Published : May 13, 2024, 5:16 PM IST
|Updated : May 13, 2024, 5:23 PM IST
বুথেই 'পাঠানি সেলফি', শান্তিপূর্ণ ভোটে স্বস্তি ইউসুফের - LOK SABHA ELECTION 2024
চতুর্থ দফার লোকসভা নির্বাচনে বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া রাজ্যের আটটি কেন্দ্রে নির্বিঘ্নে চলছে ভোটগ্রহণ ৷ মুর্শিদাবাদের বেলডাঙায় ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকা পরিদর্শনে বেরোন বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান ৷ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের তারকা ক্রিকেটারকে কাছে পেয়েই বুথের মধ্যেই সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন মহিলারা। বেলডাঙা গোবিন্দসুন্দরী বিদ্যাপীঠের 255 নম্বর বুথে তৃণমূল প্রার্থী ঢুকতেই চনমনে পরিস্থিতি তৈরি হয় ৷ মহিলা প্রিসাইডিং অফিসার ও অন্যান্য ভোটকর্মীরা কাছ থেকে ইউসুফকে দেখে সেলফির আবদার করে বসেন ৷ তবে শুধু বুথের ভিতরে নয়, বাইরে ভোটের লাইনে অপেক্ষায় থাকা সাধারণ মানুষও সেলফি তোলেন পাঠানের সঙ্গে ৷ ইউসুফও সকলের সঙ্গে হাত মেলান ৷ এরপর বুথের বাইরে থাকা ছোট-ছোট ছেলেমেয়েদের সঙ্গেও দেখা করেন তিনি ৷ সাংবাদিকদের পাঠান বলেন, "বুথ পরিদর্শন করে ভালো লাগছে ৷ শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ পর্ব চলছে ৷ সকলে স্বতঃস্ফূর্ত হয়ে ভোট দিচ্ছেন ৷"