ETV Bharat / state

ভূপতিনগরের ঘটনায় বদলাল ছবি, রাজ্যে আসছে আরও কেন্দ্রীয় বাহিনী - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 6, 2024, 11:02 PM IST

Central Force in West Bengal: প্রথম দফার লোকসভা নির্বাচন 19 এপ্রিল ৷ তার আগে রাজ্যের প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের চেষ্টা করছে নির্বাচন কমিশন ৷ বিশেষত, শনিবার সকালে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের ঘটনার পর আরও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের উপর জোর দেওয়া হচ্ছে ৷

ETV Bharat
পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী

কলকাতা, 6 এপ্রিল: প্রথম দফার ভোটের আগেই আরও কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে ৷ আগামী বুধবারের মধ্যেই রাজ্যে এসে পৌঁছবে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ এরপর পয়লা বৈশাখের পরে আরও 70 কোম্পানি বাহিনী আসছে । কমিশন সূত্রে এমনটাই জানা গিয়েছে ৷ প্রথম দফার নির্বাচনে, 19 এপ্রিল 100 শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার লক্ষ্যমাত্রা রেখেছে নির্বাচন কমিশন ৷ অর্থাৎ আগামী সপ্তাহ থেকে মোট 277 কেন্দ্রীয় বাহিনীকে এরিয়া ডমিনেশন থেকে শুরু করে মানুষের মধ্যে আস্থা তৈরি করা এবং রুট মার্চের জন্য ব্যবহার করা হবে ৷

দেখা যাচ্ছে, প্রথম পর্বের নির্বাচনের আগে আপাতত দুই পর্যায়ে বাহিনী আসছে রাজ্যে ৷ তবে আরও যে 170 কোম্পানি বাহিনী আসছে, তার সবটাই আধা সামরিক বাহিনী হবে, নাকি রাজ্য পুলিশ হবে, সে বিষয়ে এখনও পরিষ্কার করে কিছু জানা সম্ভব হয়নি ৷ যেহেতু প্রথম পর্বে সারা দেশে একসঙ্গে অনেকগুলি লোকসভা কেন্দ্রের নির্বাচন হতে চলেছে, তাই স্বাভাবিকভাবে কেন্দ্রীয় বাহিনীর চাহিদাও ব্যাপক ৷ তাই এই রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর টান পড়তে পারে ৷

সেই ক্ষেত্রে ভিন রাজ্য থেকেও বাহিনী আনা হবে বলে জানা গিয়েছে ৷ তাই এখনও বলা সম্ভব হচ্ছে না, কত সংখক কেন্দ্রীয় বাহিনী আর কত সংখ্যক ভিন রাজ্যের পুলিশ আসতে চলেছে ৷ তাই যেসব রাজ্যে রাজ্য পুলিশের সংখ্যা বেশি, সেইসব রাজ্য থেকে নেওয়া হতে পারে বাহিনী ৷ জানা গিয়েছে যে তেলেঙ্গানা, গুজরাত, উত্তরপ্রদেশ-সহ আরও বেশ কিছু রাজ্য থেকে পুলিশ আনা হতে পারে ৷

যদিও প্রথমে মনে করা হয়েছিল যে 277 কোম্পানি দিলেই প্রথম দফার নির্বাচন উতরানো যাবে ৷ তবে আজকে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের ঘটনা বদলে দিল পুরো পরিস্থিতি ৷ জানা গিয়েছে, যে জরুরি বৈঠকে ছিল, তাতেই সিদ্ধান্ত নেওয়া হয়, আরও 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে রাজ্যে ৷

আরও পড়ুন

1. এগরা থেকে ভূপতিনগর- এখনও তাজা বিস্ফোরণের দগদগে স্মৃতি

2. ‘হামলাটা মেয়েরা করেননি, করেছে এনআইএ’; ভূপতিনগর কাণ্ডে বড় অভিযোগ মমতার

3. ভূপতিনগর নিয়ে রিপোর্ট তলব কমিশনের, বিশেষ বৈঠকে পুলিশ পর্যবেক্ষক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.