Published : Jul 19, 2024, 2:17 PM IST
|Updated : Jul 19, 2024, 2:24 PM IST
শিশু চোর সন্দেহে 4 যুবককে হোটেলে আটকে গণধোলাই - Villagers assault youths mistaking
Mass Beaten in Kanksa: রাজ্যের বিভিন্ন জায়গায় শিশু চুরির ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনি এক বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। গণপিটুনির বিরুদ্ধে সরব রাজ্য সরকার। শিশু চুরি নিয়ে বহু গুজব বিভিন্ন জায়গায় ছড়িয়েছে বিদ্যুৎ তরঙ্গের মতো। এবার পশ্চিম বর্ধমানের কাঁকসার 11 মাইল সংলগ্ন বিলপাড়া এলাকায় এক শিশুকে কোলে নিয়ে ঘুরছিল চার যুবক বলে অভিযোগ। শিশু চুরি সন্দেহে সেই চার যুবককে একটি হোটেলের ঘরে আটকে রাখে এলাকাবাসীরা। তারপর শুরু হয় গণধোলাই।
ব্যাপক উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। পুলিশ চার যুবককে আটক করেছে এবং শিশুটিকেও উদ্ধার করে ৷ স্থানীয়দের অভিযোগ, বৃহস্পতিবার সকালে চার যুবক এক শিশুকে কোলে নিয়ে এলাকায় ঘোরাঘুরি করছিলেন। জিজ্ঞাসাবাদের পরেও কোন সদুত্তর না-পেয়ে সন্দেহ হওয়ায় তাঁদের আটকে রাখা হয়। পুলিশকে খবর দেওয়া হয়। তাঁদেরকে আটক করে নিয়ে যায় ৷
পুলিশ সূত্রে খবর, তাঁদের মধ্যে এক যুবক শিশুকে চিকিৎসকের কাছে নিয়ে যাচ্ছিলেন। তখনই স্থানীয়দের সন্দেহ হওয়ায় তাঁকে-সহ আরও তিন যুবককে আটকে রাখেন। তারপর গণধোলাই শুরু হয় ৷ ঠিক কী ঘটনা ঘটেছিল তার তদন্তও শুরু হয়েছে। চার যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷
বিঃ দ্রঃ (গণপিটুনি একটি সামাজিক ব্যাধি। আমরা জানি হিংসা কোনও সমস্যার সমাধান নয়। আইন নিজের হাতে তুলে নেবেন না। কোনও গুজবে প্রভাবিত হবেন না। কোথাও কোনও সমস্যা হলে সরাসরি পুলিশ ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন। সুরক্ষিত থাকুন। সমাজকে সুরক্ষিত রাখার ভার আপনারও) ৷