ETV Bharat / state

10 কোটি 53 লক্ষের ঘাটতি বাজেট পেশ শিলিগুড়ির মেয়রের, কটাক্ষ বিরোধীদের

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 21, 2024, 1:57 PM IST

Siliguri Municipal Corporation
শিলিগুড়ি পৌরনিগম

Siliguri Municipal Corporation: 10 কোটি টাকারও বেশি ঘাটতি বাজেট পেশ করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ৷ 2024-2025 অর্থবর্ষের জন্য 618 কোটি 84 লক্ষ টাকার বাজেট পেশ করেন মেয়র ।

শিলিগুড়ি, 21 ফেব্রুয়ারি: বাজেট পেশ করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ৷ প্রায় 10 কোটি 53 লক্ষ টাকার ঘাটতি বাজেট পেশ করেছেন তিনি ৷ মঙ্গলবার পৌরনিগমের প্রশাসনিক ভবনে 2024-2025 অর্থবর্ষের জন্য 618 কোটি 84 লক্ষ টাকার বাজেট পেশ করেন মেয়র । পাশাপাশি 2023-24 অর্থবর্ষের জন্য 591 কোটি 77 লক্ষ 38 হাজার টাকার রিভাইস বাজেট পেশ করেছেন তিনি ।

মেয়র গৌতম দেব বলেন, "সরকার আমাদের সবদিক থেকে সহযোগিতা করছে । পূর্ত দফতর থেকে আমরা পাচ্ছি 250 কোটি টাকা । সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্টের জন্য বরাদ্দ হয়েছে 225 কোটি টাকা ৷ আন্ডার গ্রাউন্ড কেবলিংয়ের জন্য 218 কোটি টাকা, জলের প্রকল্পে 518 কোটি টাকা, সেই সঙ্গে জলের পাইপলাইনের জন্য আরও 74 কোটি টাকা পাওয়া যাবে । এছাড়া পরিকাঠামো উন্নয়নে সরকার থেকে 40 কোটি টাকা মিলবে। ফলে এর প্রতিফলন বাজেটে থাকাটাই স্বাভাবিক ।"

তিনি আরও বলেন, "পৌরনিগমের আয় বৃদ্ধি ও 2007 সালের পর পৌরনিগমে সম্পত্তি করের মূল্যায়ন হয়নি । ফলে প্রচুর সম্পত্তি কর বাইরে পড়ে আছে । এই বোর্ড এতদিন পর পুনরায় মূল্যায়নের কাজ শুরু করেছে । ফলে এখানেও আয় বৃদ্ধি পাবে ।"

তবে এই বাজেট প্রসঙ্গেই পৌরবোর্ডের বাম পরিষদীয় দলনেতা নুরুল ইসলাম বলেন, "এটা পুরোপুরি অবাস্তব বাজেট । আর এই বাজেট ইঙ্গিত দিচ্ছে মানুষের উপর করের বোঝা বাড়বে । কারণ নতুন সম্পত্তি কর কী হবে সেটা যেমন খোলসা করা হয়নি, তেমনই বিগত বছর সংশোধিত বাজেট দেখলে পুরো ছবি পরিষ্কার হবে । গত বছর 518 কোটির বাজেট প্রস্তাব পেশ করা হয়েছিল ৷ এখনও পর্যন্ত খরচ করা গিয়েছে মাত্র 245 কোটি টাকা ৷ মেয়র সেটা 283 কোটি টাকায় নিয়ে যাবেন বলে হিসেব দিয়েছেন । সেই হিসেবেও বাজেটের মাত্র 50 শতাংশের কাছাকাছি কাজ করতে পেরেছেন । তাহলে এত বিপুল অঙ্কের বাজেট করার মানে কী ?‌"

শিলিগুড়ি পৌরনিগমের এই বাজেটকে গতানুগতিক বাজেট বলে কটাক্ষ করেছে বিরোধীরা । বিরোধী দলনেতা বিজেপির অমিত জৈনও বাজেটকে 'রুটিন বাজেট' বলেন কটাক্ষ করেন । একইভাবে কংগ্রেসের সুজয় ঘটকের ওই বাজেটকে 'গতানুগতিক বাজেট' ‌বলে কটাক্ষ করেছেন । তবে মেয়র এ দিন যে বাজেট পেশ করেছেন তা রেকর্ড অর্থের বাজেট বলে জানা গিয়েছে । এত বিপুল অঙ্কের বাজেট এর আগে কখনওই পেশ করা হয়নি কোনও বোর্ডের তরফে, এমনই দাবি বর্তমান তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ডের ।

আরও পড়ুন:

  1. পারিবারিক অশান্তি ! অস্ত্র নিয়ে ভাইয়ের সঙ্গে হাতাহাতিতে মৃত্যু দাদার
  2. এজেন্ট হিসেবে কমিশন নিয়ে 100 কোটি টাকা পকেটে ঢুকিয়েছিল প্রসন্ন, দাবি ইডি'র
  3. পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আজও রাজ্যেজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.