ETV Bharat / state

সাগর থেকে 270 কিমি দূরে 'রেমাল', দুপুরেই পরিণত হবে প্রবল ঘূর্ণিঝড়ে - Cyclone Remal Update

author img

By ETV Bharat Bangla Team

Published : May 26, 2024, 7:49 AM IST

Updated : May 26, 2024, 8:31 AM IST

Weather Update With Remal Cyclone Thunderstorm: উত্তর বঙ্গোপসাগরের উপর দিয়ে বঙ্গ উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'রেমাল' ৷ বেলা 12টা নাগাদ তা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে ৷ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী তিন জেলা দুই 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এবং কলকাতা, হাওড়া ও হুগলিতে রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে মৌসম ভবনের তরফে ৷

Weather Update With Remal Cyclone Thunderstorm
ঘূর্ণিঝড়ের জেরে সাগরে জলোচ্ছ্বাস (ইটিভি ভারত)

কলকাতা, 26 মে: শনিবার সন্ধেয় বঙ্গোপসাগরে জন্ম নিয়েছে ঘূর্ণিঝড় 'রেমাল' ৷ আগামী ছ'ঘণ্টায় অর্থাৎ, রবিবার দুপুরের মধ্যেই তা পরিণত হবে প্রবল ঘূর্ণিঝড়ে ৷ রবিবার সকালের আপডেটে মৌসম ভবন জানিয়েছে, ঘূর্ণিঝড় 'রেমাল' এখন উত্তর বঙ্গোপসাগরের উপর দিয়ে বঙ্গ উপকূলের দিকে ধেয়ে আসছে ৷ এখন রেমালের অবস্থান কোথায়?

  • এই মুহূর্তে সাগর থেকে 270 কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি ৷ বাংলাদেশের খেপুপাড়া থেকে 300 কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিম, ক্যানিং থেকে 310 কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্ব কিলোমিটার দূরে রয়েছে 'রেমাল' ৷ হাওয়া অফিস জানিয়েছে, দিঘা থেকে 390 কিমি দূরে এটির অবস্থান বর্তমান ৷ আগামী 6 ঘণ্টার মধ্যে তা প্রবল ঘূর্ণিঝড়ের আকার ধারণ করে বাংলাদেশ ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের মধ্য দিয়ে অতিক্রম করবে।
  • শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় 'রেমাল' রবিবার মধ্যরাতে (11টা থেকে 1টার মধ্যে) সাগরদ্বীপ এবং ওপার বাংলার খেপুপাড়ার মাঝামাঝি জায়গায় আছড়ে পড়বে ৷ ল্যান্ডফল বা আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়ে গতিবেগ হবে 110 থেকে 120 কিলোমিটার প্রতি ঘণ্টায়, জানিয়েছে হাওয়া অফিস ৷ দমকা হাওয়ার বেগ সর্বোচ্চ ঘণ্টায় 135 কিলোমিটারেও পৌঁছতে পারে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় 'রেমাল' নিয়ে সতর্ক রেল, শিয়ালদা দক্ষিণ ও বারাসত-হাসনাবাদ শাখায় বাতিল একগুচ্ছ ট্রেন

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ ইতিমধ্যে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে। অনুমান করা হচ্ছে, এই ঘূর্ণিঝড়টি সরাসরি উত্তর অভিমুখে এসে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবন এলাকায় স্থলভাগে আছড়ে পড়বে। রবিবার মাঝরাতে ল্যান্ডফলের সময় এর গতিবেগ থাকবে প্রতি ঘণ্টায় 135 কিলোমিটার। এর ফলে, দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে রবি ও সোমবার।

রবিবার দিনভর দক্ষিণবঙ্গের উপকূলবর্তী তিন জেলা দুই 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া ও হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ৷ সেইসঙ্গে জারি করা হয়েছে বৃষ্টিপাতের লাল সতর্কতাও ৷ মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা থাকবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ৷

আরও পড়ুন: রেমাল দুর্যোগের প্রভাব কলকাতাতেও, গঙ্গাবক্ষে অতিরিক্ত নজরদারি রিভার ট্রাফিক পুলিশের

Last Updated : May 26, 2024, 8:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.