ETV Bharat / snippets

বদলার ম্যাচে সিটি ‘বধ’, এফএ কাপ জিতল ম্যান ইউ

author img

By ETV Bharat Bangla Team

Published : May 25, 2024, 11:07 PM IST

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

Manchester United Bags FA Cup: গতবার ফাইনালে ম্যাঞ্চেস্টার সিটির কাছে হারতে হয়েছিল ৷ শনিবার সন্ধ্যায় সেই হারের বদলা নিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড । ইপিএলে 8 নম্বরে থাকা টিমের কাছে হার মানল চ্যাম্পিয়নরা ৷ ওয়েম্বলিতে চিরপ্রতিদ্বন্দ্বীকে 2-1 হারিয়ে এফএ কাপ জিতল ম্যান ইউ । প্রথমার্ধেই জোড়া গোলে এগিয়ে যায় ম্যান ইউ ৷ লাল জার্সিধারীদের এগিয়ে দেন আলেসান্দ্রো গার্নাচো ও কোবি মাইনো ৷ ম্যাচের 87 মিনিটে জেরেমি দোকু গোল শোধ করলেও কাজের কাজ হয়নি ৷ এই জয়ের ফলে ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.