আরামবাগে ভোটের দিন 'আবির সৌজন্য' তৃণমূল প্রার্থীর - Lok Sabha Election 2024

By ETV Bharat Bangla Team

Published : May 20, 2024, 11:05 PM IST

thumbnail
আবির সৌজন্য তৃণমূল প্রার্থীর (নিজস্ব প্রতিনিধি)

5th Phase Bengal Vote in Bengal: নির্বাচন শেষে ফলাফল প্রকাশের পর আবির খেলা কোনও নতুন বিষয় নয় ৷ কিন্তু আরামবাগের চন্দ্রকোণা এলাকা দেখল ভোটের দিনই আবির খেলা হল ৷ কোনও দলের কর্মী বা সমর্থক নন, খোদ প্রার্থী হাতে সবুজ আবির নিয়ে এগিয়ে এলেন ভোটারের কাছে ৷ তাঁদের গাল রাঙিয়ে দিলেন উষ্ণতার পরশে ৷ তবে শাসক প্রার্থী মিতালি বাগ যে, কোনও উদ্দেশ্য ছাড়াই এমন করেছেন, তা ভাবলে মস্ত ভুল হবে ৷ দেশের 49টি কেন্দ্রে ভোট হল সোমবার ৷ তারমধ্যে ছিল বাংলার 7টি আসন ৷ উলুবেড়িয়া, হাওড়া, হুগলি, শ্রীরামপুর, ব্যারাকপুর ও বনগাঁর সঙ্গে ভোট হল আরামবাগেও ৷ সেখানে চন্দ্রকোনা এলাকার পিয়ারডাঙ্গার 119 নম্বর বুথে ভোটারদের ভোট দিতে কেউ বা কারা বাধা দেয় বলে অভিযোগ ওঠে ৷ পরিস্থিতি বেগতিক বুঝে এলাকায় পৌঁছে যান মিতালি বাগ ৷ ভোটারদের সঙ্গে কথা বলেন ৷ এরপরই দেখা যায় তাঁর আবির-সৌজন্য ৷ আরামবাগ এমনিতেই তৃণমূলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ 2019 সালে কোনওরকমে সামান্য ব্য়বধানে আসনটি জেতেন অপরূপা পোদ্দার ৷ এবার তাঁকে প্রার্থী করেনি শাসক দল ৷ তার বদলে প্রার্থী করা হয়েছে মিতালি বাগকে ৷ এবার ভোটের দিনও চমক দিলেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.