ETV Bharat / bharat

গুজরাতে গেম জোনে ভয়াবহ আগুন, একাধিক শিশু-সহ মৃত কমপক্ষে 25 - Gujarat Fire Tragedy

author img

By ANI

Published : May 25, 2024, 9:34 PM IST

Updated : May 25, 2024, 11:02 PM IST

Fire Breaks Out at TRP Game Zone: রাজকোটের টিআরপি গেম জোনে ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ 25 জনের মধ্যে মৃতদের তালিকায় রয়েছে একাধিক শিশু ৷ শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেলের ৷

Etv Bharat
গুজরাতে গেম জোনে ভয়াবহ আগুন (ইটিভি ভারত)

রাজকোট, 25 মে: রাজকোটের টিআরপি গেম জোনে ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ আগুন লাগার ঘটনায় ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন 25 জন ৷ যার মধ্যে রয়েছে 12 জন শিশুও ৷ ঘটনাস্থলে রয়েছেন পুলিশ কমিশনার রাজু ভার্গব ৷ ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 8টি ইঞ্জিন ৷ আগুনে ধূলিসাৎ হয়ে গিয়েছে পুরো গেম জোন চত্বর ৷ দমকলকর্মীরা 10 থেকে 12 জনকে উদ্ধার করেছে ৷ দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেল ৷

টিআরপি গেম জোনে ভয়াবহ অগ্নিকাণ্ড (এএনআই)

এদিন প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, "রাজকোটে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন ৷ স্বজনহারাদের আমাদের সমবেদনা জানাই ৷ যাঁরা আহত হয়েছেন তাঁদের দ্রুত সুস্থতা কামনা করছি ৷ স্থানীয় প্রশাসন সবরকম সাহায্যের জন্য প্রস্তুত রয়েছে ৷" ঘটনার ভয়াবহতা জানতে গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেলের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী ৷

তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, "রাজকোটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সকলে মর্মাহত ৷ কিছুক্ষণ আগেই গুজরাতের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার ফোনে কথা হয়েছে ৷ তিনি জানিয়েছেন, সব দিক থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে৷ পাশাপাশি, এই ঘটনায় যাঁরা আহত ও নিহত হয়েছেন, তাঁদের পরিবারের পাশে আছে সরকার ৷"

Fire Breaks Out
গেম জোনে ভয়াবহ আগুন, (ইটিভি ভারত)

পাশাপাশি, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেল নিহত ও আহত পরিবারের প্রতি আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন ৷ তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, "রাজকোটের ট্র্যাজেডিতে মর্মাহত ৷ নিহতের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই ৷ আহতদের দ্রুত সুস্থতা কামনা করি ৷ প্রশাসনের তরফ থেকে নিহতের পরিবারকে 4 লাখ টাকা আর্থিক সাহায্য ও আহতদের 50 হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করা হচ্ছে ৷ এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না-ঘটে, সেই দিকে নজর দিতে হবে ৷ বিনোদনমূলক স্থানে কোন রকম গাফিলতি মেনে নেওয়া হবে না ৷ অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের জন্য সিট গঠনের নির্দেশ দেওয়া হয়েছে ৷"

পুলিশ কমিশনার রাজু ভার্গব বলেন, "বিকেলবেলা টিআরপি গেমিং জোনে ভয়ানক আগুন লাগে ৷ এখনও পর্যন্ত চলছে উদ্ধারকাজ ৷ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ৷ যত দ্রুত সম্ভব আটকে থাকা দেহ বের করে আনার চেষ্টা চলছে ৷ এই গেমিং জোনের মালিক ছিলেন যুবরাজ সিং সোলাঙ্কি ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটার তদন্ত শুরু হয়েছে ৷"

ঘটনায় শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনিও ফোনে কথা বলেছেন গুজরাতের মুখ্যমন্ত্রীর সঙ্গে ৷ এক্স হ্যান্ডেলে অমিত শাহ লেখেন, "রাজকোটের গেমিং জোনে অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটেছে তাতে আমি ব্যথিত ৷ দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য ফোনে কথা হয়েছে গুজরাতের মুখ্যমন্ত্রীর সঙ্গে ৷ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷ আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি ৷"

জানা গিয়েছে, রাজকোটে অগ্নিকাণ্ডের 25 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷ ঘটনার পর রাজ্য সরকার রাজকোট বাদে সমস্ত শহরে গেমজোন বন্ধ করার নির্দেশ দিয়েছে। অগ্নিকাণ্ডের পরই পলাতক গেমজোনের মালিক। সুরাতের মতো অন্যান্য শহরের সমস্ত গেমজোনে নিরাপত্তা ব্য়াবস্থা ও অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে ৷

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অগ্নিকাণ্ডে মৃতদের দেহ এতটাই পুড়ে গিয়েছে যে শনাক্ত করা সম্ভব হচ্ছে না ৷ ফলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাঁদের শনাক্ত করা হবে ৷ তারপরেই দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে ৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গেমজোনে কর্পোরেশনের তরফে চরম গাফিলতি দেখা গিয়েছে ৷ রিপোর্টে বলা হয়েছে, দমকলের তরফে এই গেমজোনকে ছাড়পত্র দেওয়া হয়নি ৷ রাজ্যসভার সাংসদ রাম মোকারিয়া দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন: জামাকাপড়ের গুদামে বিধ্বংসী আগুন ! ভোটের বিকেলে আতঙ্ক শ্রীরামপুরে

Last Updated : May 25, 2024, 11:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.