ETV Bharat / bharat

ট্রেকিং করে এভারেস্টের বেস ক্যাম্পে 6 বছরের জুবান, বালকের কীর্তিতে গর্বিত হিমাচল - Trekking to Mount Everest

Mount Everest Base Camp: 6 বছরের জুবান চন্দ্র ৷ হিমাচলপ্রদেশের বাসিন্দা সে ৷ বাবা-মা’র সঙ্গে এবার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্প পর্যন্ত ট্রেকিং করে উঠল ছোট্ট এই বালক ৷ আর তার কৃতিত্বে গর্বিত হিমাচলের বিলাসপুর জেলা ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 26, 2024, 9:26 PM IST

ETV BHARAT
ETV BHARAT
বালকের কীর্তিতে গর্বিত হিমাচল

বিলাসপুর, 26 এপ্রিল: বয়স মাত্র 6 বছর ৷ কিন্তু, কাজে প্রাপ্তবয়স্কদের থেকেও বড় ৷ সদ্য শৈশব পেরনো জুবান চন্দ্র সম্প্রতি মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে ট্রেকিং করে উঠেছে ৷ 5 হাজার 364 ফুট উচ্চতায় অবস্থিত এভারেস্টের সর্বোচ্চ বেস ক্যাম্পে ওঠার কৃতিত্ব অর্জন করেছে মাত্র 6 বছর বয়সে ৷ তার এই কৃতিত্ব এখন গর্বের বিষয় হিমাচলপ্রদেশের বিলাসপুর জেলার জুখালার মানুষদের কাছে ৷

উল্লেখ্য, বাবা-মায়ের কর্মসূত্রে জুবান বর্তমানে দুবাইতে থাকে ৷ তার বাবা সুভাষ চন্দ্র এবং মা বিদ্যা ভারতী চন্দ্র ৷ তাঁদের সঙ্গেই 11 দিনে 135 কিলোমিটার পথ ট্রেকিং করে প্রায় সাড়ে 5 হাজার কিলোমিটার উচ্চতায় উঠেছে জুবান ৷ সুভাষ চন্দ্র জানিয়েছেন, এভারেস্টের ওই উচ্চতায় ও প্রতিকূল আবহাওয়া অক্সিজেনের মাত্রা খুবই কম ছিল ৷ তা সত্ত্বেও জুবান খুব সহজেই ট্রেকিং সম্পূর্ণ করেছে ৷ তবে, এটা একদিনেই হয়ে যায়নি ৷ এর জন্য গত 6 মাস ধরে কঠিন অনুশীলন করেছে সে ৷

জিমে গিয়ে গা-ঘামানো থেকে শুরু করে, কম অক্সিজেনে সার্ভাইভ করার কৌশল শিখেছে ৷ সুভাষ চন্দ্রের বক্তব্য, দুবাই থেকে বিমানে তাঁরা কাঠমান্ডু যান ৷ সেখান থেকে কুকলা বিমানবন্দর থেকে বিমান সফর ৷ এরপর এভারেস্টের সমতলের বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করেন তাঁরা ৷ সুভাষ এবং তাঁর স্ত্রী-সন্তান ছাড়াও, কাঠমান্ডু থেকে আরও তিন বন্ধু তাঁদের সঙ্গে যোগ দেন ৷ এক শেরপার তত্ত্বাবধানে এভারেস্টের বেস ক্যাম্পে যাত্রা শুরু করেন তাঁরা ৷ 8 এপ্রিল থেকে ট্রেকিং করে 11 দিনে মেইন বেস ক্যাম্পে পৌঁছান ৷

এর মাঝে দু’দিন মাঝ রাস্তায় ক্যাম্প করে বিশ্রাম নেয় জুবানরা ৷ মাঝে অক্সিজেনের অভাবে সামান্য কষ্ট হলেও, সেই প্রতিকূলতার সঙ্গে মানিয়ে বেস ক্যাম্পে 19 এপ্রিল পৌঁছায় জুবান এবং তাঁর পরিবার ৷ হঠাৎ এই অভিযানের কারণ সম্পর্কে সুভাষ জানান, ছেলে জুবানের পরিবেশের প্রতি ভালোবাসা তৈরি করতে এই উদ্যোগ নিয়েছেন ৷ এভারেস্টের বেস ক্যাম্পে ভারতের জাতীয় পতাকা তুলতে পেরে খুশি ছোট্ট জুবানও ৷

আরও পড়ুন:

  1. কনিষ্ঠ পর্বতারোহীর নয়া রেকর্ড ! এভারেস্টের বেস ক্যাম্পে 5 বছরের খুদে
  2. প্রথম এভারেস্ট জয়ী বাঙালির গল্প এবার বইয়ে, প্রকাশ পেল 'এভারেস্ট আরোহণ এক স্বপ্ন পূরণ'

বালকের কীর্তিতে গর্বিত হিমাচল

বিলাসপুর, 26 এপ্রিল: বয়স মাত্র 6 বছর ৷ কিন্তু, কাজে প্রাপ্তবয়স্কদের থেকেও বড় ৷ সদ্য শৈশব পেরনো জুবান চন্দ্র সম্প্রতি মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে ট্রেকিং করে উঠেছে ৷ 5 হাজার 364 ফুট উচ্চতায় অবস্থিত এভারেস্টের সর্বোচ্চ বেস ক্যাম্পে ওঠার কৃতিত্ব অর্জন করেছে মাত্র 6 বছর বয়সে ৷ তার এই কৃতিত্ব এখন গর্বের বিষয় হিমাচলপ্রদেশের বিলাসপুর জেলার জুখালার মানুষদের কাছে ৷

উল্লেখ্য, বাবা-মায়ের কর্মসূত্রে জুবান বর্তমানে দুবাইতে থাকে ৷ তার বাবা সুভাষ চন্দ্র এবং মা বিদ্যা ভারতী চন্দ্র ৷ তাঁদের সঙ্গেই 11 দিনে 135 কিলোমিটার পথ ট্রেকিং করে প্রায় সাড়ে 5 হাজার কিলোমিটার উচ্চতায় উঠেছে জুবান ৷ সুভাষ চন্দ্র জানিয়েছেন, এভারেস্টের ওই উচ্চতায় ও প্রতিকূল আবহাওয়া অক্সিজেনের মাত্রা খুবই কম ছিল ৷ তা সত্ত্বেও জুবান খুব সহজেই ট্রেকিং সম্পূর্ণ করেছে ৷ তবে, এটা একদিনেই হয়ে যায়নি ৷ এর জন্য গত 6 মাস ধরে কঠিন অনুশীলন করেছে সে ৷

জিমে গিয়ে গা-ঘামানো থেকে শুরু করে, কম অক্সিজেনে সার্ভাইভ করার কৌশল শিখেছে ৷ সুভাষ চন্দ্রের বক্তব্য, দুবাই থেকে বিমানে তাঁরা কাঠমান্ডু যান ৷ সেখান থেকে কুকলা বিমানবন্দর থেকে বিমান সফর ৷ এরপর এভারেস্টের সমতলের বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করেন তাঁরা ৷ সুভাষ এবং তাঁর স্ত্রী-সন্তান ছাড়াও, কাঠমান্ডু থেকে আরও তিন বন্ধু তাঁদের সঙ্গে যোগ দেন ৷ এক শেরপার তত্ত্বাবধানে এভারেস্টের বেস ক্যাম্পে যাত্রা শুরু করেন তাঁরা ৷ 8 এপ্রিল থেকে ট্রেকিং করে 11 দিনে মেইন বেস ক্যাম্পে পৌঁছান ৷

এর মাঝে দু’দিন মাঝ রাস্তায় ক্যাম্প করে বিশ্রাম নেয় জুবানরা ৷ মাঝে অক্সিজেনের অভাবে সামান্য কষ্ট হলেও, সেই প্রতিকূলতার সঙ্গে মানিয়ে বেস ক্যাম্পে 19 এপ্রিল পৌঁছায় জুবান এবং তাঁর পরিবার ৷ হঠাৎ এই অভিযানের কারণ সম্পর্কে সুভাষ জানান, ছেলে জুবানের পরিবেশের প্রতি ভালোবাসা তৈরি করতে এই উদ্যোগ নিয়েছেন ৷ এভারেস্টের বেস ক্যাম্পে ভারতের জাতীয় পতাকা তুলতে পেরে খুশি ছোট্ট জুবানও ৷

আরও পড়ুন:

  1. কনিষ্ঠ পর্বতারোহীর নয়া রেকর্ড ! এভারেস্টের বেস ক্যাম্পে 5 বছরের খুদে
  2. প্রথম এভারেস্ট জয়ী বাঙালির গল্প এবার বইয়ে, প্রকাশ পেল 'এভারেস্ট আরোহণ এক স্বপ্ন পূরণ'
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.