পশ্চিমবঙ্গ

west bengal

Sonia Attacks BJP : মহাত্মা গান্ধির খুনিদের মহিমান্বিত করছে বিজেপি, তীব্র ক্ষোভ প্রকাশ সনিয়ার

By

Published : May 13, 2022, 4:40 PM IST

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে সনিয়া বলেন (Sonia Gandhi criticises PM Narendra Modi), এই সরকার দেশের ইতিহাস বিকৃত করে, মেরুকরণ করতে চাইছে ৷

congress president sonia gandhi
বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ সনিয়ার

উদয়পুর, 13 মে : রাজস্থানের উদয়পুরে দলের চিন্তন শিবিরের মঞ্চ থেকে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের তীব্র সমালোচনা করলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি ৷ প্রধানমন্ত্রী মোদির নাম করে এদিন গেরুয়া শিবিরকে চোখা চোখা বাক্যবাণে বিদ্ধ করেছেন সোনিয়া ৷ কংগ্রেস সভানেত্রীর অভিযোগ, ইতিহাস বিকৃত করে দেশে মেরুকরণের চেষ্টা চালাচ্ছে গেরুয়া শিবির ৷ মহাত্মা গান্ধির হত্যাকারীদের মহিমান্বিত করা হচ্ছে (BJP glorifying killers of Gandhi Ji says Sonia Gandhi) ৷

কংগ্রেসের চিন্তন শিবিরে ভাষণ দিতে গিয়ে শুক্রবার কংগ্রেস সভানেত্রী সনিয়া বলেন, "কষ্টকর হলেও এটা এখন পরিষ্কার যে 'ম্যাক্সিমাম গভার্নেন্স, মিনিমাম গভর্নমেন্ট'য়ের নাম করে প্রধানমন্ত্রী মোদি ও তাঁর সহযোগীরা ঠিক কী বোঝাতে চাইছেন ৷ এর মানে দেশকে মেরুকরণের দিকে ঠেলে নিয়ে যাওয়া ৷ দেশের মানুষকে স্থায়ীভাবে ভয় ও অনিশ্চয়তার মধ্যে রেখে দেওয়া ৷ দেশ ও সমাজের অবিচ্ছেদ্য অংশ সংখ্যালঘুদের টার্গেট করে তাঁদের উপর অত্যাচার নামিয়ে আনা ৷ "

আরও পড়ুন : "দু'বার প্রধানমন্ত্রী হয়েছেন, আর কী চাই ?" মোদিকে প্রশ্ন বিরোধী নেতার

শুক্র, শনি ও রবিবার এই তিন দিন ধরে উদয়পুরে কংগ্রসের চিন্তন শিবির চলবে ৷ শিবিরের শুরুর দিনই কার্যত এই আলোচনার সুর বেঁধে দিলেন সনিয়া ৷ কংগ্রেস সভানেত্রী এদিন আরও বলেছেন,"বিজেপি চাইছে দেশের ইতিহাস পাল্টে দিতে, দেশের স্বাধীনতায় নেহেরুর অবদান অস্বীকার করছে তারা ৷ ইতিহাস বিকৃত করে নতুন ইতিহাস লিখতে চাইছে তারা ৷ এমনকি গান্ধিজির খুনিদের মহিমান্বিত করে তাদের মতাদর্শ চাপিয়ে দেওয়া হচ্ছে ৷ "

বিজেপি সরকারের আমলে দেশের সাংবিধানিক সংস্থাগুলির কাজ ও স্বাধীনতাও প্রশ্নের মুখে দাঁড়িয়েছে বলে মত সনিয়ার (Congress President Sonia Gandhi attacks BJP) ৷ দেশের মানুষ শান্তি-সম্প্রীতিতে থাকতে চাইলেও বিজেপি সেই পরিবেশ নষ্ট করে হিংসায় উসকানি দিচ্ছে বলেও অভিযোগ সনিয়ার ৷ ভারতের মূলে রয়েছে 'বৈচিত্রের মধ্যে ঐক্য', এদিন তাও স্মরণ করিয়ে দিয়েছেন কংগ্রেস সভানেত্রী ৷ কংগ্রেস একজোট থেকেও, দলের অন্দরে ভিন্নমত নিয়ে আলোচনা করতে পারে বলে জানিয়েছেন সনিয়া গান্ধি ৷

ABOUT THE AUTHOR

...view details