ভোট দিলেন ভারতীয় বোলার ৷

16:07 April 26

  • বাঘেলের ছবি ছোট-অস্পষ্ট, অভিযোগ ভোটারদের

ছত্তিশগড়ের রাজনন্দগাঁও কেন্দ্রে কংগ্রেস প্রার্থী ভূপেশ বাঘেল ৷ তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীও ৷ শুক্রবার তিনি অভিযোগ পেয়েছেন যে, ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে অন্য রাজনৈতিক দলের নেতাদের ছবির তুলনায় তাঁর ছবিটি খানিক ছোট ৷ এমনকী ছবিটি অস্পষ্টও ৷ অন্য দলের প্রার্থীদের যেমন স্পষ্ট বোঝা যাচ্ছে, বাঘেলের ছবি নাকি ইভিএমে ততটা পরিষ্কার নয় ৷ এনিয়ে সোশাল মিডিয়ায় ভূপেশ বাঘেল লিখলেন, " নির্বাচন কমিশন কতটা পক্ষপাতদুষ্ট নয়, তাদের এই দাবি কতটা সত্যি, তা এ থেকেই বোঝা যায় ৷ এর নেপথ্যে কোনও ষড়যন্ত্র রয়েছে ? তবে এতে ফলের বদল হবে না ৷"

15:55 April 26

বেলা 3টে পর্যন্ত কোথায় কত ভোট

  • মধ্যপ্রদেশ- 46.50 শতাংশ
  • মহারাষ্ট্র- 43.01 শতাংশ
  • মণিপুর- 68.48 শতাংশ
  • রাজস্থান- 50.27 শতাংশ
  • ত্রিপুরা- 68.92 শতাংশ
  • উত্তরপ্রদেশ- 44.13 শতাংশ

15:50 April 26

বেলা 3টে পর্যন্ত কোথায় কত ভোট

  • অসম- 10.32 শতাংশ
  • বিহার- 44.24 শতাংশ
  • ছত্তিশগড়- 63.92 শতাংশ
  • জম্মু-কাশ্মীর- 57.76 শতাংশ
  • কর্ণাটক- 50.93 শতাংশ
  • কেরল- 51.64 শতাংশ

15:32 April 26

বুথে এলেন প্রবীণ অভিনেতা

  • কেরলের এরনাকুলামে ভোট দিলেন অভিনেতা মামুট্টি ৷

15:31 April 26

Tripura Bru community voter
এই প্রথম ভোট দিল ত্রিপুরার ব্রু গোষ্ঠীর মানুষ

ত্রিপুরার ব্রু গোষ্ঠী

  • এই প্রথম ত্রিপুরার ব্রু গোষ্ঠীর ভোটাররা ভোট দিলেন ৷ তাঁরা পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ভোট দিয়েছেন ৷ এই কেন্দ্রটি তফশিলি উপজাতির জন্য সংরক্ষিত ৷

15:21 April 26

ভোট দিলেন আরএলডি-র জয়ন্ত চৌধরী

  • উত্তরপ্রদেশের মথুরার একটি বুথে ভোট দিলেন রাষ্ট্রীয় লোকদলের প্রধান জয়ন্ত চৌধরী ৷ এবছর মরণোত্তর ভারতরত্ন দেওয়া হয়েছে তাঁর দাদু প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধরী চরণ সিংকে ৷ যোগীরাজ্যে জয়ন্ত চৌধরী বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধে ভোট লড়ছে ৷

15:09 April 26

আজ দেশজুড়ে দ্বিতীয় দফার নির্বাচন ৷ 13টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 88টি লোকসভা কেন্দ্রে ভোট ৷ সকাল 7টা থেকে ভোটগ্রহণ পর্ব শুরু হবে ৷ কোথাও বিকেল 5টার সময় ভোটপর্ব মিটলেও, কোথাও আবার সন্ধ্যা 6টা পর্যন্ত ভোটগ্রহণ চলতে পারে ৷ দেশজুড়ে 1.67 লক্ষ বুথে 15.88 কোটি ভোটার 1 হাজার 202 জন প্রার্থীর মধ্যে থেকে তাঁদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করবেন ৷ এই দফায় প্রার্থীদের মধ্যে 1 হাজার 98 জন পুরুষ, 102 জন মহিলা এবং 2 জন তৃতীয় লিঙ্গের ৷ এর আগে প্রথম দফায় দেশের 17টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হয়েছে ৷ সাত দফায় নির্বাচনের ফলাফল ঘোষণা হবে 4 জুন ৷

ভোটার যখন ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন

  • একজন মাত্র ভোটার ৷ আর শুধুমাত্র তাঁর জন্যই মণিপুর আউটারের 42 নম্বর তেংগনৌপাল বিধানসভায় বুথের ব্যবস্থা করা হয় ৷ তিনি মণিপুরের ইন্টারনালি ডিসপ্লেসড পার্সন বা আইডিপি ৷ অর্থাৎ কোনও কারণে তিনি তাঁর ঘরবাড়ি ছেড়ে অন্য কোথাও পালিয়ে গিয়েছেন ৷ তাঁকে ভোটদানের সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন ৷

15:00 April 26

মাইসোরে ভোটাধিকার প্রয়োগ করলেন প্রাক্তন ক্রিকেটার শ্রীনাথ

  • বেঙ্গালুরুর মাইসোরে ভোট দিলেন প্রাক্তন ক্রিকেটার জভগল শ্রীনাথ ৷ ভোটাধিকার প্রয়োগ করে তিনি বলেন, "ভোট দেওয়া আমাদের অধিকার ৷ আমি আনন্দিত ৷ এখনও পর্যন্ত 50 শতাংশের বেশি ভোট পড়েছে ৷ ভোট দেওয়া খুবই গুরুত্বপূর্ণ ৷"

14:24 April 26

রোদ্দুর মাথায় করে ভোট দিলেন 'কেজিএফ' খ্যাত যশ

  • বেঙ্গালুরুর হোসাকেরেহাল্লিতে ভোট দিলেন 'কেজিএফ' খ্যাত অভিনেতা যশ ৷ তিনি বললেন, "সরকারের যা করা উচিত, সরকার সেটা করুক ৷ আর মানুষকেও তার যা প্রয়োজন তা করতে দিক ৷ আমার মনে হয়, নাক গলানোটা কমানো উচিত ৷ তার বদলে উন্নয়নের মতো আরও বহু জিনিস আছে, যা হওয়া দরকার ৷ আমি একজন নাগরিক হিসেবে তাই আশা করি ৷"

14:04 April 26

Newly wed couple casts their vote in Damoh of Madya Pradesh
মধ্যপ্রদেশের দামোহতে ভোট দিতে এলেন নবদম্পতি

দীর্ঘদিনের সমস্যার সমাধান হয়নি, ভোট বয়কট করল গ্রামবাসী

  • জবরদখলের অভিযোগ বারবার প্রশাসনকে জানিয়ে কোনও লাভ হয়নি ৷ তাই ভোট বয়কটের ডাক দিয়েছে মহারাষ্ট্রের একটি গ্রামের বাসিন্দারা ৷ শুক্রবার রাজ্যের 8টি কেন্দ্রে ভোট হচ্ছে ৷ এর মধ্যে পারভানি কেন্দ্রের বালসা খুর্দ গ্রামে ভোট বয়কট করেছেন 1 হাজার 200 ভোটার ৷ জবরদখল এখানে দীর্ঘদিনের সমস্যা ৷ সকাল 7টায় গ্রামে পৌঁছন কালেক্টর তথা রিটার্নিং অফিসার ৷ তিনি গ্রামবাসীদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করেছেন ৷ প্রশাসন জানিয়েছে এই জবরদখল সমস্যার দ্রুত সমাধান হবে ৷ এদিকে গ্রামসূত্রে খবর, প্রশাসন যদি লিখে দেয় যে তারা এর থেকে রেহাই পেতে কাজ করবে, তবেই গ্রামবাসীরা ভোট দেবেন ৷

13:55 April 26

আজ দেশজুড়ে দ্বিতীয় দফার নির্বাচন ৷ 13টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 88টি লোকসভা কেন্দ্রে ভোট ৷ সকাল 7টা থেকে ভোটগ্রহণ পর্ব শুরু হবে ৷ কোথাও বিকেল 5টার সময় ভোটপর্ব মিটলেও, কোথাও আবার সন্ধ্যা 6টা পর্যন্ত ভোটগ্রহণ চলতে পারে ৷ দেশজুড়ে 1.67 লক্ষ বুথে 15.88 কোটি ভোটার 1 হাজার 202 জন প্রার্থীর মধ্যে থেকে তাঁদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করবেন ৷ এই দফায় প্রার্থীদের মধ্যে 1 হাজার 98 জন পুরুষ, 102 জন মহিলা এবং 2 জন তৃতীয় লিঙ্গের ৷ এর আগে প্রথম দফায় দেশের 17টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হয়েছে ৷ সাত দফায় নির্বাচনের ফলাফল ঘোষণা হবে 4 জুন ৷

Sudarsan Pattnaik message to cast vote
পুরীর সমুদ্র সৈকতে বালুশিল্পী সুদর্শন পট্টনায়কের শিল্প

দুপুর 1টা পর্যন্ত 13টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের হার:

  • অসম- 46.31 শতাংশ
  • বিহার- 33.80 শতাংশ
  • ছত্তিশগড়- 53.09 শতাংশ
  • জম্মু-কাশ্মীর- 42.88 শতাংশ
  • কর্ণাটক- 38.23 শতাংশ
  • কেরলে- 39.26 শতাংশ
  • মধ্যপ্রদেশ- 38.96 শতাংশ
  • মহারাষ্ট্র- 31.77 শতাংশ
  • মণিপুর- 54.26 শতাংশ
  • রাজস্থান- 40.39 শতাংশ
  • ত্রিপুরা- 54.47 শতাংশ
  • উত্তরপ্রদেশ- 35.73 শতাংশ
  • পশ্চিমবঙ্গ- 47.29 শতাংশ

13:41 April 26

ভোট দিলেন অভিনেতা রক্ষিত শেট্টি

  • কর্ণাটকের উদুপিতে বিলাসবহুল গাড়িতে ভোট দিতে এলেন অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা রক্ষিত শেট্টি ৷

13:31 April 26

পাহাড়ে ভোট দিলেন সাসপেন্ড হওয়া কংগ্রেস নেতা বিনয় তামাং

  • দার্জিলিংয়ের ডালিতে ভোট দিলেন বিনয় তামাং ৷ সম্প্রতি তিনি দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে সমর্থন করেছেন ৷ তাই তাঁকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছে কংগ্রেস ৷

13:17 April 26

ভোট প্রয়োগে সঙ্গী যখন পোষ্য লঙ্গুর 'বজরং'

  • বিশেষ প্রজাতির বাঁদর লঙ্গুরকে নিয়ে ভোট দিতে এলেন এক ভোটার ৷ ঘটনাটি মহারাষ্ট্রের ৷ ওয়ার্ধার বাসিন্দা বিনোদ তাঁর পোষ্য লঙ্গুর 'বজরং'কে সঙ্গে নিয়ে ভোট দিলেন ৷ এ বিষয়ে বিনোদ বলেন, "ও গত তিন মাস ধরে আমার সঙ্গে রয়েছে ৷ রাস্তার কুকুরেরা ওকে কামড়ে দিয়েছিল ৷ তিনটে সেলাই হয়েছে ৷ এখন ও আর কারও কাছে যায় না ৷ আমার কাছেই থাকে ৷ আমি যেখানে যাই, ও সঙ্গে থাকে ৷ ভোট দেওয়ার সময় ও সঙ্গে ছিল ৷ আমার সন্তানের মতো ৷ ও কাউকে বিরক্ত করে না ৷"

12:38 April 26

সকাল 11টা পর্যন্ত ভোটের হার

  • জম্মু- 26.61 শতাংশ
  • কর্ণাটক- 22.34 শতাংশ
  • মধ্যপ্রদেশ- 28.15 শতাংশ
  • ছত্তিশগড়- 35.47 শতাংশ
  • রাজস্থান- 26.84 শতাংশ

12:21 April 26

ভোটের লাইনে ইসরোর চেয়ারম্যান

  • ইসরোর চেয়ারম্যান ভোট দিতে এলেন কেরলের তিরুঅনন্তপুরম কেন্দ্রে ৷ ভারতের মহাকাশ গবেষণা সংস্থার প্রধান আমনাগরিকের মতোই লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন ৷

11:54 April 26

ভোট দেওয়ার পর মৃত্যু হল প্রৌঢ়ের:

  • ভিলওয়াড়ায় ভোট দেওয়ার পরে মৃত্যু হল প্রৌঢ় ভোটারের ৷ 80 বছর বয়সি ওই ভোটারের নাম ছগন বাগোলা ৷

11:49 April 26

ভোট দিলেন পূর্ণিয়ার পাপ্পু, কর্ণাটকের কুমারাস্বামী

  • কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী ভোট দিলেন রামনাগরা বুথে ৷ এবারের নির্বাচনে তিনি কর্ণাটকের মান্ড্যা লোকসভা থেকে জেডিএস প্রার্থী ৷ তাঁর সঙ্গে ভোট দিতে এসেছিলেন তাঁর ছেলে নিখিল কুমারাস্বামী ৷

11:22 April 26

  • বিহারের পূর্ণিয়ায় ভোট দিলেন নির্দল প্রার্থী পাপ্পু যাদব ৷

11:19 April 26

  • বিহারের পূর্ণিয়া কেন্দ্রের বিথা গ্রামে ভোট দিলেন আরজেডি প্রার্থী বিমা ভারতী ৷ এই কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন পাপ্পু যাদব ৷ তাঁকে এবার টিকিট দেয়নি কংগ্রেস ৷ তাই তিনি নির্দল প্রার্থী হয়েই লড়ছেন ৷

11:01 April 26

বেলা বাড়তেই বুথে বুথে তারকা ভোটারদের ভিড়

  • আজ বিহারের পাঁচটি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে ৷ এর মধ্যে অন্যতম কাটিহার ৷ এখানে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে দায়বদ্ধ প্রশাসন ৷ তাই ঘোড়ার পিঠে সওয়ার হয়ে এলাকায় টহল দিচ্ছেন নিরাপত্তাবাহিনীর কর্মীরা ৷

10:54 April 26

  • তিরুঅনন্তপুরমে ভোট দিলেন প্রবীণ কংগ্রেস নেতা একে অ্যান্টনি ৷ তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ৷ এবার তাঁর ছেলে অনিল অ্যান্টনি বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাথানামথিত্তা কেন্দ্র থেকে ৷

10:45 April 26

  • কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া চামারাজানগরের হুণ্ডি গ্রামে ভোট দিলেন ৷

10:34 April 26

  • লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন কংগ্রেস প্রার্থী শশী থারুর ৷ বুথ থেকে বেরিয়ে তিনি বলেন, "এই নির্বাচনটা আমার থেকেও দেশের ভবিষ্যতের জন্য অনেক বেশি জরুরি ৷ এটা দিল্লিতে সরকার পরিবর্তনের জন্য ৷ আমরা এখানে এসেছি গণতন্ত্রকে ফিরিয়ে আনতে, দেশের বৈচিত্র্য, বহুত্ববাদে বিশ্বাস ফিরিয়ে আনতে চাই ৷ বামপন্থীরাও দাবি করছে যে, তারা বিজেপির বিরুদ্ধে ৷ কিন্তু তারা কখনও এখানে বিজেপির বিরোধিতা করে একটা শব্দও বলেনি ৷" উল্লেখ্য, কেরলে 'ইন্ডিয়া' জোটের সদস্য কংগ্রেস ও বামদলগুলি একে অপরের বিরুদ্ধে প্রার্থী দাঁড় করিয়েছে ৷

10:28 April 26

  • শুক্রবার সকালে দার্জিলিংয়ে ভোট দিলেন দেশের প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা ৷

10:24 April 26

Anil Kumble casts his vote in Bengaluru
স্ত্রীকে নিয়ে ভোট দিলেন প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে

সস্ত্রীক ভোটাধিকার প্রয়োগ করলেন প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে ৷

10:15 April 26

  • ভোট দিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া ৷

10:06 April 26

সকাল 9টা পর্যন্ত কোন রাজ্যে কত ভোট

  • কোঝিকোড়ে ভোট দিলেন কেরল বিজেপির রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন ৷ এবার ভারতীয় জনতা পার্টি তাঁকে কেরলের ওয়ানাড় লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে ৷ তাঁর বিরুদ্ধে রয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি এবং সিপিআই-এর অ্যানি রাজা ৷ 2019 সালের লোকসভা নির্বাচনে রাহুল ওয়ানাড় কেন্দ্র থেকে রেকর্ড ভোটে জয়ী হয়েছিলেন ৷

10:00 April 26

Om Birla casts his vote
লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ভোট দিলেন
  • অসমের 5টি আসনে 9.71 শতাংশ ভোট পড়েছে ৷
  • কর্ণাটকে 14টি আসনে 9.21 শতাংশ ভোট পড়েছে ৷
  • কেরলে 20টি আসনে 11.98 শতাংশ ভোট পড়েছে ৷
  • মহারাষ্ট্রে 7.45 শতাংশ ভোট পড়েছে ৷
  • মণিপুরে 15.49 শতাংশ ভোট পড়েছে ৷
  • রাজস্থানে 13টি আসনে 11.77 শতাংশ ৷
  • ত্রিপুরার একটি আসনে 16.65 শতাংশ ৷

09:55 April 26

  • ছত্তিশগড়ের 3টি আসনে ভোটপর্ব চলছে ৷ সকাল 9টা পর্যন্ত 15.42 শতাংশ ভোট পড়েছে ৷
  • মধ্যপ্রদেশের 6টি আসনে সকাল 9টা পর্যন্ত 14 শতাংশ ভোট পড়েছে ৷
  • জম্মু-কাশ্মীরের জম্মুতে ভোট হচ্ছে ৷ সেখানে সকাল 9টা পর্যন্ত 10.39 শতাংশ ভোট পড়েছে ৷
  • বিহারের 5টি আসনে 9.8 শতাংশ ভোট পড়েছে সকাল 9টা পর্যন্ত ৷
  • সকাল 9টা পশ্চিমবঙ্গের 15.68 শতাংশ ৷
  • উত্তরপ্রদেশের 8টি আসনে সকাল 9টা পর্যন্ত ভোটের হার 11.7 শতাংশ ৷

09:34 April 26

  • বেঙ্গালুরু দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তেজস্বী সূর্যা ৷ শুক্রবার সকালে তিনি ভোট দিলেন ৷ তাঁর লড়াই কংগ্রেসের সৌম্যা রেড্ডির বিরুদ্ধে ৷ আজ রাজ্যের 14টি আসনে ভোট হচ্ছে ৷

09:28 April 26

  • পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কেন্দ্রে প্রার্থী বিজেপির সুকান্ত মজুমদার ৷ শুক্রবার সকালে তিনি বালুরঘাটের মিউনিসিপ্যালিটি কমিউনিটি হলে ভোট দিলেন ৷ সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও ৷ আত্মবিশ্বাসী প্রার্থী বললেন, "বিজেপিই জিতবে ৷"

09:24 April 26

  • ভোটাধিকার প্রয়োগ করতে এলেন কংগ্রেস প্রার্থী শশী থারুর ৷

09:14 April 26

  • তিরুবনন্তপূরমে ভোট দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ এই কেন্দ্রে বিজেপি প্রার্থী কেন্দ্রীয় চন্দ্রশেখরের সঙ্গে কংগ্রেসের তিন-তিন বারের সাংসদ শশী থারুরেম মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ৷

08:54 April 26

  • রাজস্থানের যোধপুরে ভোট দিলেন কংগ্রেস প্রার্থী বৈভব গেহলত এবং তাঁর স্ত্রী হিমাংশী ৷ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলতের ছেলে বৈভব এবার কংগ্রেস প্রার্থী ৷ এর আগে 2019 সালের লোকসভা ভোটেও তিনি প্রার্থী হয়েছিলেন ৷ সেবার যোধপুর থেকে লড়েছিলেন তিনি ৷ তবে বিজেপির গজেন্দ্র সিং শেখাওয়াতের কাছে পরাজিত হন ৷ 2024 সালে বৈভব দ্বিতীয় বার ভোটে লড়ছেন ৷ তাঁর বিরুদ্ধে প্রার্থী বিজেপির লুম্বারাম চৌধরী ৷

08:45 April 26

  • মহারাষ্ট্রের অমরাবতীর একটি বুথে ভোট দিতে এলেন বর ৷ আজ রাজ্যের 8টি লোকসভা কেন্দ্রে ভোটপর্ব চলছে ৷

08:37 April 26

  • ভোট দিলেন রাহুল দ্রাবিড়৷

08:34 April 26

  • কর্ণাটকের বেঙ্গালুরুর বিইএস বুথে ভোটাধিকার প্রয়োগ করলেন নির্মলা সীতারমন ৷

08:25 April 26

  • কেরলের কন্নুরের একটি বুথে ভোট দিলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ৷ আজ রাজ্যের সবক'টি অর্থাৎ 20টি বুথে ভোট হচ্ছে ৷

08:05 April 26

  • কর্ণাটকের বেঙ্গালুরুতে ভোট দিলেন অভিনেতা প্রকাশ রাজ ৷ ভোট দিয়ে তিনি বলেন, "আমার ভোট আমার অধিকার, আমার ক্ষমতা ৷ আমি প্রতিনিধি নির্বাচিত করব ৷ তিনি আমার কথা সংসদে পৌঁছে দেবেন ৷ এটা খুব গুরুত্বপূর্ণ ৷ আমি যাঁকে বিশ্বাস করি, তাঁকে ভোট দিয়েছি ৷"

07:54 April 26

  • গণতন্ত্রকে শক্তিশালী করতে ভোট দেওয়ার আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

07:41 April 26

  • শুক্রবার সকালে রাজস্থানের ঝালওয়ারে ভোট দিতে এলেন বিজেপির বসুন্ধরা রাজে সিন্ধিয়া ৷ তিনি গেরুয়া শাড়ি পরে আসেন ৷ আজ দ্বিতীয় দফায় রাজস্থানের 13টি কেন্দ্রে ভোটপর্ব চলছে ৷

07:36 April 26

Mega Candidates in 2nd phase election 2024
দ্বিতীয় দফার মেগা প্রার্থীরা
  • আজ ভোটযুদ্ধে তারকা প্রার্থী রাহুল গান্ধি, হেমা মালিনী, শশী থারুর, অরুণ গোভিল, গজেন্দ্র সিং শেখাওয়াল, পাপ্পু যাদব ৷

07:22 April 26

  • ভোট দিতে এলেন ইনফোসিসের কর্ণধার নারায়ণ মূর্তি ৷ তিনি বেঙ্গালুরুর বিইএস বুথে ভোট দিলেন ৷ আজ কর্ণাটকের 14টি লোকসভা কেন্দ্রে ভোট চলছে ৷

07:19 April 26

  • সকাল সকাল কর্ণাটকের বেঙ্গালুরুতে ভোট দিতে এলেন লেখক ও সমাজকর্মী সুধা মূর্তি ৷ তিনি বলেন, "আমি সবাইকে বলতে চাই, কেউ বাড়িতে বসে থাকবেন না ৷ ভোট দিন, নিজের নেতাকে নির্বাচিত করুন ৷ আমার সবসময় মনে হয়, শহর এলাকার মানুষেরা গ্রামাঞ্চলের তুলনায় ভোট কম দেন ৷ আমি তরুণদেরও ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি ৷"

07:13 April 26

  • ভোটগ্রহণ আরম্ভ হতেই আউটার মণিপুরের উখরুলের একটি বুথে ভোট দিতে এলেন 94 বছর বয়সি এক প্রৌঢ়া ৷ শুক্রবার দ্বিতীয় দফায় আউটার মণিপুরে 13টি বিধানসভা কেন্দ্রে ভোট ৷ প্রথম দফায় 19 এপ্রিল কয়েক জায়গায় অশান্তির ঘটনা ঘটে ৷ ফের 22 তারিখ 11টি বুথে ভোট হয় ৷

06:16 April 26

আজ দ্বিতীয় দফায় উত্তরপ্রদেশের 8টি, অসমের 5টি, বিহার 5টি, ছত্তিশগড়ের 3টি, কর্ণাটকের 14টি, কেরলের সবক'টি আসন অর্থাৎ 20টি, মধ্যপ্রদেশের 7টি, মহারাষ্ট্রের 8টি, মণিপুরের 1টি, রাজস্থানের 13টি, পশ্চিমবঙ্গের 3টি, ত্রিপুরার 1টি, জম্মু-কাশ্মীরের জম্মুতে ভোট ৷ শুক্রবার তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন বিজেপি প্রার্থী হেমা মালিনী, কংগ্রেসের রাহুল গান্ধি, শশী থারুর, কেসি বেণুগোপাল, বিজেপির অরুণ গোভিল, গজেন্দ্র সিং শেখাওয়াত প্রমুখ ৷ সকাল হতেই ভোটকেন্দ্রে হাজির ভোটাররা ৷

17:54 April 26

দেশজুড়ে দ্বিতীয় দফার নির্বাচন শেষ হল ৷ ভোট ছিল 13টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 88টি লোকসভা কেন্দ্রে ৷ দেশজুড়ে 1.67 লক্ষ বুথে 15.88 কোটি ভোটার 1 হাজার 202 জন প্রার্থীর মধ্যে থেকে তাঁদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করবেন ৷ এই দফায় প্রার্থীদের মধ্যে 1 হাজার 98 জন পুরুষ, 102 জন মহিলা এবং 2 জন তৃতীয় লিঙ্গের ৷ এর আগে প্রথম দফায় দেশের 17টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হয়েছে ৷ সাত দফায় নির্বাচনের ফলাফল ঘোষণা হবে 4 জুন ৷

বিকেল 5টা পর্যন্ত ভোটের হার

  • পশ্চিমবঙ্গ 71.84 শতাংশ
  • কর্ণাটক- 63.90 শতাংশ
  • ছত্তিশগড়- 72.13 শতাংশ
  • জম্মু-কাশ্মীর-67.22 শতাংশ
  • রাজস্থান- 59.19 শতাংশ
  • মণিপুর- 76.06 শতাংশ
  • কেরল- 67.27 শতাংশ
  • উত্তরপ্রদেশ- 52.74 শতাংশ
  • মহারাষ্ট্র- 53.51 শতাংশ
  • কর্ণাটক- 63.90 শতাংশ
  • মধ্যপ্রদেশ- 54.83 শতাংশ
  • ত্রিপুরা- 77.53 শতাংশ

17:27 April 26

Voters found dead in Voter list deprive of voting in Assam
ভোটার তালিকায় মৃত ব্যক্তিরা ভোট দিতে পারলেন না

ভোটার তালিকায় মৃতরা বুথে পৌঁছে হতভম্ব

  • আজব ঘটনা অসমে ! বুথে ভোট দিতে গিয়েছেন মৃত ব্য়ক্তিরা ৷ শুক্রবার নগাঁও লোকসভা কেন্দ্রের অধীনে রূপাহিহাট বিধানসভায় 30 জন ভোটার তালিকায় মৃত ব্যক্তি ভোট দিতে যান ৷ তাঁরা রূপাহিহাট বিধানসভার অন্তর্গত জুরিয়া বুথে ভোট দিতে গিয়ে দেখেন ভোটার তালিকায় তাঁদের মৃত বলে উল্লেখ করা হয়েছে ৷ স্বভাবতই ভোটাররা স্তম্ভিত হয়ে যান ৷ অনেকে পুলিশের কাছে যান ৷ তবে দু'টি গ্রামের 30 জন ভোটার ভোট দিতে পারেননি ৷

17:00 April 26

ভোট দিয়ে মৃত্যু ভোটারের, বুথের মধ্যেই প্রাণ হারালেন এজেন্ট

  • কেরলের কোঝিকোড়ে একটি এলডিএফ বুথে মৃত্যু হয় এক এজেন্টের ৷ কুচিরা মালিয়েকেল আনিস আহমেদ নামের ওই এজেন্ট বুথের মধ্যেই হঠাৎ জ্ঞান হারান ৷ পরে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা ৷ এছাড়া আলাপ্পুঝা জেলায় মৃত্যু হয়েছে এক ভোটারের ৷ 75 বছর বয়সি সোমারাজন বুথে গিয়ে ভোট দেন ৷ এরপর বাড়ি ফিরবেন বলে একটি অটোরিকশায় উঠতে যাবেন, এমন সময় তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান ৷ তাঁকে সঙ্গে সঙ্গে আলাপ্পুঝা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু তাঁকে বাঁচানো যায়নি ৷
  • অসমে মৃত্যু হয়েছে এক এজেন্টের ৷ তাঁর নাম ফারুক আহমেদ ৷ তিনি এআইইউডিএফের এজেন্ট ছিলেন ৷ অসম-মিজোরাম সীমান্তে হেলাকান্দি জেলায় একটি প্রাথমিক স্কুলে কাজ করার সময় হঠাৎ ফারুক মাটিতে পড়ে যান ৷ সেখানেই তাঁর মৃত্যু হয় ৷ অনুমান, তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল ৷ তার জেরেই এই করুণ পরিণতি ৷

16:34 April 26

Vote Boycott in Maharashtra
জল নেই তাই ভোট বয়কট করেছে মহারাষ্ট্রের একটি গ্রাম

জল নেই, ভোট নেই! কড়া বার্তা দিল গ্রামবাসীরা

  • আজমের লোকসভা কেন্দ্রের অন্তর্গত পুষ্কর বিধানসভায় ভোট বয়কটের ডাক দিয়েছেন গ্রামবাসীরা ৷ গ্রামে দীর্ঘদিন ধরে পানীয় জল নিয়ে সমস্যা রয়েছে ৷ সরকার এর সমাধানে কিছুই করেনি ৷ স্থানীয়রা ইটিভি ভারতকে জানায়, অনেক দিন ধরেই এখানে পানীয় জলের অভাব রয়েছে ৷ সরকারকে জানানোর পরেও কোনও লাভ হয়নি ৷ তাই এভাবে তারা কড়া বার্তা দিতে চায় ৷ ঘটনাচক্রে, পুষ্করের বিধায়ক সুরেশ সিং রাওয়াত স্বয়ং রাজ্যের জলমন্ত্রী ৷ গ্রামবাসীদের অভিযোগ, মন্ত্রীর কাছে বারবার অভিযোগ করলেও তিনি তাতে কান দেননি ৷
  • একই রকম ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের আদিবাসী অধ্যুষিত গ্রাম অমরাবতী-মেলঘাটে ৷ গ্রামে রাস্তা নেই, পানীয় জল নেই ৷ এমনকী এই উন্নয়নের হাওয়ায় বিদ্যুতও পৌঁছয়নি ৷ তাই 2024 সালে ভোট না-দেওয়ার ডাক দিয়েছেন গ্রামবাসীরা ৷ মেলঘাটের অন্তর্গত 4টি গ্রামের বাসিন্দারা ভোট দেবেন না ৷

16:16 April 26

বুথে ক্রিকেটার শামি

  • সপরিবার ভোট দিলেন ক্রিকেট তারকা মহম্মদ শামি ৷ উত্তরপ্রদেশের আমরোহা কেন্দ্রে ভোট দিলেন ভারতীয় বোলার ৷

16:07 April 26

  • বাঘেলের ছবি ছোট-অস্পষ্ট, অভিযোগ ভোটারদের

ছত্তিশগড়ের রাজনন্দগাঁও কেন্দ্রে কংগ্রেস প্রার্থী ভূপেশ বাঘেল ৷ তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীও ৷ শুক্রবার তিনি অভিযোগ পেয়েছেন যে, ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে অন্য রাজনৈতিক দলের নেতাদের ছবির তুলনায় তাঁর ছবিটি খানিক ছোট ৷ এমনকী ছবিটি অস্পষ্টও ৷ অন্য দলের প্রার্থীদের যেমন স্পষ্ট বোঝা যাচ্ছে, বাঘেলের ছবি নাকি ইভিএমে ততটা পরিষ্কার নয় ৷ এনিয়ে সোশাল মিডিয়ায় ভূপেশ বাঘেল লিখলেন, " নির্বাচন কমিশন কতটা পক্ষপাতদুষ্ট নয়, তাদের এই দাবি কতটা সত্যি, তা এ থেকেই বোঝা যায় ৷ এর নেপথ্যে কোনও ষড়যন্ত্র রয়েছে ? তবে এতে ফলের বদল হবে না ৷"

15:55 April 26

বেলা 3টে পর্যন্ত কোথায় কত ভোট

  • মধ্যপ্রদেশ- 46.50 শতাংশ
  • মহারাষ্ট্র- 43.01 শতাংশ
  • মণিপুর- 68.48 শতাংশ
  • রাজস্থান- 50.27 শতাংশ
  • ত্রিপুরা- 68.92 শতাংশ
  • উত্তরপ্রদেশ- 44.13 শতাংশ

15:50 April 26

বেলা 3টে পর্যন্ত কোথায় কত ভোট

  • অসম- 10.32 শতাংশ
  • বিহার- 44.24 শতাংশ
  • ছত্তিশগড়- 63.92 শতাংশ
  • জম্মু-কাশ্মীর- 57.76 শতাংশ
  • কর্ণাটক- 50.93 শতাংশ
  • কেরল- 51.64 শতাংশ

15:32 April 26

বুথে এলেন প্রবীণ অভিনেতা

  • কেরলের এরনাকুলামে ভোট দিলেন অভিনেতা মামুট্টি ৷

15:31 April 26

Tripura Bru community voter
এই প্রথম ভোট দিল ত্রিপুরার ব্রু গোষ্ঠীর মানুষ

ত্রিপুরার ব্রু গোষ্ঠী

  • এই প্রথম ত্রিপুরার ব্রু গোষ্ঠীর ভোটাররা ভোট দিলেন ৷ তাঁরা পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ভোট দিয়েছেন ৷ এই কেন্দ্রটি তফশিলি উপজাতির জন্য সংরক্ষিত ৷

15:21 April 26

ভোট দিলেন আরএলডি-র জয়ন্ত চৌধরী

  • উত্তরপ্রদেশের মথুরার একটি বুথে ভোট দিলেন রাষ্ট্রীয় লোকদলের প্রধান জয়ন্ত চৌধরী ৷ এবছর মরণোত্তর ভারতরত্ন দেওয়া হয়েছে তাঁর দাদু প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধরী চরণ সিংকে ৷ যোগীরাজ্যে জয়ন্ত চৌধরী বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধে ভোট লড়ছে ৷

15:09 April 26

আজ দেশজুড়ে দ্বিতীয় দফার নির্বাচন ৷ 13টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 88টি লোকসভা কেন্দ্রে ভোট ৷ সকাল 7টা থেকে ভোটগ্রহণ পর্ব শুরু হবে ৷ কোথাও বিকেল 5টার সময় ভোটপর্ব মিটলেও, কোথাও আবার সন্ধ্যা 6টা পর্যন্ত ভোটগ্রহণ চলতে পারে ৷ দেশজুড়ে 1.67 লক্ষ বুথে 15.88 কোটি ভোটার 1 হাজার 202 জন প্রার্থীর মধ্যে থেকে তাঁদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করবেন ৷ এই দফায় প্রার্থীদের মধ্যে 1 হাজার 98 জন পুরুষ, 102 জন মহিলা এবং 2 জন তৃতীয় লিঙ্গের ৷ এর আগে প্রথম দফায় দেশের 17টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হয়েছে ৷ সাত দফায় নির্বাচনের ফলাফল ঘোষণা হবে 4 জুন ৷

ভোটার যখন ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন

  • একজন মাত্র ভোটার ৷ আর শুধুমাত্র তাঁর জন্যই মণিপুর আউটারের 42 নম্বর তেংগনৌপাল বিধানসভায় বুথের ব্যবস্থা করা হয় ৷ তিনি মণিপুরের ইন্টারনালি ডিসপ্লেসড পার্সন বা আইডিপি ৷ অর্থাৎ কোনও কারণে তিনি তাঁর ঘরবাড়ি ছেড়ে অন্য কোথাও পালিয়ে গিয়েছেন ৷ তাঁকে ভোটদানের সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন ৷

15:00 April 26

মাইসোরে ভোটাধিকার প্রয়োগ করলেন প্রাক্তন ক্রিকেটার শ্রীনাথ

  • বেঙ্গালুরুর মাইসোরে ভোট দিলেন প্রাক্তন ক্রিকেটার জভগল শ্রীনাথ ৷ ভোটাধিকার প্রয়োগ করে তিনি বলেন, "ভোট দেওয়া আমাদের অধিকার ৷ আমি আনন্দিত ৷ এখনও পর্যন্ত 50 শতাংশের বেশি ভোট পড়েছে ৷ ভোট দেওয়া খুবই গুরুত্বপূর্ণ ৷"

14:24 April 26

রোদ্দুর মাথায় করে ভোট দিলেন 'কেজিএফ' খ্যাত যশ

  • বেঙ্গালুরুর হোসাকেরেহাল্লিতে ভোট দিলেন 'কেজিএফ' খ্যাত অভিনেতা যশ ৷ তিনি বললেন, "সরকারের যা করা উচিত, সরকার সেটা করুক ৷ আর মানুষকেও তার যা প্রয়োজন তা করতে দিক ৷ আমার মনে হয়, নাক গলানোটা কমানো উচিত ৷ তার বদলে উন্নয়নের মতো আরও বহু জিনিস আছে, যা হওয়া দরকার ৷ আমি একজন নাগরিক হিসেবে তাই আশা করি ৷"

14:04 April 26

Newly wed couple casts their vote in Damoh of Madya Pradesh
মধ্যপ্রদেশের দামোহতে ভোট দিতে এলেন নবদম্পতি

দীর্ঘদিনের সমস্যার সমাধান হয়নি, ভোট বয়কট করল গ্রামবাসী

  • জবরদখলের অভিযোগ বারবার প্রশাসনকে জানিয়ে কোনও লাভ হয়নি ৷ তাই ভোট বয়কটের ডাক দিয়েছে মহারাষ্ট্রের একটি গ্রামের বাসিন্দারা ৷ শুক্রবার রাজ্যের 8টি কেন্দ্রে ভোট হচ্ছে ৷ এর মধ্যে পারভানি কেন্দ্রের বালসা খুর্দ গ্রামে ভোট বয়কট করেছেন 1 হাজার 200 ভোটার ৷ জবরদখল এখানে দীর্ঘদিনের সমস্যা ৷ সকাল 7টায় গ্রামে পৌঁছন কালেক্টর তথা রিটার্নিং অফিসার ৷ তিনি গ্রামবাসীদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করেছেন ৷ প্রশাসন জানিয়েছে এই জবরদখল সমস্যার দ্রুত সমাধান হবে ৷ এদিকে গ্রামসূত্রে খবর, প্রশাসন যদি লিখে দেয় যে তারা এর থেকে রেহাই পেতে কাজ করবে, তবেই গ্রামবাসীরা ভোট দেবেন ৷

13:55 April 26

আজ দেশজুড়ে দ্বিতীয় দফার নির্বাচন ৷ 13টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 88টি লোকসভা কেন্দ্রে ভোট ৷ সকাল 7টা থেকে ভোটগ্রহণ পর্ব শুরু হবে ৷ কোথাও বিকেল 5টার সময় ভোটপর্ব মিটলেও, কোথাও আবার সন্ধ্যা 6টা পর্যন্ত ভোটগ্রহণ চলতে পারে ৷ দেশজুড়ে 1.67 লক্ষ বুথে 15.88 কোটি ভোটার 1 হাজার 202 জন প্রার্থীর মধ্যে থেকে তাঁদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করবেন ৷ এই দফায় প্রার্থীদের মধ্যে 1 হাজার 98 জন পুরুষ, 102 জন মহিলা এবং 2 জন তৃতীয় লিঙ্গের ৷ এর আগে প্রথম দফায় দেশের 17টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হয়েছে ৷ সাত দফায় নির্বাচনের ফলাফল ঘোষণা হবে 4 জুন ৷

Sudarsan Pattnaik message to cast vote
পুরীর সমুদ্র সৈকতে বালুশিল্পী সুদর্শন পট্টনায়কের শিল্প

দুপুর 1টা পর্যন্ত 13টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের হার:

  • অসম- 46.31 শতাংশ
  • বিহার- 33.80 শতাংশ
  • ছত্তিশগড়- 53.09 শতাংশ
  • জম্মু-কাশ্মীর- 42.88 শতাংশ
  • কর্ণাটক- 38.23 শতাংশ
  • কেরলে- 39.26 শতাংশ
  • মধ্যপ্রদেশ- 38.96 শতাংশ
  • মহারাষ্ট্র- 31.77 শতাংশ
  • মণিপুর- 54.26 শতাংশ
  • রাজস্থান- 40.39 শতাংশ
  • ত্রিপুরা- 54.47 শতাংশ
  • উত্তরপ্রদেশ- 35.73 শতাংশ
  • পশ্চিমবঙ্গ- 47.29 শতাংশ

13:41 April 26

ভোট দিলেন অভিনেতা রক্ষিত শেট্টি

  • কর্ণাটকের উদুপিতে বিলাসবহুল গাড়িতে ভোট দিতে এলেন অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা রক্ষিত শেট্টি ৷

13:31 April 26

পাহাড়ে ভোট দিলেন সাসপেন্ড হওয়া কংগ্রেস নেতা বিনয় তামাং

  • দার্জিলিংয়ের ডালিতে ভোট দিলেন বিনয় তামাং ৷ সম্প্রতি তিনি দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে সমর্থন করেছেন ৷ তাই তাঁকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছে কংগ্রেস ৷

13:17 April 26

ভোট প্রয়োগে সঙ্গী যখন পোষ্য লঙ্গুর 'বজরং'

  • বিশেষ প্রজাতির বাঁদর লঙ্গুরকে নিয়ে ভোট দিতে এলেন এক ভোটার ৷ ঘটনাটি মহারাষ্ট্রের ৷ ওয়ার্ধার বাসিন্দা বিনোদ তাঁর পোষ্য লঙ্গুর 'বজরং'কে সঙ্গে নিয়ে ভোট দিলেন ৷ এ বিষয়ে বিনোদ বলেন, "ও গত তিন মাস ধরে আমার সঙ্গে রয়েছে ৷ রাস্তার কুকুরেরা ওকে কামড়ে দিয়েছিল ৷ তিনটে সেলাই হয়েছে ৷ এখন ও আর কারও কাছে যায় না ৷ আমার কাছেই থাকে ৷ আমি যেখানে যাই, ও সঙ্গে থাকে ৷ ভোট দেওয়ার সময় ও সঙ্গে ছিল ৷ আমার সন্তানের মতো ৷ ও কাউকে বিরক্ত করে না ৷"

12:38 April 26

সকাল 11টা পর্যন্ত ভোটের হার

  • জম্মু- 26.61 শতাংশ
  • কর্ণাটক- 22.34 শতাংশ
  • মধ্যপ্রদেশ- 28.15 শতাংশ
  • ছত্তিশগড়- 35.47 শতাংশ
  • রাজস্থান- 26.84 শতাংশ

12:21 April 26

ভোটের লাইনে ইসরোর চেয়ারম্যান

  • ইসরোর চেয়ারম্যান ভোট দিতে এলেন কেরলের তিরুঅনন্তপুরম কেন্দ্রে ৷ ভারতের মহাকাশ গবেষণা সংস্থার প্রধান আমনাগরিকের মতোই লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন ৷

11:54 April 26

ভোট দেওয়ার পর মৃত্যু হল প্রৌঢ়ের:

  • ভিলওয়াড়ায় ভোট দেওয়ার পরে মৃত্যু হল প্রৌঢ় ভোটারের ৷ 80 বছর বয়সি ওই ভোটারের নাম ছগন বাগোলা ৷

11:49 April 26

ভোট দিলেন পূর্ণিয়ার পাপ্পু, কর্ণাটকের কুমারাস্বামী

  • কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী ভোট দিলেন রামনাগরা বুথে ৷ এবারের নির্বাচনে তিনি কর্ণাটকের মান্ড্যা লোকসভা থেকে জেডিএস প্রার্থী ৷ তাঁর সঙ্গে ভোট দিতে এসেছিলেন তাঁর ছেলে নিখিল কুমারাস্বামী ৷

11:22 April 26

  • বিহারের পূর্ণিয়ায় ভোট দিলেন নির্দল প্রার্থী পাপ্পু যাদব ৷

11:19 April 26

  • বিহারের পূর্ণিয়া কেন্দ্রের বিথা গ্রামে ভোট দিলেন আরজেডি প্রার্থী বিমা ভারতী ৷ এই কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন পাপ্পু যাদব ৷ তাঁকে এবার টিকিট দেয়নি কংগ্রেস ৷ তাই তিনি নির্দল প্রার্থী হয়েই লড়ছেন ৷

11:01 April 26

বেলা বাড়তেই বুথে বুথে তারকা ভোটারদের ভিড়

  • আজ বিহারের পাঁচটি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে ৷ এর মধ্যে অন্যতম কাটিহার ৷ এখানে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে দায়বদ্ধ প্রশাসন ৷ তাই ঘোড়ার পিঠে সওয়ার হয়ে এলাকায় টহল দিচ্ছেন নিরাপত্তাবাহিনীর কর্মীরা ৷

10:54 April 26

  • তিরুঅনন্তপুরমে ভোট দিলেন প্রবীণ কংগ্রেস নেতা একে অ্যান্টনি ৷ তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ৷ এবার তাঁর ছেলে অনিল অ্যান্টনি বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাথানামথিত্তা কেন্দ্র থেকে ৷

10:45 April 26

  • কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া চামারাজানগরের হুণ্ডি গ্রামে ভোট দিলেন ৷

10:34 April 26

  • লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন কংগ্রেস প্রার্থী শশী থারুর ৷ বুথ থেকে বেরিয়ে তিনি বলেন, "এই নির্বাচনটা আমার থেকেও দেশের ভবিষ্যতের জন্য অনেক বেশি জরুরি ৷ এটা দিল্লিতে সরকার পরিবর্তনের জন্য ৷ আমরা এখানে এসেছি গণতন্ত্রকে ফিরিয়ে আনতে, দেশের বৈচিত্র্য, বহুত্ববাদে বিশ্বাস ফিরিয়ে আনতে চাই ৷ বামপন্থীরাও দাবি করছে যে, তারা বিজেপির বিরুদ্ধে ৷ কিন্তু তারা কখনও এখানে বিজেপির বিরোধিতা করে একটা শব্দও বলেনি ৷" উল্লেখ্য, কেরলে 'ইন্ডিয়া' জোটের সদস্য কংগ্রেস ও বামদলগুলি একে অপরের বিরুদ্ধে প্রার্থী দাঁড় করিয়েছে ৷

10:28 April 26

  • শুক্রবার সকালে দার্জিলিংয়ে ভোট দিলেন দেশের প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা ৷

10:24 April 26

Anil Kumble casts his vote in Bengaluru
স্ত্রীকে নিয়ে ভোট দিলেন প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে

সস্ত্রীক ভোটাধিকার প্রয়োগ করলেন প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে ৷

10:15 April 26

  • ভোট দিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া ৷

10:06 April 26

সকাল 9টা পর্যন্ত কোন রাজ্যে কত ভোট

  • কোঝিকোড়ে ভোট দিলেন কেরল বিজেপির রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন ৷ এবার ভারতীয় জনতা পার্টি তাঁকে কেরলের ওয়ানাড় লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে ৷ তাঁর বিরুদ্ধে রয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি এবং সিপিআই-এর অ্যানি রাজা ৷ 2019 সালের লোকসভা নির্বাচনে রাহুল ওয়ানাড় কেন্দ্র থেকে রেকর্ড ভোটে জয়ী হয়েছিলেন ৷

10:00 April 26

Om Birla casts his vote
লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ভোট দিলেন
  • অসমের 5টি আসনে 9.71 শতাংশ ভোট পড়েছে ৷
  • কর্ণাটকে 14টি আসনে 9.21 শতাংশ ভোট পড়েছে ৷
  • কেরলে 20টি আসনে 11.98 শতাংশ ভোট পড়েছে ৷
  • মহারাষ্ট্রে 7.45 শতাংশ ভোট পড়েছে ৷
  • মণিপুরে 15.49 শতাংশ ভোট পড়েছে ৷
  • রাজস্থানে 13টি আসনে 11.77 শতাংশ ৷
  • ত্রিপুরার একটি আসনে 16.65 শতাংশ ৷

09:55 April 26

  • ছত্তিশগড়ের 3টি আসনে ভোটপর্ব চলছে ৷ সকাল 9টা পর্যন্ত 15.42 শতাংশ ভোট পড়েছে ৷
  • মধ্যপ্রদেশের 6টি আসনে সকাল 9টা পর্যন্ত 14 শতাংশ ভোট পড়েছে ৷
  • জম্মু-কাশ্মীরের জম্মুতে ভোট হচ্ছে ৷ সেখানে সকাল 9টা পর্যন্ত 10.39 শতাংশ ভোট পড়েছে ৷
  • বিহারের 5টি আসনে 9.8 শতাংশ ভোট পড়েছে সকাল 9টা পর্যন্ত ৷
  • সকাল 9টা পশ্চিমবঙ্গের 15.68 শতাংশ ৷
  • উত্তরপ্রদেশের 8টি আসনে সকাল 9টা পর্যন্ত ভোটের হার 11.7 শতাংশ ৷

09:34 April 26

  • বেঙ্গালুরু দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তেজস্বী সূর্যা ৷ শুক্রবার সকালে তিনি ভোট দিলেন ৷ তাঁর লড়াই কংগ্রেসের সৌম্যা রেড্ডির বিরুদ্ধে ৷ আজ রাজ্যের 14টি আসনে ভোট হচ্ছে ৷

09:28 April 26

  • পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কেন্দ্রে প্রার্থী বিজেপির সুকান্ত মজুমদার ৷ শুক্রবার সকালে তিনি বালুরঘাটের মিউনিসিপ্যালিটি কমিউনিটি হলে ভোট দিলেন ৷ সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও ৷ আত্মবিশ্বাসী প্রার্থী বললেন, "বিজেপিই জিতবে ৷"

09:24 April 26

  • ভোটাধিকার প্রয়োগ করতে এলেন কংগ্রেস প্রার্থী শশী থারুর ৷

09:14 April 26

  • তিরুবনন্তপূরমে ভোট দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ এই কেন্দ্রে বিজেপি প্রার্থী কেন্দ্রীয় চন্দ্রশেখরের সঙ্গে কংগ্রেসের তিন-তিন বারের সাংসদ শশী থারুরেম মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ৷

08:54 April 26

  • রাজস্থানের যোধপুরে ভোট দিলেন কংগ্রেস প্রার্থী বৈভব গেহলত এবং তাঁর স্ত্রী হিমাংশী ৷ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলতের ছেলে বৈভব এবার কংগ্রেস প্রার্থী ৷ এর আগে 2019 সালের লোকসভা ভোটেও তিনি প্রার্থী হয়েছিলেন ৷ সেবার যোধপুর থেকে লড়েছিলেন তিনি ৷ তবে বিজেপির গজেন্দ্র সিং শেখাওয়াতের কাছে পরাজিত হন ৷ 2024 সালে বৈভব দ্বিতীয় বার ভোটে লড়ছেন ৷ তাঁর বিরুদ্ধে প্রার্থী বিজেপির লুম্বারাম চৌধরী ৷

08:45 April 26

  • মহারাষ্ট্রের অমরাবতীর একটি বুথে ভোট দিতে এলেন বর ৷ আজ রাজ্যের 8টি লোকসভা কেন্দ্রে ভোটপর্ব চলছে ৷

08:37 April 26

  • ভোট দিলেন রাহুল দ্রাবিড়৷

08:34 April 26

  • কর্ণাটকের বেঙ্গালুরুর বিইএস বুথে ভোটাধিকার প্রয়োগ করলেন নির্মলা সীতারমন ৷

08:25 April 26

  • কেরলের কন্নুরের একটি বুথে ভোট দিলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ৷ আজ রাজ্যের সবক'টি অর্থাৎ 20টি বুথে ভোট হচ্ছে ৷

08:05 April 26

  • কর্ণাটকের বেঙ্গালুরুতে ভোট দিলেন অভিনেতা প্রকাশ রাজ ৷ ভোট দিয়ে তিনি বলেন, "আমার ভোট আমার অধিকার, আমার ক্ষমতা ৷ আমি প্রতিনিধি নির্বাচিত করব ৷ তিনি আমার কথা সংসদে পৌঁছে দেবেন ৷ এটা খুব গুরুত্বপূর্ণ ৷ আমি যাঁকে বিশ্বাস করি, তাঁকে ভোট দিয়েছি ৷"

07:54 April 26

  • গণতন্ত্রকে শক্তিশালী করতে ভোট দেওয়ার আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

07:41 April 26

  • শুক্রবার সকালে রাজস্থানের ঝালওয়ারে ভোট দিতে এলেন বিজেপির বসুন্ধরা রাজে সিন্ধিয়া ৷ তিনি গেরুয়া শাড়ি পরে আসেন ৷ আজ দ্বিতীয় দফায় রাজস্থানের 13টি কেন্দ্রে ভোটপর্ব চলছে ৷

07:36 April 26

Mega Candidates in 2nd phase election 2024
দ্বিতীয় দফার মেগা প্রার্থীরা
  • আজ ভোটযুদ্ধে তারকা প্রার্থী রাহুল গান্ধি, হেমা মালিনী, শশী থারুর, অরুণ গোভিল, গজেন্দ্র সিং শেখাওয়াল, পাপ্পু যাদব ৷

07:22 April 26

  • ভোট দিতে এলেন ইনফোসিসের কর্ণধার নারায়ণ মূর্তি ৷ তিনি বেঙ্গালুরুর বিইএস বুথে ভোট দিলেন ৷ আজ কর্ণাটকের 14টি লোকসভা কেন্দ্রে ভোট চলছে ৷

07:19 April 26

  • সকাল সকাল কর্ণাটকের বেঙ্গালুরুতে ভোট দিতে এলেন লেখক ও সমাজকর্মী সুধা মূর্তি ৷ তিনি বলেন, "আমি সবাইকে বলতে চাই, কেউ বাড়িতে বসে থাকবেন না ৷ ভোট দিন, নিজের নেতাকে নির্বাচিত করুন ৷ আমার সবসময় মনে হয়, শহর এলাকার মানুষেরা গ্রামাঞ্চলের তুলনায় ভোট কম দেন ৷ আমি তরুণদেরও ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি ৷"

07:13 April 26

  • ভোটগ্রহণ আরম্ভ হতেই আউটার মণিপুরের উখরুলের একটি বুথে ভোট দিতে এলেন 94 বছর বয়সি এক প্রৌঢ়া ৷ শুক্রবার দ্বিতীয় দফায় আউটার মণিপুরে 13টি বিধানসভা কেন্দ্রে ভোট ৷ প্রথম দফায় 19 এপ্রিল কয়েক জায়গায় অশান্তির ঘটনা ঘটে ৷ ফের 22 তারিখ 11টি বুথে ভোট হয় ৷

06:16 April 26

আজ দ্বিতীয় দফায় উত্তরপ্রদেশের 8টি, অসমের 5টি, বিহার 5টি, ছত্তিশগড়ের 3টি, কর্ণাটকের 14টি, কেরলের সবক'টি আসন অর্থাৎ 20টি, মধ্যপ্রদেশের 7টি, মহারাষ্ট্রের 8টি, মণিপুরের 1টি, রাজস্থানের 13টি, পশ্চিমবঙ্গের 3টি, ত্রিপুরার 1টি, জম্মু-কাশ্মীরের জম্মুতে ভোট ৷ শুক্রবার তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন বিজেপি প্রার্থী হেমা মালিনী, কংগ্রেসের রাহুল গান্ধি, শশী থারুর, কেসি বেণুগোপাল, বিজেপির অরুণ গোভিল, গজেন্দ্র সিং শেখাওয়াত প্রমুখ ৷ সকাল হতেই ভোটকেন্দ্রে হাজির ভোটাররা ৷

Last Updated : Apr 26, 2024, 7:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.