ETV Bharat / state

পারিবারিক অশান্তি ! অস্ত্র নিয়ে ভাইয়ের সঙ্গে হাতাহাতিতে মৃত্যু দাদার

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 21, 2024, 10:55 AM IST

Died for Family Dispute: ধারালো অস্ত্র নিয়ে হাতাহাতি হচ্ছিল দুই ভাইয়ের ৷ সেই ছুরির আঘাতে মৃত্যু হল দাদার ৷ গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ভাই ৷

Etv Bharat
Etv Bharat

বংশীহারি, 21 ফেব্রুয়ারি: পারিবারিক বিবাদের জেরে দুই ভাই অস্ত্র নিয়ে হাতাহাতিতে জড়িয়েছিলেন । তাতেই মৃত্যু হল দাদার ৷ মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বংশীহারি থানার এলাহাবাদ পঞ্চায়েতের দরগা মোড় এলাকায় । মৃত যুবকের নাম সামীম রেজা (27) । বাড়ি বংশীহারি থানার চেরাগীপাড়া গ্রামে । গুরুতর আহত হয়ে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন মৃতের ভাই নাসিম রেজা । তাঁর বয়স 24 বছর ৷ খবর পেয়ে মৃতদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় দরগা মোড় এলাকায় হাট বসেছিল ৷ সেই হাটের পাশে এক জমিতে দুই ভাইয়ের বচসা থেকে মারপিট শুরু হয় । ধারালো অস্ত্রের আঘাতে দু'জনেই আহত হয়ে লুটিয়ে পড়ে । খবর পেয়ে দু'জনকেই তড়িঘড়ি ঘটনাস্থল থেকে উদ্ধার করে রশিদপুর হাসপাতালে পাঠায় বংশীহারি থানার পুলিশ । এর মধ্যে দাদা সামিম রেজাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷ মৃতের ডান হাতে অনেকটা জায়গায় ক্ষতের চিহ্ন দেখা গিয়েছে । আর নাসিম গুরুতর আহত অবস্থায় গঙ্গারামপুর হাসপাতালে চিকিৎসাধীন ৷ তাঁর দেহে 14টি সেলাই পড়েছে বলে জানা গিয়েছে ৷ দু'জনের কাছেই ধারালো অস্ত্র ছিল বলে স্থানীয়দের অনুমান ।

এই বিষয়ে মৃতের ভাই নাসিম রেজা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বলেন,"মঙ্গলবারই আমি বেঙ্গালুরু থেকে গ্রামে এসেছি । পারিবারিক শত্রুতার জেরেই আমাকে আঘাত করে দাদা । আমি বাজারে আসছিলাম সেই সময় আমাকে একা পেয়ে চাকু মেরে দেয় । কোথায় ছিল আমি জানি না ৷ হঠাৎ করে এসে আমাকে চাকু মেরে দিল । সেই সময় বাজারের মধ্যে প্রচুর লোক ছিল ৷ কিন্তু চাকু মারতে দেখে সেখানে থাকার লোকজন পালিয়ে যায় । পরবর্তীতে আমার বাড়ির লোকজন আমাকে উদ্ধার করে প্রথমে রশিদ হাসপাতালে ও পরে কালদিঘি হাসপাতালে নিয়ে আসে ।"

এই বিষয়ে পঞ্চায়েত সদস্যার স্বামী জালালুদ্দিন আহমেদ বলেন, "দু'জনের কাছে চাকু ছিল কি না, বলতে পারব না ৷ আমি অনেক পরে আসি ঘটনাস্থলে । কাকুর ছেলে এবং জেঠুর ছেলে একে অপরকে আঘাত করে ৷ সেখানে একজন মাঠের মধ্যে লুটিয়ে পড়ে । দু'জনে একে-অপরকে চাকু মারার ফলে একজন ঘটনাস্থলেই মারা যায় এবং অন্য একজন বর্তমানে কালদিঘি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।"

গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য জানান, দরগা মোড় এলাকায় একটি ঘটনা ঘটেছে । বংশীহারি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে উদ্ধার করে নিয়ে আসে রশিদপুর হাসপাতালে ৷ কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ৷ অন্য একজন বর্তমানে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন । সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে বংশীহারি থানার পুলিশ ।

বংশীহারি, 21 ফেব্রুয়ারি: পারিবারিক বিবাদের জেরে দুই ভাই অস্ত্র নিয়ে হাতাহাতিতে জড়িয়েছিলেন । তাতেই মৃত্যু হল দাদার ৷ মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বংশীহারি থানার এলাহাবাদ পঞ্চায়েতের দরগা মোড় এলাকায় । মৃত যুবকের নাম সামীম রেজা (27) । বাড়ি বংশীহারি থানার চেরাগীপাড়া গ্রামে । গুরুতর আহত হয়ে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন মৃতের ভাই নাসিম রেজা । তাঁর বয়স 24 বছর ৷ খবর পেয়ে মৃতদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় দরগা মোড় এলাকায় হাট বসেছিল ৷ সেই হাটের পাশে এক জমিতে দুই ভাইয়ের বচসা থেকে মারপিট শুরু হয় । ধারালো অস্ত্রের আঘাতে দু'জনেই আহত হয়ে লুটিয়ে পড়ে । খবর পেয়ে দু'জনকেই তড়িঘড়ি ঘটনাস্থল থেকে উদ্ধার করে রশিদপুর হাসপাতালে পাঠায় বংশীহারি থানার পুলিশ । এর মধ্যে দাদা সামিম রেজাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷ মৃতের ডান হাতে অনেকটা জায়গায় ক্ষতের চিহ্ন দেখা গিয়েছে । আর নাসিম গুরুতর আহত অবস্থায় গঙ্গারামপুর হাসপাতালে চিকিৎসাধীন ৷ তাঁর দেহে 14টি সেলাই পড়েছে বলে জানা গিয়েছে ৷ দু'জনের কাছেই ধারালো অস্ত্র ছিল বলে স্থানীয়দের অনুমান ।

এই বিষয়ে মৃতের ভাই নাসিম রেজা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বলেন,"মঙ্গলবারই আমি বেঙ্গালুরু থেকে গ্রামে এসেছি । পারিবারিক শত্রুতার জেরেই আমাকে আঘাত করে দাদা । আমি বাজারে আসছিলাম সেই সময় আমাকে একা পেয়ে চাকু মেরে দেয় । কোথায় ছিল আমি জানি না ৷ হঠাৎ করে এসে আমাকে চাকু মেরে দিল । সেই সময় বাজারের মধ্যে প্রচুর লোক ছিল ৷ কিন্তু চাকু মারতে দেখে সেখানে থাকার লোকজন পালিয়ে যায় । পরবর্তীতে আমার বাড়ির লোকজন আমাকে উদ্ধার করে প্রথমে রশিদ হাসপাতালে ও পরে কালদিঘি হাসপাতালে নিয়ে আসে ।"

এই বিষয়ে পঞ্চায়েত সদস্যার স্বামী জালালুদ্দিন আহমেদ বলেন, "দু'জনের কাছে চাকু ছিল কি না, বলতে পারব না ৷ আমি অনেক পরে আসি ঘটনাস্থলে । কাকুর ছেলে এবং জেঠুর ছেলে একে অপরকে আঘাত করে ৷ সেখানে একজন মাঠের মধ্যে লুটিয়ে পড়ে । দু'জনে একে-অপরকে চাকু মারার ফলে একজন ঘটনাস্থলেই মারা যায় এবং অন্য একজন বর্তমানে কালদিঘি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।"

গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য জানান, দরগা মোড় এলাকায় একটি ঘটনা ঘটেছে । বংশীহারি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে উদ্ধার করে নিয়ে আসে রশিদপুর হাসপাতালে ৷ কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ৷ অন্য একজন বর্তমানে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন । সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে বংশীহারি থানার পুলিশ ।

আরও পড়ুন :

  1. রোগী সেজে এসে চিকিৎসক দম্পতিকে খুন, চাঞ্চল্য ডেবরায়
  2. কোন্নগরে নাবালক খুনে গ্রেফতার মা ও তাঁর বান্ধবী
  3. অমানবিক! আট বছরের শিশুকে ধারালো অস্ত্র দিয়ে খুন, তদন্তে পুলিশ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.